ভারত-পাকিস্তানকে নিয়ে ট্রাই সিরিজে ইচ্ছুক অস্ট্রেলিয়া
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান হওয়ার পর রামিজ রাজা ভারত-পাকিস্তান দ্বৈরথ ফিরিয়ে আনার ব্য়াপারে সচেষ্ট হয়েছেন। আইসিসিকে প্রস্তাব দিয়েছেন, বিশ্বের সেরা চারটে দেশকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ করার। ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে এশিয়ার এই দুই দেশকে নিয়ে সিরিজ করলে আর্থিক ভাবেও লাভবান হবে আইসিসি। যদিও তাঁর প্রস্তাবে তেমন সাড়া মেলেনি।
সিডনি: এক দশক আগে দু’দেশ শেষ বার একে অপরের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলেছিল। ২০১২ সালে ভারত (India) সফরে এসেছিল পাকিস্তান টিম। তারপর কাশ্মীর ইস্যুতে ওয়াঘার এপার-ওপারে টেনশন ক্রমশ বেড়েছে। আন্তর্জাতিক সম্পর্কের অবনতি হয়েছে। কূটনীতিতেও এসেছে ব্য়াপক পরিবর্তন। আর তার প্রভাব পড়েছে ক্রিকেটে। বিশ্বকাপ ছাড়া এই দুই দেশ আর কোনও ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি নামেনি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তা হলে অচিরেই আবার বাইশ গজে দেখা হতে পারে বিরাট কোহলি-বাবর আজমদের। আর তা সম্ভব করার জন্য় উদ্যেগ নিতে তৈরি খোদ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (Cricket Australia)। ওই দেশের ক্রিকেট বোর্ডের চিফ নিক হকলে (Nick Hockley) তেমনই কথা শোনাচ্ছেন। ভারত, পাকিস্তানকে নিয়ে ট্রাই সিরিজ আয়োজন করতে পারে অস্ট্রেলিয়া। তবে ঠাসা আন্তর্জাতিক ক্রিকেট ক্য়ালেন্ডারের কারণে তা এখনই সম্ভব হবে না। ২০২৩ সালের পর হয়তো হতে পারে।
অস্ট্রেলিয়া এখন পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলতে ব্য়স্ত। রাওয়ালপিন্ডিতে গিয়ে হকলে বলেছেন, ‘ব্যক্তিগত ভাবে আমি এই ট্রাই সিরিজ ব্য়াপারটা বেশ পছন্দ করি। অতীতেও এটা বেশ কার্যকর ছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এমন সিরিজ আয়োজন করার ব্যাপারে বেশ আগ্রহী। অস্ট্রেলিয়ার মতো দেশে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা রয়েছেন। তাঁরাও এমন সিরিজ দেখতে আগ্রহী হবেন। বিশ্ব ক্রিকেটও এই দুই দেশের খেলা দেখার জন্য় মুখিয়ে থাকে। যদি তেমন সম্ভাবনা থাকে, এই রকম সিরিজ আয়োজন করার ব্যাপারে নিশ্চিত ভাবেই এগিয়ে আসব।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান হওয়ার পর রামিজ রাজা ভারত-পাকিস্তান দ্বৈরথ ফিরিয়ে আনার ব্য়াপারে সচেষ্ট হয়েছেন। আইসিসিকে প্রস্তাব দিয়েছেন, বিশ্বের সেরা চারটে দেশকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ করার। ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে এশিয়ার এই দুই দেশকে নিয়ে সিরিজ করলে আর্থিক ভাবেও লাভবান হবে আইসিসি। যদিও তাঁর প্রস্তাবে তেমন সাড়া মেলেনি। পাকিস্তান ক্রিকেট আর্থিক ভাবে ভীষণ নড়বড়ে জায়গায় রয়েছে। হাল ফেরানোর জন্য় ভারতের মতো পড়শি দেশের সাহায্য় যে দরকার, তা রামিজ খুব ভালো করে জানেন। সেই কারণেই তিনি এই প্রস্তাব দিয়েছেন। তবে ভারতের তরফে রামিজের এই প্রস্তাবকে খুব একটা স্বাগত জানানো হয়নি। বিসিসিআইয়ের সচিব জয় শাহ কিন্তু বলে দিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আর্থিক দিক নিয়ে ভাবছে না। তাঁরা তাকিয়ে রয়েছেন ক্রিকেট ভবিষ্য়তের দিকে। আন্তর্জাতিক আঙিনায় আরও বেশি ক্রিকেটকে প্রসার করারই লক্ষ্য় বিসিসিআই। সেই কারণেই অলিম্পিকে ক্রিকেটকে যাতে ঢোকানো যায়, সেই চেষ্টা করছেন তাঁরা।
এর মধ্য়ে অস্ট্রেলিয়া ক্রিকেট চিফের এই প্রস্তাবে কিছুটা হলেও আশার আলো দেখছেন ভারত-পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। ভারতীয় টিম ক্রিকেটের অন্য়তম শক্তি হলেও পাকিস্তান সাম্প্রতিক অতীতে তেমন নজর কাড়তে পারেনি। তবে ক্য়াপ্টেন বাবর আজমের হাতে পড়ে পাক টিম নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে রীতিমতো চমকেও দিয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়া যদি ট্রাই সিরিজ আয়োজন করে, খেলতে হয়তো আপত্তি থাকবে না দুই দেশের। তবে দুই দেশই সরকারের সবুজ সঙ্কেতের দিকে তাকিয়ে থাকবে।