কলকাতা: কতটা লাভ হয়, তা নিয়েই সন্দিহান! ক্ষতি যে হচ্ছে, তা নিয়ে অনেকটাই নিশ্চিত! আর তারই প্রভাব পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট টিমে। অস্ট্রেলিয়া সফরে ১-৩ হার বোর্ডকে একগুচ্ছ কড়া পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত হতে পারে নতুন ভাবনা। এ নিয়ে কিন্তু বিতর্কের ঝড় উঠতে পারে। ক্রিকেটাররাও হতে পারেন বিপ্লবী। তা সত্ত্বেও বিসিসিআই এ বার অনড়। শুধু অস্ট্রেলিয়া সফরের নির্যাস কি? অতীত থেকেও শিক্ষা নিয়েছে বোর্ড। কী সেই ভাবনা, যা আলোড়ন ফেলতে চলেছে?
বিদেশ সফরের ক্ষেত্রে টিমকে আরও বেশি ফোকাসড রাখতে নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। এ বার থেকে কোনও সফরে টিমের সঙ্গে পুরো সময় থাকতে পারবে না ক্রিকেটারের পরিবার। ৪৫ দিনের সফর হলে ১৪ দিন স্ত্রী বা বান্ধবীরা থাকতে পারবেন। আর ছোট সফরের ক্ষেত্রে মাত্র ৭ দিন টিমে সঙ্গে একই হোটেলে থাকার সুযোগ থাকবে। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। দৈনিক জাগরণের খবর থেকে যা জানা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরের পর বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, টিমের সঙ্গে পরিবার থাকলে ক্রিকেটার যতটা না মোটিভেটেড হন, তার থেকে অনেক বেশি নেতিবাচক প্রভাব পড়ে প্লেয়ারের পারফরম্যান্সে। সেই কারণেই সিদ্ধান্ত।
এতেই শেষ নয়, টিমে খুঁটিনাটি আরও অনেক বদল আনতে চলেছে বোর্ড। সাম্প্রতিক কিছু সফরে বারবার টিমের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। তারকাদের জন্য অন্য রকম নিয়ম নিয়েও সরব হয়েছেন কেউ কেউ। অ্যাডিলেড থেকে যাত্রার সময় বিমানবন্দরের যাওয়ার টিম বাস মিস করেছিলেন যশস্বী জয়সওয়াল। ট্যাক্সি চেপে বিমানবন্দর পৌঁছেছিলেন। এ নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসতে এক টিম এক নিয়ম চালু করছে বোর্ড। যা জানা যাচ্ছে, যে যত বড় প্লেয়ারই হোন না কেন, তাঁকে টিম বাসেই যাতায়ত করতে হবে। আলাদা করে যাতায়ত করা যাবে না।