AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS vs RCB Highlights, IPL 2025: ছয় মেরে ম্যাচ ফিনিশ ক্যাপ্টেনের, চতুর্থবার ফাইনালে আরসিবি

| Updated on: May 29, 2025 | 10:42 PM
Share

Punjab Kings vs Royal Challengers Bengaluru Live Score in Bengali: আইপিএলে (IPL) আজ পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথম কোয়ালিফায়ার ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।

PBKS vs RCB Highlights, IPL 2025: ছয় মেরে ম্যাচ ফিনিশ ক্যাপ্টেনের, চতুর্থবার ফাইনালে আরসিবি
Image Credit: TV9 Bangla Graphics

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণের লিগ পর্ব শেষে এবার প্লে-অফ। আজ মুল্লানপুরের নিউ চণ্ডীগঢ় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলের কেউই এখনও অবধি ট্রফি জিততে পারেনি। এ বারের আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা দু-দলের লড়াই হল একপেশে। প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করতে মরিয়া ছিলেন শ্রেয়স আইয়ার, বিরাট কোহলিরা। আরসিবি বোলারদের অনবদ্য পারফরম্যান্সে মাত্র ১০১ রানেই অলআউট পঞ্জাব কিংস। ১০ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছয় আরসিবি। দীর্ঘ ৯ বছর পর এবং সব মিলিয়ে চতুর্থ বার ফাইনালে বিরাট কোহলিরা। আইপিএলে (IPL) পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথম কোয়ালিফায়ার ম্যাচের যাবতীয় তথ্য TV9 Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 May 2025 10:41 PM (IST)

    IPL Playoff: কাল এলিমিনেটর

    কাল অর্থাৎ শুক্রবার এলিমিনেটর ম্যাচ। মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। কোথায়, কখন, কীভাবে দেখবেন ম্যাচ, যাবতীয় তথ্য রইল। বিস্তারিত পড়ুন: শুভমন গিল বনাম হার্দিক পান্ডিয়া! এলিমিনেটর ম্যাচের যাবতীয় তথ্য রইল

  • 29 May 2025 10:36 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: ম্যাচ রিপোর্ট

    সব মিলিয়ে চতুর্থ এবং দীর্ঘ ৯ বছর পর ফাইনাল। এ বার ট্রফি খরা মিটবে? এর জন্য বাকি আরও একটা ম্যাচ। প্রথম ‘কোহলি’ফায়ারের ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম সুযোগেই ফাইনালে ‘উড়তা’ আরসিবি

  • 29 May 2025 10:06 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: ২৫ ওভারের কোয়ালিফায়ার!

    ৬০ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল জয়। চতুর্থ বার আইপিএল ফাইনালে আরসিবি। অপেক্ষা ৩ জুন এমনই একটা পারফরম্যান্সের। ১৮ বছরের অপেক্ষা, খরা কাটানোর অপেক্ষা। এর জন্য আর একটা জয় চাই আরসিবির।

  • 29 May 2025 09:48 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: অ্যা-সল্ট

    বিরাটকে আউট করার ওভারে মেডেন সহ উইকেট। তার পরের ওভারেই জেমিসনকে ধুয়ে দিলেন সল্ট। মায়াঙ্ক-সল্ট জুটিতে জেমিসনের ওভারে ২১ রান।

  • 29 May 2025 09:38 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: আরসিবি অলআউট!

    মজার মন্তব্য ধারাভাষ্যকার হর্ষ ভোগলের। কাইল জেমিসনের দুর্দান্ত ওভার। সুইংয়ে বাজিমাত করছেন ওমরজাইও। তবে প্রতি ডেলিভারিতেই পঞ্জাব কিংস ফিল্ডাররা যে তাগিদ নিয়ে আউটের আবেদন করছেন, তাতেই মজা করে হর্ষ ভোগলে বলছেন, ওরা যে তাগিদ নিয়ে আবেদন করছে, আরসিবির এতক্ষণে অলআউট হয়ে যাওয়ার কথা। পরের ডেলিভারিতেই বাউন্ডারি ফিল সল্টের।

  • 29 May 2025 09:30 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: হাইট-ফ্যাক্টর!

    আইপিএলের অন্যতম লম্বা বোলার কাইল জেমিসন। তাঁর এক্সস্ট্রা বাউন্সি ডেলিভারিতে কট বিহাইন্ড কোহলি। মাত্র ১২ বলে ১২ রানেই শেষ বিরাটের ইনিংস। ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল। কাইল জেমিসনের উইকেট মেডেন ওভার।

  • 29 May 2025 09:14 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: শট সিলেকশন

    শট বাছাইয়ে ডুবেছে পঞ্জাব কিংস। আরসিবিকে তাই সতর্ক ব্যাটিং করতে হবে। ফিল সল্ট-কোহলি জুটির রান তাড়া শুরু। প্রথম ডেলিভারিতেই সিঙ্গল নিয়ে কোহলিকে স্ট্রাইক দিলেন সল্ট।

