PBKS vs CSK, IPL 2022 Match 38 Result: চেন্নাইয়ের বিরুদ্ধে দুই ধাওয়ান ম্যাচ জেতালেন পঞ্জাব কিংসকে
Punjab Kings vs Chennai Super Kings Live Score in Bangla: দেখুন পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

মুম্বই: আজ, সোমবার ওয়াংখেড়েতে আইপিএল-১৫-র (IPL 2022) ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টসে জিতে শুরুতে পঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাডেজা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলেন শিখর ধাওয়ানরা। আজ আইপিএল কেরিয়ারের ২০০তম ম্যাচে খেলতে নেমে ৫৯ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে যান শিখর ধাওয়ান। চলতি মরসুমে ধোনিদের তৃতীয় জয়ের জন্য তুলতে হত ১২০ বলে ১৮৮ রান। রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের কোনও জুটিই সেই অর্থে ভরসা দিতে পারছিলেন না। তবে ঝোড়ো ইনিংস খেলে যান আম্বাতি রায়ডু। ৩৯ বলে ৭৮ রান করে চেন্নাইকে জয়ের রাস্তা করে দিয়েছিলেন রায়ডু। কিন্তু শেষ অবধি ১১ রানে হেরে মাঠ ছাড়লেন ধোনিরা।
Key Events
আজ সিএসকের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের ২০০তম ম্যাচে খেলতে নেমে ৫৯ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে যান শিখর ধাওয়ান।
চলতি আইপিএলে দ্বিতীয় সাক্ষাতেও চেন্নাইকে হারাল পঞ্জাব। আজ ১১ রানে সিএসকের বিরুদ্ধে জিতেছে পঞ্জাব।
LIVE Cricket Score & Updates
-
১১ রানে জয়ী পঞ্জাব
চেন্নাই সুপার কিংসের টার্গেট ছিল ১৮৮। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থেমে গেল সিএসকে। ১১ রানে চেন্নাইকে হারাল পঞ্জাব।
-
টানটান শেষ ওভার
শেষ ওভারে ম্যাচ জিততে চেন্নাইয়ের চাই ২৭ রান।
-
-
দুরন্ত ফর্মে থাকা রায়ডু আউট
অবশেষে রায়ডুর উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। ৩৯ বলে ৭৮ রান করে মাঠ ছাড়লেন দুর্ধর্ষ ফর্মে থাকা রায়ডু।
-
খেলা বাকি ৩ ওভারের
ম্যাচ জিততে চেন্নাইয়ের চাই ১৮ বলে ৪১ রান। ক্রিজে রায়ডু ও জাডেজা।
-
রায়ডুর ছক্কার হ্যাটট্রিক
১৬তম ওভারে সন্দীপ শর্মাকে পরপর তিনটি ছয় মারলেন অম্বাতি রায়ডু।
-
-
১৫ ওভারে সিএসকে ১১৮/৪
- খেলা বাকি আর ৫ ওভারের।
- ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ১১৮ রান।
- ম্যাচ জিততে চেন্নাইয়ের এখনও প্রয়োজন ৩০ বলে ৭০ রান।
-
রায়ডুর হাফসেঞ্চুরি
পঞ্জাবের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অম্বাতি রায়ডু। ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রায়ডু।
-
১০ ওভারে সিএসকে ৬৯/৩
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- ম্যাচ জিততে এখনও চেন্নাইয়ের চাই ৬০ বলে ১১৯ রান।
- প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে চেন্নাই।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- ৬ ওভারে উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে চেন্নাই।
- ম্যাচ জিততে চেন্নাইকে এখনও তুলতে হবে ৮৪ বলে ১৫৬ রান।
-
৫ ওভারে সিএসকে ২৫/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই রবীন উথাপ্পার উইকেট তুলে নেন সন্দীপ শর্মা।
- ৫ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ২৫।
-
রান তাড়া করতে নামল চেন্নাই
টার্গেট ১৮৮। রান তাড়া করতে নেমে পড়ল চেন্নাইয়ের ওপেনিং জুটি (ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন উথাপ্পা)
-
১৮৭ রানে থামল পঞ্জাব
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানে থামল পঞ্জাব কিংস।
-
শিখর-ভানুকার শতরানের পার্টনারশিপ
৭১ বলে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষ।
?-run stand comes up between Shikhar and Bhanuka!
