NEP vs WI: অঘটন না উত্তরণ! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল নেপাল
Nepal vs West Indies T20I Series: কারনামা নেপাল ক্রিকেটারদের। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এটিই নেপালের প্রথম জয়। ঐতিহাসিক এই পারফরম্যান্সে নেপালের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রোহিত পৌড়েল। ক্রিকেট বিশ্বে তথাকথিত লিলিপুট দেশ হারিয়ে দিল টি-টোয়েন্টিতে পাওয়ার হিটার সাপ্লাই করা ওয়েস্ট ইন্ডিজকে।

বিশ্ব ক্রিকেটকে ফের একবার চমকে দিল নেপাল। জেন জ়ি আন্দোলনে দেশের পরিস্থিতি নিয়ে শিরোনামে ছিল ভারতের প্রতিবেশী। তবে ক্রিকেট মাঠের চমকপ্রদ পারফরম্যান্সে এ বার শিরোনামে নেপাল। দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল নেপাল। তাও আবার বড় ব্যবধানে। শারজায় এমন কারনামা নেপাল ক্রিকেটারদের। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এটিই নেপালের প্রথম জয়। ঐতিহাসিক এই পারফরম্যান্সে নেপালের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রোহিত পৌড়েল। ক্রিকেট বিশ্বে তথাকথিত লিলিপুট দেশ হারিয়ে দিল টি-টোয়েন্টিতে পাওয়ার হিটার সাপ্লাই করা ওয়েস্ট ইন্ডিজকে।
শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নেপাল। প্রথম টি-টোয়েন্টি জিতে নেপাল ১-০ এগিয়ে গেল। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। নেপালের দুই ওপেনার কুশল ভুর্তেল ও আসিফ শেখকে দ্রুতই ফেরান আকিল হোসেন ও জেসন হোল্ডার। ক্যাপ্টেন রোহিত পৌড়েল ও মিডল অর্ডার ব্যাটার কুশল মল্লা ৩০ প্লাস স্কোর গড়েন। লোয়ার অর্ডার অবশ্য অবদান রাখতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে পাওয়ার হিটারর অভাব নেই। কিন্তু শারজার পিচে বড় শট খেলা কঠিন। স্ট্রাইক রোটেট করা বেশি জরুরি। তার উপর ওয়েস্ট ইন্ডিজের রানিং বিটউইন দ্য উইকেট এবং নেপালের দুর্দান্ত ফিল্ডিং। দুটো রানআউট হয়েছে। কোনও ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ইনিংসে সর্বাধিক স্কোর ২২! নেপালের বোলারদের মধ্যে সোমপল কামি ছাড়া প্রত্যেকের ইকোনমি রেট দুর্দান্ত। দুটি উইকেট নিয়েছেন কুশল ভুর্তেল। সিরিজ জিইয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে।
