AFG vs SA: প্রোটিয়াদের হেলায় ওড়াল আফগানরা, রশিদ-গুরবাজদের ঐতিহাসিক সিরিজ জয়
শারজায় আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওডিআইতে ৩১২ রানের টার্গেট সামনে ছিল প্রোটিয়াদের। সেখানে তেম্বা বাভুমার দল গুটিয়ে যায় ১৩৪ রানে। যার ফলে তিন ম্যাচের ওডিআই সিরিজের এক ম্যাচ বাকি থাকতে থাকতেই ইতিহাস গড়ে ফেললেন রশিদরা।
কলকাতা: মরুশহরে রশিদ-গুরবাজরা লিখলেন আফগান-কাব্য। দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হেলায় উড়িয়ে ঐতিহাসিক ওডিআই সিরিজ জয় আফগানিস্তানের (Afghanistan)। টস জিতে শারজাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ শতরান হাঁকান। অজমতউল্লাহ ওমরজাই করেন ৮৬* রান। সেই সুবাদে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানিস্তান। ৩১২ রানের টার্গেট সামনে ছিল প্রোটিয়াদের। সেখানে তেম্বা বাভুমার দল গুটিয়ে যায় ১৩৪ রানে। যার ফলে তিন ম্যাচের ওডিআই সিরিজের এক ম্যাচ বাকি থাকতে থাকতেই ইতিহাস গড়ে ফেললেন রশিদরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ আফগানিস্তান ৬ উইকেটে জিতেছিল। ওই ম্যাচটি শারজাতেই হয়েছিল। প্রথমে ব্যাটিং করে তাতে ১০৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান ১০৭ রানের টার্গেট পূরণ করে ফেলে। এ বার সেই শারজাতেই রানের ঝড় তুললেন আফগানরা। ১৭৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছেন রশিদরা। তাঁদের জয়ে বড় অবদান কেকেআর তারকা গুরবাজেরই। ১১০ বলে তাঁর ১০৫ রানের দুরন্ত ইনিংস বড় রানের ভিত গড়ে দিয়েছিল। তিনি ও অজমতউল্লাহ ছাড়া অর্ধশতরান করেছেন রহমত শাহ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ছিল এই ম্যাচ। আর এই দিন ছিল আফগান তারকা স্পিনার রশিদ খানের জন্মদিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি একাই তুলে নেন ৫ উইকেট। ৪টি উইকেট নেন খারোতে। প্রোটিয়া ক্যাপ্টেন বাভুমা তাঁর দলের হয়ে সর্বাধিক (৩৮) রান করেন। দ্বিতীয় সর্বাধিক রান অপর ওপেনার টনি ডি জর্জির (৩১)। রশিদ-খারোতের পাশাপাশি অজমতউল্লাহ ওমরজাই একটি উইকেট নেন। এই তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচ আগামিকাল। বিকেল ৫.৩০ থেকে। এ বার দেখার এই আফগান টিম প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করতে পারে কিনা।