Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs RCB : এমন জয়েরই অপেক্ষা করছিলেন! বিধ্বংসী ইনিংস শেষে কী বললেন স্কাই?

Mumbai Indians vs Royal Challengers Bangalore Post Match : হতাশায় মরসুম শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও শুরুটা ভালো হয়নি। তবে আরসিবির বিরুদ্ধে দাপুটে জয়ে বিরাট আত্মবিশ্বাস ফিরে পেল মুম্বই। ১০ পয়েন্টের ট্রাফিক জ্যামে আটকে ছিল পাঁচটি দল। সেখান থেকে বেরোতে পারল মুম্বই। ২১ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয়ে নেট রান রেটেও দারুণ উন্নতি করল তারা। সবটাই কার্যত সম্ভব হল সূর্যকুমার যাদবের বিধ্বংসী ইনিংসে।

MI vs RCB : এমন জয়েরই অপেক্ষা করছিলেন! বিধ্বংসী ইনিংস শেষে কী বললেন স্কাই?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 1:28 AM

দীপঙ্কর ঘোষাল : আইপিএলে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, শুরুটা খুবই মন্থর হয় মুম্বই ইন্ডিয়ান্সের। ক্রমশ স্পিড বাড়ায় তারা। আইপিএলের গত বারের সংস্করণে অবশ্য এমনটা দেখা যায়নি। হতাশায় মরসুম শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও শুরুটা ভালো হয়নি। তবে আরসিবির বিরুদ্ধে দাপুটে জয়ে বিরাট আত্মবিশ্বাস ফিরে পেল মুম্বই। ১০ পয়েন্টের ট্রাফিক জ্য়ামে আটকে ছিল পাঁচটি দল। সেখান থেকে বেরোতে পারল মুম্বই। ২১ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয়ে নেট রান রেটেও দারুণ উন্নতি করল তারা। সবটাই কার্যত সম্ভব হল সূর্যকুমার যাদবের বিধ্বংসী ইনিংসে। মাত্র ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের দরজায় পৌঁছে দেন। স্কাই মাঠ ছাড়ার সময় পিঠ চাপড়ে দেন বিরাট কোহলি। হতাশা থাকল রোহিত ফর্মে না ফেরায়। ম্যাচ শেষে কী বলছেন স্কাই? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জয়টা কেমন উপভোগ করলেন। এক গাল হাসি নিয়ে ম্য়াচের সেরা সূর্যকুমার যাদব বলেন, ‘খুবই ভালো লাগছে। এমনই একটা জয়ের অপেক্ষা করছিলাম। গুরুত্বপূর্ণ সময়ে সেটা এসেছে। দলের প্রেক্ষিতে বলতে পারি, হোম ম্যাচে এরকম জয়, খুবই ভালো।’ স্কাই এই ম্য়াচে ৬টি ওভার বাউন্ডারি মারেন। তার চেয়েও নজর কাড়ে সাতটি বাউন্ডারি। তাঁর জন্য বিশেষ হোমওয়ার্ক করে নেমেছিল আরসিবি। যদিও বোর্ডে ২০০-র ওপর রান না রাখতে পারা এবং ফিল্ডিংয়ে কিছু ভুলও চাপ বাড়ায়। টিমের সেরা ফিল্ডার বিরাট কোহলি যখন বাউন্ডারি গলান, বাকিদের আত্মবিশ্বাস সহজেই আন্দাজ করা যায়।

প্রতিপক্ষ শিবিরে এত হোমওয়ার্কের পরও স্কাইয়ের সাতটি বাউন্ডারি। সূর্য বলছেন, ‘জানতাম, ওদের একটা বিশেষ পরিকল্পনা রয়েছে। যত বেশি সম্ভব স্লোয়ার দিতে চেয়েছিল। যাতে পাওয়ারফুল শট না খেলা যায়। চাইছিল, আমি যেন বড় বাউন্ডারির দিকেই শট খেলি। নেহালের সঙ্গেও কথা বলি। আমরা ঠিক করি, প্রতিপক্ষ যেমন পরিকল্পনা করেছে, আমাদেরও সেই অনুযায়ী বাউন্ডারি বের করে নিতে হবে। বাউন্ডারি না এলেও রানিং বিটউইন দ্য় উইকেটে স্কোর বোর্ডে প্রেসার পড়তে দেওয়া যাবে না। সেই অনুযায়ীই আমরা ব্যাটিং করেছি।’ গ্য়াপ খুঁজে বের করাও একটা আর্ট। সচিন করেছেন, বিরাট করেন। এর জন্য় কী প্রয়োজন! স্কাই জানালেন, অনুশীলনেও সিচুয়েশন ভেবে শট খেলেন। নিয়মিত প্র্যাক্টিসেই গ্য়াপ খুঁজে নেওয়ার এই অভ্য়াস তৈরি হয়েছে।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'