  • 29 May 2025 08:58 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: ফাইনালের মাঝে ১০২

    আরসিবি এবং ফাইনালের মাঝে পার্থক্য ১০২ রান। এই টার্গেট তাড়া করতে হবে বিরাট কোহলিদের। কিন্তু ভুললে চলবে না, এই মাঠেই কেকেআরের বিরুদ্ধে মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে জিতেছিল পঞ্জাব কিংস।

  • 29 May 2025 08:51 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: রইল বাকি এক

    কত টার্গেট হতে পারে আরসিবির? কেকেআরের মতো ব্যাটিং বিপর্যয় না হলে আজই হয়তো ফাইনাল নিশ্চিত করে ফেলবে আরসিবি। তার আগে পঞ্জাবের আরও একটা উইকেট নিতে হবে। ৯৭ রানে ৯ উইকেট হারিয়ে খাদের কিনারায় পঞ্জাব।

  • 29 May 2025 08:26 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: সূয়াশের দুর্দান্ত ওভার

    ইনিংসের নবম ওভারে আক্রমণে আনা হয় সূয়াশ শর্মাকে। এই লেগ স্পিনার নিজের স্পেলের প্রথম ওভারে ২ রান দিয়ে নিলেন ২ উইকেট! সাত উইকেট হারিয়ে ব্যাকফুটে পঞ্জাব কিংস।

  • 29 May 2025 08:22 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: মুশির খান

    ডিরেক্ট কোয়ালিফায়ারে আইপিএল অভিষেক! মুশির খানকে ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে নামাল পঞ্জাব কিংস। ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পঞ্জাব। ব্যাটিংয়েই ইমপ্যাক্ট নামাতে বাধ্য হয়েছিল পঞ্জাব কিংস। যদিও তৃতীয় ডেলিভারিতেই ফিরলেন শূন্য হাতে।

  • 29 May 2025 08:18 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: ছয়!

    হোমগ্রাউন্ড, কিন্তু পঞ্জাবের অস্বস্তি। প্রথম কোয়ালিফায়ারে মাত্র ৬০ রানেই ৬ উইকেট পঞ্জাব কিংসের। যশ দয়াল ও জশ হ্যাজলউড দুটি করে উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর ও সূয়াশের ঝুলিতে একটি করে উইকেট। চাপ বাড়ছে পঞ্জাব শিবিরে। ফাইনালের দিকে যেন একটু করে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলিরা।

  • 29 May 2025 07:54 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: উড়তা আরসিবি!

    এই মাঠে শ্রেয়সের পারফরম্যান্স হতাশার। প্রথম চার ম্যাচে ২৫ রান করেছিলেন এ বারের আইপিএলের লিগ পর্বে। কোয়ালিফায়ারে করলেন ২ রান। চোট থেকে ফিরে প্রথম স্পেল জশ হ্যাজলউডের। ইনিংসের তৃতীয় তথা নিজের প্রথম ওভারেই ফেরালেন শ্রেয়স আইয়ারকে। ৩ উইকেট হারিয়ে চাপে পঞ্জাব। স্পেলের দ্বিতীয় ওভারে ফেরালেন ছন্দে থাকা জশ ইংলিশকেও।

  • 29 May 2025 07:49 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: তিনে দুই

    প্রথম তিন ওভারে ২৭ রানে দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব কিংস। ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে বিধ্বংসী খেলছিলেন প্রভসিমরন সিং। সুইংয়ে বাজিমাত করেন ভুবি। বিশাল লাফ বিরাট কোহলির। ক্রিজে শ্রেয়স আইয়ার। খাতাও খুললেন।

  • 29 May 2025 07:39 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: জশ নন, যশ!

    ভুবনেশ্বর কুমারের সঙ্গে নতুন বলে জশ হ্যাজলউড নন, জুটি বাঁধলেন যশ দয়াল। আর বাঁ হাতি পেসারের বোলিংয়ে যেন ক্যাচ প্র্যাক্টিস করালেন পঞ্জাবের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। পয়েন্টে সোজা ক্রুনাল পান্ডিয়ার হাতে।

  • 29 May 2025 07:18 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: ৪ ম্যাচে ২৫!

    এ মরসুমে দুর্দান্ত ছন্দে পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ৫০০ প্লাস রান করে ফেলেছেন। কিন্তু তাঁদের অন্যতম হোমগ্রাউন্ড মুল্লানপুরে হতাশার পারফরম্যান্স শ্রেয়সের। এই মাঠে এ মরসুমে ৪ ম্যাচে তাঁর অবদান মাত্র ২৫ রান। পিচ নিয়ে যে আত্মবিশ্বাসী নন, টসের পরই পরিষ্কার করে দেন।

  • 29 May 2025 07:02 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: টস আপডেট

    আরসিবির নিয়মিত ক্যাপ্টেন রজত পাতিদার ফিরলেন। গত দু-ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন রজত। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত রজত পাতিদারের। কয়েকটি ‘চোট’। নুয়ান তুষারার পরিবর্তে টিমে জশ হ্যাজলউড।

    পঞ্জাব ক্যাপ্টেন বলছেন, এখানে প্রথমে ব্যাট করা টিমই বেশি জেতে। তবে মুল্লানপুরের পিচ নিয়ে খুব একটা খুশি নন শ্রেয়স। পঞ্জাব শিবিরে বড় ধাক্কা, এখনও ফিট নন চাহাল। চোটের জন্য লিগ পর্বের শেষ দু-ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। চাহাল না থাকায় একটু কি স্বস্তিতে থাকতে পারে আরসিবি?

    পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, হরপ্রীত ব্রার, কাইল জেমিসন, অর্শদীপ সিং

    ইমপ্যাক্ট সাব-বিজয়কুমার বিশাখ, প্রবীণ দুবে, সূর্যাংশ শেড়গে, মুশির খান, জাভিয়ের বার্টলেট

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সূয়াশ শর্মা

    ইমপ্যাক্ট সাব- মায়াঙ্ক আগরওয়াল, রশিক সালাম দার, মনোজ ভান্ডাগে, টিম সিফার্ট, স্বপ্নিল সিং

  • 29 May 2025 06:49 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: জশ ব্যাক!

    চোটের জন্য বেশ কিছু ম্যাচে পাওয়া যায়নি জশ হ্যাজলউডকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডেও রয়েছেন আরসিবির অজি তারকা। আইপিএলে বাকি সময়ে আর পাওয়া যাবে কি না সন্দেহ ছিল। তবে তিনি ভারতে ফিরেছেন। গত দু-ম্যাচে ঝুঁকি নেয়নি আরসিবি। প্রথম কোয়ালিফায়ারে আজ খেলার সম্ভাবনা প্রবল হ্যাজলউডের। ওয়ার্মআপও শুরু করে দিয়েছেন।

  • 29 May 2025 06:45 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: ছয়ে পাঁচ!

    গত ছ’টি ইনিংসের মধ্যে পাঁচটি হাফসেঞ্চুরি। টানা তিন মরসুম ৬০০ প্লাস রান। আইপিএলের ১৮তম সংস্করণ কি ১৮ নম্বর জার্সির? এর জন্য আরও ধাপ পেরোতে হবে। ওয়ার্ম আপে নেমে পড়েছেন কিং কোহলি। খেলা শুরুর অপেক্ষা।

  • 29 May 2025 06:39 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: বিরাট রাত!

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমেও দুরন্ত ছন্দে বিরাট কোহলি। ৮টি হাফসেঞ্চুরি সহ করেছেন ৬০২ রান। মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৭৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আজও কি কিং কোহলির রাত? আরসিবি সমর্থকরা তারই অপেক্ষায়।

  • 29 May 2025 06:38 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: অ্যাওয়ে স্মাইল!

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে সাতটি অ্যাওয়ে ম্যাচে একশো শতাংশ জয়ের ধারা বজায় রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজও অ্যাওয়ে ম্যাচই বলা যায়। প্রথম কোয়ালিফায়ারের ভেনু মুল্লানপুর পঞ্জাব কিংসের অন্যতম হোমগ্রাউন্ড।

  • 29 May 2025 06:33 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: তিন ভিন্ন দল

    দীর্ঘ ১১ বছর পর প্লে-অফে জায়গা করে নিয়েছে পঞ্জাব কিংস। শুধু তাই নয়, শীর্ষ দুইয়েও থেকেছে। আইপিএলের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন হিসেবে তিনটি ভিন্ন দলকে প্লে-অফে তোলার রেকর্ড গড়েছেন শ্রেয়স আইয়ার। প্রথম ট্রফির স্বাদও কি দিতে পারবেন প্রীতির পঞ্জাব কিংসকে? তার জন্য আজকের প্রথম ধাপ পেরোতে হবে।

  • 29 May 2025 06:30 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: উইকপয়েন্ট

    প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি দুই শক্তিশালী দল। দুর্বলতাও রয়েছে। বিস্তারিত পড়ুন: শক্তি অনেক, পঞ্জাব-আরসিবির দুর্বল দিক কোনগুলি!

  • 29 May 2025 06:00 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: তুরুপের তাস!

    পঞ্জাব কিংস ও আরসিবির ডার্ক হর্স কারা হতে পারেন? বিস্তারিত পড়ুন: পঞ্জাব-আরসিবির ডার্ক হর্স! প্রথম কোয়ালিফায়ারে তুরুপের তাস…

  • 29 May 2025 05:44 PM (IST)

    IPL 2025, PBKS vs RCB: প্রথম সুযোগ

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ পর্ব শুরু আজ। কিছুক্ষণ পরই মুল্লানপুরে মুখোমুখি পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ার। যে দল জিতবে, সরাসরি ফাইনালে। ম্যাচ প্রিভিউ বিস্তারিত পড়ুন: ছন্দে থাকা দু-দল, প্রথম সুযোগেই ফাইনালের লক্ষ্য PBKS-RCB

Published On - May 29,2025 5:30 PM