India vs South Africa: ডি’ককের বদলি তৈরি, খেলতে পারেন পেসার অলিভিয়ার
প্রথম টেস্টের পরই লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন কুইন্টন ডি'কক (Quinton De Kock)। আর তাতে ব্যাটিং শক্তি আরও দুর্বল দেখাচ্ছে। মার্করাম, এলগার, ভান ডার ডুসোঁ, বাভুমাদের মতো ব্যাটাররা থাকলেও বুমরা-সামিদের সামনে কাউকেই সে ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। ওয়ান্ডারার্স (Wanderers) টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া দঃ আফ্রিকা শিবির। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিট ডুয়ান অলিভিয়ার (Duanne Olivier)।
জোহানেসবার্গ: এত দুর্বল দক্ষিণ আফ্রিকাকে (South Africa) এর আগে কখনও দেখেনি ক্রিকেটমহল। ভারতের (Indian Cricket Team) বিরুদ্ধে সিরিজে ০-১ পিছিয়ে। অতীতে এই জায়গা থেকেই সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই প্রোটিয়া দলের শক্তি ভারতীয় দলের চেয়ে অনেকটাই কম। প্রথম বার সিরিজ হাতছাড়ার আশঙ্কা দঃ আফ্রিকার সামনে।
প্রথম টেস্টের পরই লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন কুইন্টন ডি’কক (Quinton De Kock)। আর তাতে ব্যাটিং শক্তি আরও দুর্বল দেখাচ্ছে। মার্করাম, এলগার, ভান ডার ডুসোঁ, বাভুমাদের মতো ব্যাটাররা থাকলেও বুমরা-সামিদের সামনে কাউকেই সে ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। ওয়ান্ডারার্স (Wanderers) টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া দঃ আফ্রিকা শিবির। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিট ডুয়ান অলিভিয়ার (Duanne Olivier)। জো’বার্গে (Johanesburg) তাঁকে খেলানোর সম্ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
অলিভিয়ার খেললে টিম কম্বিনেশন কি হবে, তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। কারণ উইয়ান মুল্ডার না মার্কো জেনসেন কাকে বসাবে তা নিয়ে দ্বিধায় থিঙ্ক ট্যাঙ্ক। যদিও জেনসেনকে খেলানোর পাল্লাই ভারী। ডি’কক অবসর নেওয়ায় উইকেটকিপার হিসেবে দলে ঢুকতে পারেন কাইল ভেরেইন। লড়াই চলবে রায়ান রিকেলটনের সঙ্গেও। তবে দল যাই হোক, ভারতকে হারাতে মরিয়া দঃ আফ্রিকা। বিশ্ব ক্রিকেটে প্রোটিয়াদের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নীচের দিকে। জো’বার্গ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য এলগারদের।
আরও পড়ুন: India vs South Africa: বিতর্কের মাঝেও নেতা বিরাটের স্তুতি দ্রাবিড়ের মুখে