IND vs AUS: বৃষ্টিতে ধুয়ে গেল ক্যানবেরায় রোহিতদের ‘গোলাপি’ খেলা, ভারতের পিঙ্ক বলে প্রস্তুতিতে প্রকৃতি কি সঙ্গ দেবে?

Nov 30, 2024 | 3:24 PM

IND vs PM XI: মানুকা ওভালে আজ, ৩০ নভেম্বর ছিল ভারত ও প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। ম্যাচের সময় ছিল সকাল ৯টা (ভারতীয় সময় অনুসারে)। ক্যানবেরায় ক্রমাগত বৃষ্টির কারণে একটি বলও আজ মাঠে গড়াল না।

IND vs AUS: বৃষ্টিতে ধুয়ে গেল ক্যানবেরায় রোহিতদের গোলাপি খেলা, ভারতের পিঙ্ক বলে প্রস্তুতিতে প্রকৃতি কি সঙ্গ দেবে?
বৃষ্টিতে ধুয়ে গেল ভারত ও প্রধানমন্ত্রী একাদশ ম্যাচের প্রথম দিনের খেলা।
Image Credit source: Cricket.com.au X

Follow Us

কলকাতা: ক্যানবেরায় বিরাট কোহলি-রোহিত শর্মাদের গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ ভেস্তে যেতে পারে, ছিল এমনই আশঙ্কা। হলও তেমনটা। মানুকা ওভালে আজ, ৩০ নভেম্বর ছিল ভারত ও প্রধানমন্ত্রী একাদশের (IND vs PM XI) প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। ম্যাচের সময় ছিল সকাল ৯টা (ভারতীয় সময় অনুসারে)। ক্যানবেরায় ক্রমাগত বৃষ্টির কারণে একটি বলও আজ মাঠে গড়াল না। দফায় দফায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু ম্যাচ খেলানোর মতো পরিস্থিতি না তৈরি হওয়ায়, শেষ অবধি প্রথম দিনের খেলা ভেস্তে গেল।

সোজা ৬ ডিসেম্বর অ্যাডিলেডেই পিঙ্ক বলের মুখে পড়তে হবে ভারতকে?

এই খবরটিও পড়ুন

আপাতত যা পরিস্থিতি, তাতে তেমনটা হওয়ার সম্ভবনা পুরোপুরি নেই। কারণ, আগামিকাল, অর্থাৎ ১ ডিসেম্বর এই ওয়ার্ম আপ ম্যাচের দ্বিতীয় দিন। দুই দলই মানুকা ওভালে ৫০ ওভার করে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এ বার প্রশ্ন আগামিকাল ক্যানবেরার আবহাওয়া কেমন থাকবে? ভারতের পিঙ্ক বলে প্রস্তুতিতে প্রকৃতি কি সঙ্গ দেবে? উত্তর মিলবে আগামিকাল। রবিবার সেখানে বৃষ্টির সম্ভবনা রয়েছে ৭০ শতাংশ।

accuweather অনুযায়ী ১ ডিসেম্বর ক্যানবেরায় আবহাওয়ার পূর্বাভাস

অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজি তারকা পেসার জশ হ্যাজলউড। যে কারণে অস্ট্রেলিয়ার একাদশে স্কট বোল্যান্ডের জায়গা কার্যত নিশ্চিত। ঘরের মাঠে ৬ টেস্টে ২৮ উইকেট নিয়েছেন তিনি। তাই মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের সঙ্গে অটোমেটিক চয়েস বলা যায় বোল্যান্ডকে। এই ভারত-প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচে বোল্যান্ডকে দেখে নেওয়ার সুযোগ রয়েছে রোহিত-কোহলিদের। সেখানে বৃষ্টিতে প্রথম দিন ধুয়ে গেল। ৫০ ওভারের ম্যাচে খুব বেশি হলে বোল্যান্ড ১০ ওভার বল করবেন। তার মধ্যেই যশস্বীদের ধরে ফেলতে হবে বোল্যান্ডকে।

১ ডিসেম্বর, সকাল ৯.১০ মিনিটে শুরু হবে ভারত বনাম প্রধানমন্ত্রী একাদশ প্রস্তুতি ম্যাচ।

Next Article