Ind vs Aus, 2nd T20: নাগপুরে মরণ-বাঁচন ম্যাচে ‘ভিলেন’ হতে পারে বৃষ্টি!

নাগপুরে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারতের। ম্যাচ জিতে সিরিজ বাঁচানোর মরিয়া চেষ্টা করবে মেন ইন ব্লু। যদিও আবহাওয়ার বড় ভূমিকা থাকছে শুক্রবারের ম্যাচে।

Ind vs Aus, 2nd T20: নাগপুরে মরণ-বাঁচন ম্যাচে 'ভিলেন' হতে পারে বৃষ্টি!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2022 | 1:13 PM

নাগপুর: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে হার বাঁচাতে আজ মরণ পণ লড়বে ভারতীয় দল (India vs Australia)। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে বড় স্কোর খাড়া করেও হারতে হয়েছে। অধিনায়ক রোহিত শর্মার সবচেয়ে বড় চিন্তার কারণ দলের বোলিং ব্রিগেড। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে নাগপুরে ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু। যদিও পরিকল্পনা ভেস্তে দিতে পারে বৃষ্টি। ম্যাচ রয়েছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, সন্ধ্যা সাতটা থেকে। তার আগে নাগপুরের আবহাওয়াকে (Nagpur Weather) খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। মাঠের আউটফিল্ড ভিজে থাকায় বৃহস্পতিবার অনুশীলন করতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। আজ, শুক্রবারও বৃষ্টি হতে পারে। মৌসম বিভাগ জানিয়েছে, সন্ধ্যার সময় নাগপুরে বৃষ্টি হওয়ার হালকা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি শুরু হয়, তা হলেও চিন্তার তেমন কারণ নেই। কারণ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। বৃষ্টির কারণে শুরুর দিকে ব্যাঘাত ঘটলেও ম্যাচ ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি হবে না বলেই পূর্বাভাস মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের।

আবহাওয়া নিয়ে দুটি দলের মাথাব্যথা থাকলেও দর্শকদের উন্মাদনা কম নয়। তিনবছর পর আন্তর্জাতিক ক্রিকেটের বল গড়াচ্ছে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। ম্যাচের টিকিট নিমেষে বিক্রি গিয়েছে। কোহলি, রোহিতদের সমর্থন জোগাতে বৃষ্টি মাথায় নিয়েই ভিড় করবেন দর্শকরা। বৃষ্টির আশঙ্কায় ভিসিএ-র পুরো মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অতীতের পরিসংখ্যান বলছে নাগপুরের মাঠে প্রথমে ব্যাট করা টিম অ্যাডভান্টেজ পায়। এখনও পর্যন্ত এই মাঠে ১২টি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। প্রথমে ব্যাট করা টিম জিতেছে ৯টি ম্যাচ। এই মাঠে রান তাড়া করে জেতা একটু কঠিন।

মেন ইন ব্লু-র বোলারদের ডেথ ওভারের দুর্বল পারফরম্যান্স ভারতের হাত থেকে প্রথম টি-২০ ম্যাচ ছিনিয়ে নিয়েছে। রান আটকানো দূরের কথা, জলের মতো রান দিয়েছেন ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেলরা। নাগপুরে আজ প্রথম একাদশে জসপ্রীত বুমরার ফেরার প্রবল সম্ভাবনা। সেক্ষেত্রে নাগপুরে কাকে বাদ দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছে। পেস বোলার হিসেবে দলে ভুবি ও হর্ষল ছাড়াও রয়েছেন উমেশ যাদব। চতুর্থ বোলার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে তেমন প্রভাব ফেলতে পারেননি হার্দিক। হর্ষল ও ভুবি দু’জনই টি-২০ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য। প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও তাঁদের নাগপুরে খেলার সম্ভাবনা প্রবল। ভুবি টি-২০তে স্ট্রাইক বোলারের ভূমিকা পালন করেন। ডেথ ওভারে উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত হর্ষল। তাই বুমরার ফেরায় দ্বিতীয় টি-২০ ম্যাচ থেকে বাদ পড়তে পারেন উমেশ যাদব। মহম্মদ সামির করোনা হওয়ায় তিনবছর পর টি-২০ ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছিলেন উমেশ।