IND A vs AUS A: মাথায় বলের আঘাত, ব্যাটিং ব্যর্থতায় অস্বস্তি প্রসিধ কৃষ্ণকে নিয়ে
Indian Cricket News: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে চূড়ান্ত অস্বস্তি। প্রথমে ব্যাট করেছিল অজিরা। প্রথম দিনই তুলে নিয়েছিল সাড়ে তিনশো রান। দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নামল তারা। ভারত এ দলের অস্বস্তি বাড়ে পেসার প্রসিধ কৃষ্ণার হেলমেটে বল লাগায়।

সামনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। স্কোয়াডও বেছে নেওয়া হবে আজ-কালের মধ্যে। ২ অক্টোবর থেকে শুরু টেস্ট সিরিজ। তার আগে ভারত এ দলের হয়ে টেস্টে নিয়মিত অনেক প্লেয়ারই খেলছেন। টেস্ট স্কোয়াডের দুই পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণাও রয়েছেন। ব্যাটারদের মধ্যে লোকেশ রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে চূড়ান্ত অস্বস্তি। প্রথমে ব্যাট করেছিল অজিরা। প্রথম দিনই তুলে নিয়েছিল সাড়ে তিনশো রান। দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নামল তারা। ভারত এ দলের অস্বস্তি বাড়ে পেসার প্রসিধ কৃষ্ণার হেলমেটে বল লাগায়।
বড় কোনও হেরফের না হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে থাকবেন প্রসিধ কৃষ্ণ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭ ওভারে প্রাপ্তি ১ উইকেট। ইকোনমি সাড়ে চারের উপর। অস্ট্রেলিয়া এ দলের শেষ উইকেট জুটিও প্রায় সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে। ৪২০ রানে প্রথম ইনিংস শেষ হয় তাদের। টেস্টে অভিজ্ঞ বোলার মহম্মদ সিরাজও ১ উইকেট নেন। ইকোনমি প্রায় ৬। ব্যাটিংয়ে আরও হতাশা টিমের।
অভিজ্ঞ ওপেনার লোকেশ রাহুল মাত্র ১১ রান করেন। ছন্দে থাকা আর এক ওপেনার নারায়ণ জগদীশনের ৩৮ রান। তিনে নামা সাই সুদর্শন ঝকঝকে ৭৫ রানের ইনিংস। মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। দেবদত্ত, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি ১ রান করে করেন। আয়ুষ বাদোনি ২১। ভারতীয় শিবিরে অস্বস্তি দেখা যায় ৩৯তম ওভারে। অজি পেসার হেনরি থর্টনের শর্টপিচ ডেলিভারিতে পুল শট ট্রাই করেন প্রসিধ। হেলমেটে গুরুতর আঘাত লাগে তাঁর। প্রাথমিক কনকাশন টেস্টের পর ব্য়াটিং চালিয়ে যান। কিন্তু ৪২তম ওভারে দেখা যায় মাঠ ছাড়তে। অস্বস্তি নিয়েই যে ব্যাট করছিলেন, পরিষ্কার হয়ে যায়। শেষ উইকেটে তাঁর নামার কথা ছল। কনকাশন পরিবর্ত হিসেবে যশ ঠাকুরকে নামানো হয়। তবে এই চোট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ঠিট হয়ে যাওয়ার কথা।
ভারত এ দল মাত্র ১৯৪ রানেই অলআউট। ভারতের ইনিংসে সাতটি সিঙ্গল ডিজিট স্কোর। দ্বিতীয় ইনিংসে শুরুতেই বল হাতে সাফল্য দিয়েছেন সিরাজ। প্রথম স্পেলে ৪ ওভারে ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। গুরনুর ব্রার ও মানব সুথার নিয়েছেন ১টি করে উইকেট। অস্ট্রেলিয়া এ দল ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৬ রান। অজিরা এগিয়ে ২৪২ রানে।
