IPL 2021: প্লে অফের আশা জিইয়ে রাখার লড়াইয়ে রোহিত-রাহুলরা

রাজস্থান রয়্যালসের কাছে নাটকীয় হারের পরই কামব্যাক করেছেন ময়াঙ্ক আগারওয়ালরা। হায়দরাবাদের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচেও জিতেছেন সামিরা। ব্যাটিং বিভাগ সে দিন ভোগালেও, বোলিং বিভাগ দলকে মূল্যবান ২ পয়েন্ট এনে দিয়েছে। রোহিত, পোলার্ড, ডিকক সমৃদ্ধ মুম্বইয়ের হেভিওয়েট ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে চ্যালেঞ্জ সামি, আর্শদীপ সিংদের।

IPL 2021: প্লে অফের আশা জিইয়ে রাখার লড়াইয়ে রোহিত-রাহুলরা
পঞ্জাব বনাম মুম্বই। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 9:30 AM

আবু ধাবি: এত খারাপ পরিস্থিতির মুখে এর আগে কখনও পড়তে হয়নি মুম্বইকে (Mumbai Indians)। মরুশহরে হারের হ্যাটট্রিক রোহিত শর্মাদের। চেন্নাই, কলকাতা, বেঙ্গালোর। টানা ৩ ম্যাচ হারায় প্লে অফের পথই কঠিন হয়ে দাঁড়িয়েছে ৫ বারের চ্যাম্পিয়নদের কাছে। এক ধাক্কায় পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে গিয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma)। ১০ ম্যাচে সংগ্রহ ৮ পয়েন্ট। রান রেটও ভালো জায়গায় নেই। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি ৪ ম্যাচই এখন জিততে হবে হিটম্যানদের।

অন্যদিকে পঞ্জাব কিংসও (Punjab Kings) ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। প্লে অফের দৌড়ে লড়াই জারি রাখতে হলে সব ম্যাচ জিততে হবে লোকেশ রাহুলদেরও (KL Rahul)। রাজস্থান রয়্যালসের কাছে নাটকীয় হারের পরই কামব্যাক করেছেন ময়াঙ্ক আগারওয়ালরা। হায়দরাবাদের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচেও জিতেছেন সামিরা। ব্যাটিং বিভাগ সে দিন ভোগালেও, বোলিং বিভাগ দলকে মূল্যবান ২ পয়েন্ট এনে দিয়েছে। রোহিত, পোলার্ড, ডিকক সমৃদ্ধ মুম্বইয়ের হেভিওয়েট ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে চ্যালেঞ্জ সামি, আর্শদীপ সিংদের। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মুম্বইয়ের বিরুদ্ধে দল সাজাচ্ছে পঞ্জাব। গত ম্যাচে রান না পেলেও বুমরাদের বিরুদ্ধে রানে ফিরতে চান রাহুল-মায়াঙ্করা। ক্রিস গেইল আগের ম্যাচে খেললেও রান পাননি। সব ভুলে নতুন শুরুর অপেক্ষায় পঞ্জাব শিবির। এত বারের আইপিএলে এখনও খেতাব জেতা হয়ে ওঠেনি। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। মরুশহরে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে জিততে হবে মঙ্গলবারের ম্যাচ।

এ দিকে মুম্বই শিবিরে প্রথম এগারোয় বদলের সম্ভাবনা। বোলিং বিভাগে অ্যাডাম মিলনে নজর কাড়তে ব্যর্থ। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ফর্মের ধারেকাছে নেই। ২ ম্যাচ পর দলে ফিরলেও নজর কাড়তে ব্যর্থ। মিডল অর্ডারের ব্যর্থতা ভোগাচ্ছে দলকে। ক্রুণাল পান্ডিয়াও ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ব্যর্থ। এর আগেও অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েও কামব্যাক করেছে মুম্বই। অতীতের সেই ইতিহাসই চার্জড আপ করছে রোহিত-পোলার্ডদের।

আরও পড়ুন: IPL 2021 KKR vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ

আরও পড়ুন: IPL 2021 MI vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

আরও পড়ুন: IPL 2021: ডু অর ডাই ম্যাচে রাসেলকে নিয়ে সংশয়