Rinku Singh: ভারতীয় টিমের জন্টি রোডস কে জানেন? রিঙ্কু সিং নাকি…

Aug 11, 2024 | 8:30 AM

কেকেআর থেকে রিঙ্কু সিংয়ের উত্থান। বছর ২৬ এর রিঙ্কু দিন দিন জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছেন। আইপিএলে খেলার সময় কেকেআরে তিনি দুর্দান্ত ক্যাচ নেওয়ার জন্য জনপ্রিয় ছিলেন। ভারতীয় টিমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

Rinku Singh: ভারতীয় টিমের জন্টি রোডস কে জানেন? রিঙ্কু সিং নাকি...
Rinku Singh: ভারতীয় টিমের জন্টি রোডস কে জানেন? রিঙ্কু সিং নাকি...
Image Credit source: X

Follow Us

কলকাতা: সদাহাস্য রিঙ্কু সিং (Rinku Singh) সকল ক্রিকেট প্রেমীর ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন। তাঁর মাটির মানুষ স্বভাবটাই প্লাস পয়েন্ট। প্রতিভায় ভরপুর। কিন্তু অনেক সময় প্রভিতা থাকলেও খেলার কপাল খোলে না। আলিগড়ের নবাব রিঙ্কুর সঙ্গেও তেমনটা হয়। কিন্তু তাতে রিঙ্কু মুষড়ে পড়েন না। কারণ, তিনি পরিশ্রমে বিশ্বাসী। ২২ গজে যখনই তাঁর ডাক পড়ে জান লড়িয়ে দেন। আইপিএল (IPL) তো বটেই, ভারতীয় টিমেও মাঝে মাঝে একাদশে না থাকলেও পরিবর্ত ফিল্ডার হিসেবে তাঁর ডাক পড়ে। আর তখনই রিঙ্কু দেখান ম্যাজিক। ফিল্ডিংয়ে অত্যন্ত মনোযোগী রিঙ্কু। তাই তাঁকে ছাড়া এই মুহূর্তে ভারতীয় টিমে অন্য কোনও ক্রিকেটারকে সেরা ফিল্ডার বলা যায় না। ক্রিকেট মহলে অনেকে মনে করেন, ভারতীয় টিমের জন্টি রোডস বনে গিয়েছেন রিঙ্কু সিং।

টিম ইন্ডিয়ার ‘জন্টি রোডস’ যখন রিঙ্কু সিং…

২০২৩ সালটা রিঙ্কু সিংয়ের জন্য ভালো কেটেছে। এ বছরও ভালোই কাটছে কেকেআর তারকার। কিন্তু গত বছরের কথা তাঁর জন্য বিশেষ উল্লেখযোগ্য। ২০২৩ সালেই তাঁর জাতীয় দলে এন্ট্রি হয়েছে। ১৮ অগস্ট তাঁর টি-২০ অভিষেক হয়েছিল। আর ১৯ ডিসেম্বর ওডিআই ডেবিউ। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর রিঙ্কু সিং বহুবার সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন।

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডস। এখনও কোনও ক্রিকেটার খুব ভালো ফিল্ডিং করলে, দারুণ ক্যাচ ধরলে জন্টি রোডসের প্রসঙ্গ ওঠেই। তাই রিঙ্কু সিংকেও এখন বলা হচ্ছে ভারতীয় টিমের জন্টি রোডস। কেকেআর থেকে রিঙ্কুর উত্থান। সেখানেও তিনি দুর্দান্ত ক্যাচ নেওয়ার জন্য জনপ্রিয় ছিলেন। ভারতীয় টিমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

টি-২০ বিশ্বকাপে রিঙ্কু রিজার্ভ প্লেলার হিসেবে টিমের সঙ্গে সফর করেছিলেন। তারপর তিনি পৌঁছে যান জিম্বাবোয়েতে। টি-২০ সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পান তিনি। এরপর তাঁর গন্তব্য ছিল শ্রীলঙ্কা। সেখানেও তিন ম্যাচের টি-২০ সিরিজে সেরা ফিল্ডারের মেডেল ওঠে রিঙ্কুর গলায়। ভারতীয় ক্রিকেট প্রেমীরা যেন আজকাল ধরেই নিয়েছেন রিঙ্কু সিং যে সিরিজে খেলবেন, সেখানে সেরা ফিল্ডারের পুরস্কার অন্য কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবেন না।

 

Next Article