Border Gavaskar Trophy: ভারতের এক ‘ভয়ঙ্কর’ তারকার জন্য বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে অজি শিবির
Pat Cummins: অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সম্প্রতি জানিয়েছেন, টিম ইন্ডিয়ার এক ক্রিকেটারের জন্য বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া শিবির। সেই ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা নন। তা হলে কে?
কলকাতা: অজি সফরে গিয়ে ৫ টেস্টের সিরিজ জয়ই এখন ভারতীয় টিমের (Team India) লক্ষ্য। অন্যদিকে প্যাট কামিন্সরা ছকে রাখছেন অন্য পরিকল্পনা। গত ২ বারের ভারতীয় টিমের অস্ট্রেলিয়া সফরের ফলাফল এ বার পালটে দিতে মরিয়া অস্ট্রেলিয়া শিবির। ভারতের এক ভয়ঙ্কর ক্রিকেটারের জন্য বিশেষ পরিকল্পনাও সাজাচ্ছেন কামিন্সরা। সেই ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরারা নন। তা হলে কে? কথা হচ্ছে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে। ভারতীয় সুপারস্টারকে নিয়ে কী বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স?
অস্ট্রেলিয়ার মাটিতে ২২ নভেম্বর শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য এই ৫ টেস্টের সিরিজের ৪টি ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততেই হবে। আর সেখানে তফাৎ গড়তে পারেন ঋষভ পন্থ। কামিন্সের কথায়, পন্থ যে কোনও সময় ম্যাচের মোড় ঘোরাতে পারেন। তাই তাঁকে আটকানোর জন্য ভালো পরিকল্পনা কষছে অজি শিবির।
সম্প্রতি পন্থকে নিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘ঋষভ পন্থ এমন একজন ক্রিকেটার, যে খুব দ্রুত কোনও ম্যাচে হিসেব বদলে দিতে পারে। তাই কিছু কিছু ক্রিকেটারের জন্য ভালো পরিকল্পনা তৈরি রাখা দরকার। এর আগের বার ভারতের অস্ট্রেলিয়া সফরে ও দুর্দান্ত খেলেছিল। তাই আমরা জানি, যে কোন পরিস্থিতিতে পন্থ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই ওর জন্য কিছু বিশেষ পরিকল্পনা রাখা হচ্ছে। আশা করছি সে গুলো কাজে লাগবে।’
দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরার পর দুরন্ত ছন্দে রয়েছেন ঋষভ পন্থ। হোম সিরিজে ৫ টেস্টে তিনি ৪৬.৮৮ গড়ে, ৮৬.৪৭ স্ট্রাইক রেটে ৪২২ রান করেছেন। যেখানে রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধশতরান। কয়েকদিন আগে শেষ হওয়া ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন পন্থ। কিউয়িদের বিরুদ্ধে তিনি করেন ২৬১ রান। অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যাটিং করা পছন্দ করেন পন্থ। তিনি অজি-ভূমে ৬২.৪০ গড়ে ১২টি ইনিংসে ৬২৪ রান করেছেন। যার মধ্যে ১টি শতরা, ৮০-র বেশি রান রয়েছে দু’বার। যে কারণে তাঁর দিকে বাড়তি নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।