Ravichandran Ashwin: আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে… সেরার পুরস্কার নিতে এসে এ কী বললেন রবিচন্দ্রন অশ্বিন!

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 22, 2024 | 6:02 PM

IND vs BAN, 1st Test: টিম ইন্ডিয়া চেন্নাই টেস্ট জেতার পর হর্ষ ভোগলে ভারতের অধিনায়ক রোহিতকে প্রশ্ন করেন, ৩৮ বছরের ইয়ংস্টারকে (অশ্বিন) নিয়ে কী বলবে? উত্তরে রোহিত বলেন, 'ও একটু পরই আসবে। ওই হয়তো সেরা লোক নিজেকে নিয়ে বলার।'

Ravichandran Ashwin: আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে... সেরার পুরস্কার নিতে এসে এ কী বললেন রবিচন্দ্রন অশ্বিন!
Ravichandran Ashwin: আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে... সেরার পুরস্কার নিতে এসে এ কী বললেন রবিচন্দ্রন অশ্বিন!
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টের হিরো রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। চিপকের প্রতিটি জায়গা তাঁর হাতের তালুতে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। বল হাতে উইকেট পাননি। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। বল হাতে নিজের কাজটা ভালো মতোই করেছেন অশ্বিন। বাংলাদেশের ৬টি উইকেট একাই তুলে নিয়েছেন। স্বাভাবিকভাবেই তারপর থেকে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আলোচনা চলছে। ম্যাচের শেষে ভারত অধিনায়কও প্রশংসায় ভরান অশ্বিনকে। আবার অশ্বিন মজা করে জানান, তিনি বেশি কিছু বলবেন না। কারণ, তিনি জানেন রোহিত টাইমার সেট করে দিয়েছে। এ কথা কেন বললেন ভারতীয় তারকা স্পিনার?

টিম ইন্ডিয়া চেন্নাই টেস্ট জেতার পর হর্ষ ভোগলে ভারতের অধিনায়ক রোহিতকে প্রশ্ন করেন, ৩৮ বছরের ইয়ংস্টারকে (অশ্বিন) নিয়ে কী বলবে? উত্তরে রোহিত বলেন, ‘ও একটু পরই আসবে। ওই হয়তো সেরা লোক নিজেকে নিয়ে বলার। কী বলব, মানে ওকে নিয়ে যাই বলি না কেন, কোনও কিছুই যথেষ্ট নয়। ওকে আইপিএলে উপরের দিকে ব্যাট করতে দেখেছি। সেটাই হয়তো সহযোগিতা করেছে। আর ও সবসময়ই ম্যাচের মধ্যে থাকে। সেটাও সাহায্য করেছে ওকে।’

রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার পর সেখানে ম্যাচের সেরার পুরস্কার নিতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। হর্ষ ভোগলে তাঁকে প্রশ্ন করেন, ‘কতগুলো ম্যাচে তুমি সেরা হলে, তার কি হিসেব রাখো?’ উত্তরে অশ্বিন বলেন, ‘একে বারেই না।’ হর্ষ এরপর অশ্বিনকে মনে করিয়ে দেন, তিনি অনিল কুম্বলের সমান অর্থাৎ ১০টি টেস্ট ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন। এরপর অশ্বিন বলেন, ‘এই গ্যালারিতে বসে প্রচুর ম্যাচ দেখেছি। এরপর খেলেছি। সুতরাং, এখানে খেলা সবসময়ই স্পেশাল। জন্মদিনে কেউ গিফ্ট দেয়নি। তাই ভাবলাম নিজেই নিজেকে উপহার দিই (মজা করলাম)।’

এই খবরটিও পড়ুন

এরপরই অশ্বিন ভারত অধিনায়কের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো খেলেছি। জাডেজাও আমাকে সাহায্য করেছে। আমার কাছে বোলিং প্রাথমিক। দ্বিতীয় ইনিংসে উইকেট পেয়েছি। এর চেয়ে বেশি বলা যাবে না। আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে।’ এরপরই ফের হাসতে থাকেন অশ্বিন।

Next Article