How many RTs for this ? jodi?#SaddaPunjab #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ #PBKSvCSK pic.twitter.com/fbYUg2sIAM
— Punjab Kings (@PunjabKingsIPL) April 25, 2022
-
১৫ ওভারে পঞ্জাব ১২৩/১
- খেলা বাকি ৫ ওভারের।
- প্রথম ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে পঞ্জাব।
- শিখর-ভানুকা জুটিতে এগিয়ে চলেছে পঞ্জাব।
- উইকেটের খোঁজে রয়েছেন মাহিরা।
-
ধাওয়ানের হাফসেঞ্চুরি
আইপিএল কেরিয়ারের ২০০তম ম্যাচে খেলতে নেমে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শিখর ধাওয়ান।
-
পঞ্জাবের শতরান
১২.৩ ওভারে পঞ্জাব দলগত শতরান পূর্ণ করল।
-
১০ ওভারে পঞ্জাব ৭২/১
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- ষষ্ঠ ওভারে ক্যাপ্টেন মায়াঙ্কের উইকেট হারিয়েছে পঞ্জাব।
- প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৯ রান তুলেছিল মায়াঙ্ক-শিখর জুটি।
- ১০ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৭২।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- ৬ ওভারের পঞ্চম বলে ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিয়েছেন মহেশ থিকসানা।
- ৬ ওভারে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৩৭।
-
৫ ওভারে পঞ্জাব ২৯/০
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- কোনও উইকেট না হারিয়ে ২৯ রান তুলেছে পঞ্জাব কিংস।
- ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান ও মায়াঙ্ক আগরওয়াল।
- ১২ বলে ৯ রান* করেছেন শিখর।
- ১৮ বলে ১৭ রান* করেছেন পঞ্জাব নেতা মায়াঙ্ক।
-
পঞ্জাবের ইনিংস শুরু
প্রীতির দলের হয়ে ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান।
-
ধাওয়ানের ২০০তম আইপিএল ম্যাচ
আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নামবেন শিখর ধাওয়ান।
A double ? for #Gabbar! ?
Have a good outing, Jatt ji! ??#SaddaPunjab #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ #PBKSvCSK @SDhawan25 pic.twitter.com/jZCP2rmJgL
— Punjab Kings (@PunjabKingsIPL) April 25, 2022
-
পঞ্জাবের প্রথম একাদশ
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, জিতেশ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, সন্দীপ শর্মা।
3️⃣ changes for us tonight:
➡️ Bhanuka, Rishi and Sandeep⬅️ Ellis, SRK and Vaibhav#SaddaPunjab #IPL2022 #PunjabKings #PBKSvCSK #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/Ow5ozFvAWx
— Punjab Kings (@PunjabKingsIPL) April 25, 2022
-
সিএসকের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, রবীন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, মুকেশ চৌধুরি, মহেশ থিকশানা।
Pl1aying ?s!#PBKSvCSK #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/eusdG5qWMU
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাডেজা।
#CSK have won the toss and they will bowl first against #PBKS.
Live – https://t.co/V5jQHQZNn0 #PBKSvCSK #TATAIPL pic.twitter.com/QHkRVPVYkv
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
-
আর কিছুক্ষণ পর শুরু হবে দুই কিংসের লড়াই
আজ ওয়াংখেড়েতে মুখোমুখি পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।
Hello & welcome to Wankhede Stadium for Match 3⃣8⃣ of the #TATAIPL 2022 ?
The Mayank Agarwal-led @PunjabKingsIPL take on @ChennaiIPL, led by Ravindra Jadeja.#PBKSvCSK pic.twitter.com/ijcnOSvMIW
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
-
পয়েন্ট টেবলে কোন দল কোথায়
চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৭টি করে ম্যাচে খেলেছে পঞ্জাব ও চেন্নাই। যার মধ্যে ৩ ম্যাচে জয় ও ৪ ম্যাচে হারের মুখ দেখেছে প্রীতির দল। অন্যদিকে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই জিতেছে মাত্র ২টি ম্যাচে এবং হেরেছে ৫টি ম্যাচে। পয়েন্ট টেবলে পঞ্জাব ও চেন্নাই রয়েছে আট এবং নয় নম্বরে।
-
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতের ফল
এ বারের আইপিএলে (৩ এপ্রিল) প্রথম সাক্ষাতে চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচে ৫৪ রানে জিতেছিল পঞ্জাব কিংস।
Published On - Apr 25,2022 6:30 PM
