AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: টেক অফের আগে ধোনিকে পাইলটের অনুরোধ, ‘প্লিজ নেতৃত্ব ছাড়বেন না’

CSK, IPL 2023: ফ্লাইটের পাইলট স্বীকার করে নিলেন যে তিনি মহেন্দ্র সিং ধোনির বড় অনুরাগী। তাঁর কাছে রাখলেন বিশেষ অনুরোধ।

MS Dhoni: টেক অফের আগে ধোনিকে পাইলটের অনুরোধ, 'প্লিজ নেতৃত্ব ছাড়বেন না'
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 12:02 PM
Share

কলকাতা: চিরতরে ব্যাট তুলে রাখবেন নেবেন মহেন্দ্র সিং ধোনি? সিএসকে-র হয়ে ২০২৩ সালের আইপিএল (IPL 2023) তাঁর শেষ মরসুম? প্রশ্নের উত্তর খুঁজছেন আপামর মাহি (MS Dhoni) অনুরাগীরা। ভারতীয় ক্রিকেটের আইকন অবসর নিক, কেউ চান না। ধোনিকে কাছে পেয়ে আর পাঁচটা ফ্যানের মতোই তাই অনুরোধ করে বসলেন বিমানের পাইলট (Pilot)। ‘প্লিজ সিএসকে-র (CSK) হয়ে নেতৃত্ব চালিয়ে যান।’ বিনা দ্বিধায় মাইকে অনুরোধ ভেসে এল পাইলটের পক্ষ থেকে। বিমানের আসনে তখন মাথা নীচু করে বসে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাইলট-ভক্তের কাতর অনুরোধ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিস্তারিত রইল TV9 Banglaর এই প্রতিবেদনে।

বয়স চল্লিশ পার করেছে। ব্যাটে আগের মতো ধার নেই। তবুও বিশ্বকাপজয়ী অধিনায়কের ফ্যানের সংখ্যা দিন দিন বাড়ছে বই কমছে না। আইপিএলের ম্যাচগুলিই তার প্রমাণ। চিপক স্টেডিয়ামে খেলা থাকলে তো কথাই নেই, দেশের যে প্রান্তেই খেলতে যান স্টেডিয়ামে মাহি…মাহি স্লোগান কানে আসবেই। শনিবার আইপিএলের ১২তম ম্যাচে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ খেলতে সিএসকে টিমের সঙ্গে মুম্বইগামী ফ্লাইটে উঠে বসেছিলেন ধোনি। বিমানের অন্দরে যে তাঁর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে কে জানত? বিমানে নিজের আসনে তখন বসে পড়েছেন যাত্রীরা। টেক অফের ঠিক আগে পাইলটের গলা ভেসে এল। তিনি যা বললেন, তার পুরোটাই এমএসডিকে নিয়ে। পাইলট নিজের বাক্য শেষ করলেন একটি অনুরোধ রেখে। বললেন, ‘প্লিজ সিএসকে-র হয়ে নেতৃত্ব চালিয়ে যান।’

দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেন। মাথা ঠান্ডা রেখে বিপক্ষকে কুপোকাত করতে তাঁর জুড়ি নেই। টি-২০, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মতো সাফল্য ভারতের ঘরে এসেছে তাঁরই নেতৃত্বে। তাই হয়তো লাখো দর্শকের উপস্থিতিতেও মাহির সামনে মাথা ঝুঁকে যায় অরিজিৎ সিংয়ের মতো তারকাদের। ধোনিকে সামনে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেন না বিমানের পাইলট।