India vs Bangladesh: কানপুর টেস্টে অভিষেক হচ্ছে স্পিনারের, বোলারের নাম শুনলে চোখ উঠবে কপালে

Watch Video: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এ বার ভারতীয় টিমে অভিষেক হতে পারে এক স্পিনারের। কানপুরে নেটে তিনি শুভমন গিলদের বিরুদ্ধে বোলিং করেছেন। সেই ভিডিয়ো আবার বোর্ডের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। কে সেই বোলার?

India vs Bangladesh: কানপুর টেস্টে অভিষেক হচ্ছে স্পিনারের, বোলারের নাম শুনলে চোখ উঠবে কপালে
India vs Bangladesh: কানপুর টেস্টে অভিষেক হচ্ছে স্পিনারের, বোলারের নাম শুনলে চোখ উঠবে কপালেImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 26, 2024 | 4:34 PM

কলকাতা: চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এ বার রোহিত ব্রিগেডের লক্ষ্য কানপুরে বাংলাদেশকে হারানো। ২ ম্যাচের টেস্ট সিরিজে শান্তদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে এ বার ভারতীয় টিমে অভিষেক হতে পারে এক স্পিনারের। কানপুরে নেটে তিনি শুভমন গিলদের বিরুদ্ধে বোলিং করেছেন। সেই ভিডিয়ো আবার বোর্ডের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ওই স্পিনারের নাম শুনলে অনেকের চোখ উঠবে কপালে। জানেন কে তিনি?

কথা হচ্ছে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে। শুক্রবার থেকে শুরু হবে কানপুর টেস্ট। তার আগে ভারতের নেট প্র্যাক্টিসে গ্রিন পার্ক স্টেডিয়ামে বোলিং অনুশীলন করলেন পন্থ। তিনি স্পিন বোলিং করার চেষ্টা করছিলেন। আর তাঁর বিরুদ্ধে কভার ড্রাইভ অনুশীলন করতে দেখা যায় শুভমন গিলকে।

বোর্ডের শেয়ার করা ভিডিয়োর শুরুতে শুভমন গিলকে বলতে শোনা যায়, ‘ধরবে জাড্ডু ভাই। অনেক ড্রাইভ মারছি।’ এরপর ওই ভিডিয়োতে দেখা যায় নেটে গিলের সামনে বল করছেন পন্থ। এখানেই শেষ নয়, পন্থ বোলিং করার ফাঁকে লোকেশ রাহুল তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি দিল্লি প্রিমিয়ার লিগে বল করেছিলেন কিনা। উত্তরে পন্থ জানান, তিনি ডিপিএলে বোলিং করেছিলেন। এরপর একবার নেটে গিলকে আটকে দেন পন্থ। তারপর শুভমন বলেন, ‘কী ভাবে আটকে দিচ্ছো বন্ধু।’ যা শুনে হাসতে থাকেন ঋষভ। ভিডিয়োটির শেষে শুভমনকে বলতে শোনা যায়, ‘বেশ কড়া অনুশীলন করালে তুমি ঋষভ।’

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অভিষেক হয়নি ঋষভ পন্থের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১টি ম্যাচে বোলিং করেন। ১২টি বল করে ৯ রান দিয়েছিলেন তাতে পন্থ। নেন ১টি উইকেট। এ বার দেখার কানপুরে টিম ইন্ডিয়ার প্রয়োজন হলে সত্যিই পন্থ বল হাতে এগিয়ে আসেন কিনা।