ICC World Cup 2023: ‘ক্যায়া বাবু…’ ড্রেসিংরুমে বিরাট-রোহিতদের হাত ধরে কী বললেন নরেন্দ্র মোদী? রইল ভিডিয়ো

PM Narendra Modi in Team India Dressing Room: রবিবার ভারতের বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল। সোমবার সোশ্যাল মিডিয়ায় মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আজ, মঙ্গলবার প্রকাশিত হয়েছে ভারতের ড্রেসিংরুমে মোদীর পেপ-টক দেওয়ার ভিডিয়ো। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী রোহিত-বিরাটদের কাঁধে হাত রেখে কথা বলছেন।

ICC World Cup 2023: 'ক্যায়া বাবু...' ড্রেসিংরুমে বিরাট-রোহিতদের হাত ধরে কী বললেন নরেন্দ্র মোদী? রইল ভিডিয়ো
ড্রেসিংরুমে বিরাট-রোহিতদের হাত ধরে কী বললেন নরেন্দ্র মোদী? রইল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 1:13 PM

আমেদাবাদ: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনাল দেখতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তেইশের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে বিশ্বজয়ের লক্ষ্যে নেমেছিল রোহিত শর্মার ভারত। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি মেন ইন ব্লু। এ বার ফেরা যাক সেই দৃশ্যে… সবে অজিদের কাছে হেরে ড্রেসিংরুমে ফিরেছেন রোহিত-বিরাটরা। সেখানে পৌঁছে গেলেন দেশের প্রধানমন্ত্রী। সেই সময় ভারতীয় টিমের ড্রেসিংরুমে বিষাদের সুর। নরেন্দ্র মোদী গিয়ে সকলে উদ্বুদ্ধ করলেন। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের দিল্লিতে আসার আমন্ত্রণও জানান। ভারতের ড্রেসিংরুমে মোদীর সঙ্গে কী কথা হল বিরাট-রোহিতদের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রবিবার ভারতের বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল। সোমবার সোশ্যাল মিডিয়ায় মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আজ, মঙ্গলবার প্রকাশিত হয়েছে ভারতের ড্রেসিংরুমে মোদীর পেপ-টক দেওয়ার ভিডিয়ো। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী রোহিত-বিরাটদের কাঁধে হাত রেখে কথা বলছেন। তারপর তাঁদের হাত ধরে মোদী বলেন, ‘তোমরা ১০টা ম্যাচ জিতে এসেছো। একটা ম্যাচে এমনটা হতেই পারে। মুখে হাসি নিয়ে এসো। দেশ তোমাদের দেখছে। এমনটা হয়।’

বিরাট-রোহিতদের সঙ্গে কথা হওয়ার পর, ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেন মোদী। তাঁর সঙ্গে হাত মিলিয়ে মোদী বলেন, ‘তোমরা অনেক পরিশ্রম করেছো। এমনটা হতেই পারে।’ এরপর তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে গুজরাটিতে সঙ্গে কথা বলেন মোদী। ‘ক্যায়া বাবু’ বলে জাডেজাকে সম্বোধন করেন মোদী। এরপর মহম্মদ সামির প্রশংসা করে তাঁকে বুকে টেনে নেন মোদী। জসপ্রীত বুমরাকে জিজ্ঞাসা করেন, তিনি গুজরাটি বলতে পারেন কিনা। উত্তরে বুমরা জানান, তিনি একটু একটু গুজরাটি বলতে পারেন। মোদী ভারতীয় দলের সকলকে একে অপরের মনোবল বাড়ানোর কথা বলেন। শেষে তিনি বলেন, ‘এমনটা হয়েই থাকে। এগিয়ে চলো। তোমরা যখন সময় পাবে, তখন দিল্লিতে আসবে। আমার তরফ থেকে তোমাদের নিমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে তখন আরও কথা হবে।’

তৃতীয় বিশ্বকাপ জয়ের ১২ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারেননি রোহিতরা। ২৩ নভেম্বর থেকে অজিদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত।