India vs Bangladesh: বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে খাবি খাবে, নাকি ফুল মার্কস পাবে ভারত? গৌতম বললেন…

Sep 18, 2024 | 5:46 PM

Gautam Gambhir: স্পিন বোলিং সামলাতে চপে পড়বেন না ভারতের ক্রিকেটাররা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের (India vs Bangladesh) টেস্ট সিরিজের আগে এমনটাই মনে করছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।

India vs Bangladesh: বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে খাবি খাবে, নাকি ফুল মার্কস পাবে ভারত? গৌতম বললেন...
India vs Bangladesh: বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে খাবি খাবে, নাকি ফুল মার্কস পাবে ভারত? গৌতম বললেন...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারতীয় ব্যাটারদের স্পিনে ভয়? গুরু গম্ভীরের কথায়, নৈব নৈব চ। স্পিন বোলিং সামলাতে চপে পড়বেন না ভারতের ক্রিকেটাররা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের (India vs Bangladesh) টেস্ট সিরিজের আগে এমনটাই মনে করছেন ভারতের হেড কোচ। গৌতম গম্ভীর (Gautam Gambhir) মনে করেন, ভারতের ব্যাটিং বিভাগ যে কোনও স্পিন বোলিং বিভাগের মোকাবিলা করতে পারবে। একইসঙ্গে গৌতম খুশি যে, টিম ইন্ডিয়া এখন শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও বেশ শক্তিশালী হয়েছে।

চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক। কেমন হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের পিচ, তা জানতে এখনও খানিক সময় বাকি। তার আগে গম্ভীরকে প্রেস কনফারেন্সে স্পিন বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের মোকাবিলা নিয়ে প্রশ্ন করা হয়। টিম ইন্ডিয়ার ব্যাটাররা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে স্পিন সামলাতে চাপে পড়েছিলেন। এই তালিকায় বিরাট কোহলিও ছিলেন। গম্ভীর অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, ফর্ম্যাট আলাদা। ফলে পারফরম্যান্সও আলাদা হবে। তাঁর কথায়, ‘ওডিআই ও টেস্টের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।’

চিপক টেস্টের আগে গৌতম বলেন, ‘আমাদের ব্যাটিং বিভাগের এত গুণ রয়েছে যে, ওরা যে কোনও স্পিন বিভাগের সঙ্গে লড়াই করতে পারে। ওয়ান ডে এবং টেস্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পুরোটাই মানসিকতার উপর নির্ভর করে। ডিফেন্সকে শক্তিশালী করার বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’

ব্যাটিংয়ের বাইরে যে বোলিংয়ের জগতেও চাপ রাখা যায়। ক্ষুরধার বোলিং দিয়েও যে প্রতিপক্ষকে মাত করা যায়, সেটা করে দেখিয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা। এমনটাই মনে করেন গম্ভীর। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত একটা সময় ব্যাটিংয়ে প্রবল নির্ভরশীল ছিল। বলা যায় টিমে ব্যাটারদের দাপটও ছিল। কিন্তু বুমরা, সামি, অশ্বিন, জাডেজারা খেলাটাকে বোলারদের খেলাতে পরিণত করেছে।’

বাংলাদেশের বোলিং বিভাগের প্রশংসাও করেছেন গম্ভীর। তাঁর কথায়, ‘ওদের বোলিং বিভাগ শক্তিশালী। সাকিবের অনেক অভিজ্ঞতা রয়েছে। মেহেদিও রয়েছে। ফলে আমরা জানি, বাংলাদেশে প্রতিভার অভাব নেই। আমাদের যেটা করতে হবে, তা হল প্রথম দিন থেকেই হাল ধরতে হবে।’

Next Article