Eden Gardens: কোটিপতি রিঙ্কু সিং, নতুন ব্যাটিং কোচ; কেমন হল ভারতের প্রথম প্র্যাক্টিস সেশন?
India vs England T20I Series: কলকাতা নাইট রাইডার্সে খেলা থেকেই জাতীয় দলের দরজা খুলেছিল রিঙ্কু সিংয়ের। কলকাতার ক্রিকেট প্রেমীরা রিঙ্কু সিংকে বড্ড ভালোবাসেন। ভারতের প্রথম প্র্যাক্টিস সেশনেও তা দেখা গেল। আর কী হল প্র্যাক্টিসে?
শুধু কি মহম্মদ সামি? ভারতীয় দলের বেশ কয়েকজনের ইডেন গার্ডেন্স ঘরের মাঠে। এই তালিকায় যেমন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, সহকারী অভিষেক নায়ার রয়েছেন তেমনই হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারও। এর মধ্যে আর একটা নাম একেবারেই ভোলা যাবে না। রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সে খেলা থেকেই জাতীয় দলের দরজা খুলেছিল রিঙ্কু সিংয়ের। কলকাতার ক্রিকেট প্রেমীরা রিঙ্কু সিংকে বড্ড ভালোবাসেন। ভারতের প্রথম প্র্যাক্টিস সেশনেও তা দেখা গেল। আর কী হল প্র্যাক্টিসে?
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম বার ইডেনে ভারতীয় ক্রিকেট দল। স্বাভাবিক ভাবেই প্র্যাক্টিস ঘিরেও উন্মাদনা তুঙ্গে। সামির পাশাপাশি রিঙ্কু সিংকে নিয়েও উন্মাদনা। অর্শদীপ ছাড়া সকলেই প্র্যাক্টিসে ছিলেন। কাল থেকে নেমে পড়বেন অর্শদীপও। এটি বছরের প্রথম সিরিজও। যার শুরুটা হচ্ছে ইডেন গার্ডেন্সে। এই সিরিজের আগেই ব্যাটিং কোচ হিসেবে যোগ করা হয়েছে সিতাংশু কোটাককে। কাজ শুরু করে দিলেন ভারতের নতুন ব্যাটিং কোচ।
বাকি সকলেই পুরোদমে প্র্য়াক্টিসে মজলেও অধিনায়ক সূর্যকুমার যাদবকে শুধুমাত্র ওয়ার্ম আপেই দেখা গেল। পিচও পর্যবেক্ষণ করেন। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনায় দেখা যায় স্কাইকে। ব্যাটিংয়ের পাশাপাশি রিঙ্কু সিংকে দেখা গেল বোলিংও করতে। শ্রীলঙ্কায় গত টি-টোয়েন্টি সিরিজে প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করেই উইকেট নিয়েছিলেন। প্রয়োজনে যদি এক দু-ওভার কাজ চালিয়ে দিতে হয়, প্রস্তুতি সেরে নিচ্ছেন রিঙ্কু সিং।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যাটিং-বোলিং প্র্য়াক্টিস করেন। তেমনই নীতীশ কুমার রেড্ডিও। হার্দিককে নিয়ে বাড়তি উন্মাদনা দেখা গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছিল। তা ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় বিষয়। প্রথম দিনই জোরদার অনুশীলন। ইংল্য়ান্ড সিরিজ যথেষ্ট কঠিন। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই টিম গড়ে তোলার কাজ শুরু।