ICC Rankings: ব্যাটে-বলে দুরন্ত ফর্মে থাকা জাডেজা ফের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার

ধারাবাহিক সাফল্যই জাডেজার উত্থানের অন্যতম কারণ। সব ধরনের ফর্ম্যাটেই তিনি নিজেকে মেলে ধরেছেন। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে-তে যেমন সাফল্য দিয়েছেন টিমকে, তেমনই দিচ্ছেন টেস্টেও। তবে অন্যান্য অলরাউন্ডারদের থেকে একটা জায়গায় এগিয়ে সৌরাষ্ট্রের ক্রিকেটার। ফিল্ডার হিসেবে বিশ্বের অন্যতম সেরা জাডেজা।

ICC Rankings: ব্যাটে-বলে দুরন্ত ফর্মে থাকা জাডেজা ফের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার
ICC Rankings: ব্যাটে-বলে দুরন্ত ফর্মে থাকা জাডেজা ফের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 8:25 PM

দুবাই: রবীন্দ্র জাডেজাই (Ravindra Jadeja) কি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার? মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের পর তাঁর ভক্তরাই প্রশ্ন তুলে দিয়েছিলেন। সেই জাডেজাই আবার আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) অলরাউন্ডার হিসেবে এক নম্বর জায়গা দখল করে ফেললেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে করেছিলেন নট আউট ১৭৫। বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। ভারতকে ঘরের মাঠে প্রথম টেস্ট জেতানোর অন্যতম মুখ ছিলেন তিনিই। তারই পুরস্কার পেলেন। জেসন হোল্ডারকে দুইয়ে পাঠিয়ে একে উঠে এলেন তিনি। তিন নম্বরে রয়েছেন ভারতেই আর এক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ধারাবাহিক সাফল্যই জাডেজার উত্থানের অন্যতম কারণ। সব ধরনের ফর্ম্যাটেই তিনি নিজেকে মেলে ধরেছেন। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে-তে যেমন সাফল্য দিয়েছেন টিমকে, তেমনই দিচ্ছেন টেস্টেও। তবে অন্যান্য অলরাউন্ডারদের থেকে একটা জায়গায় এগিয়ে সৌরাষ্ট্রের ক্রিকেটার। ফিল্ডার হিসেবে বিশ্বের অন্যতম সেরা জাডেজা।

টেস্ট ব়্যাঙ্কিংয়ের একে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্সান লাবুসেন। ৯৩৬ পয়েন্ট নিয়ে। দুই থেকে চারে যথাক্রমে ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তবে দু’ধাপ উঠে পাঁচে এলেন বিরাট কোহলি। সদ্য কেরিয়ারের ১০০তম টেস্ট খেলা বিরাট দীর্ঘদিন সেঞ্চুরি না পেলেও নিয়মিত ৬০-৭০ করছেন। দক্ষিণ আফ্রিকা সফরেও রান পেয়েছিলেন। একধাপ নেমে ছয়ে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। সাত থেকে নয়ে যথাক্রমে ট্রেভিস হেড, দিমুথ করুণারত্নে ও বাবর আজম। ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলে একধাপ উঠে দশে এলেন ভারতের কিপার কাম ব্যাটার ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৬ রানের বিস্ফোরক ইনিংস কাজে দিয়েছিল।

বোলারদের ব়্যাঙ্কিংয়ে কোনও বদল নেই। একেই থাকলেন অস্ট্রেলিয়ান টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স। দুই ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিন থেকে নয়ে যথাক্রমে কাগিসো রাবাডা, শাহিন আফ্রিদি, কাইল জেমিসন, টিম সাউদি, জেমস অ্যান্ডারসন, নিল ওয়াগনার, জস হ্যাজেলউড। দশে ভারতীয় পেসার জশপ্রীত বুমরা।

আরও পড়ুন: ICC Women World Cup 2022: কিউয়িদের বিরুদ্ধে জ্বলে ওঠার জন্য তৈরি মিতালির ভারত

আরও পড়ুন: ভারত-পাকিস্তানকে নিয়ে ট্রাই সিরিজে ইচ্ছুক অস্ট্রেলিয়া

আরও পড়ুন: ICC Women World Cup 2022: বাজপাখির মতো ছোঁ মেরে দুরন্ত ক্যাচ ডট্টিনের, দেখুন ভিডিও