Ricky Ponting: সৌরভের টিম থেকে ছাঁটাই, IPL-এ প্রীতির পঞ্জাবের হাল ধরলেন রিকি পন্টিং

Punjab Kings: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি এক বারও জয়ের স্বাদ পায়নি পঞ্জাব কিংস। এই পরিস্থিতিতে প্রীতির পঞ্জাবের হাল ফেরাতে চুক্তিবদ্ধ হলেন রিকি পন্টিং। এতদিন তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। সৌরভের টিম থেকে ছাঁটাই হওয়ার পর বেশিদিন আইপিএলে দল পাওয়ার জন্য অপেক্ষা করতে হল না পন্টিংকে।

Ricky Ponting: সৌরভের টিম থেকে ছাঁটাই, IPL-এ প্রীতির পঞ্জাবের হাল ধরলেন রিকি পন্টিং
সৌরভের টিম থেকে ছাঁটাই, IPL-এ প্রীতির পঞ্জাবের হাল ধরলেন রিকি পন্টিংImage Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 18, 2024 | 4:18 PM

কলকাতা: দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রিকি পন্টিংয়ের (Ricky Ponting) ৭ বছরের সম্পর্কে ইতি হয়েছে। তার মাস দু’য়েক পরই আইপিএলে (IPL) নতুন ঠিকানা পেয়ে গেলেন বিশ্বজয়ী অজি তারকা। এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের (Punjab Kings) হাল ধরলেন পন্টিং। পঁচিশের আইপিএলে পঞ্জাবের হয়ে বড় চ্যালেঞ্জ সামলাতে হবে এ বার রিকিকে।

পঞ্জাব কিংস অজি তারকার সঙ্গে কত বছরের চুক্তি করেছে, তা এখনও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়নি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী মাল্টি ইয়ার চুক্তি হয়েছে পঞ্জাব ও পন্টিংয়ের। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী ২০২৮ সালের আইপিএল অবধি পঞ্জাবের কোচ থাকবেন রিকি পন্টিং।

২০১৪ সালের আইপিএলের পর থেকে পঞ্জাব কিংস প্লে অফে উঠতে পারেনি। ফলে এমন সময় এমন একটা দলের দায়িত্ব নিচ্ছেন পন্টিং, যাঁদের স্বপ্ন প্রথম আইপিএল ট্রফির। আর সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য পঁচিশের আইপিএলের নিলামে অনেক ভেবে চিন্তে হয়তো পন্টিং ক্রিকেটারদের নেবেন।

রিকি পন্টিংয়ের ডেপুটি কে হবেন? অর্থাৎ পঞ্জাব কিংসে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের গুরুত্বপূর্ণ দায়িত্ব কারা পালন করবেন, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে, পন্টিং নিজেই তাঁর সহকারীদের বেছে নেবেন। এই নিয়ে গত ৮টা আইপিএল মরসুমে ৬ জন কোচ হলেন পঞ্জাবের। পন্টিং কি পারবেন পঞ্জাবের ভাগ্য ফেরাতে? উত্তর সময়ই দেবে।