Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ২০ মাস পর ওডিআই কামব্যাক স্বস্তির হল না ঋষভ পন্থের

India vs Sri Lanka 3rd ODI: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপে ওপেন করেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তিন নম্বরে খেলানো হয় ঋষভ পন্থকে। দুর্দান্ত পারফর্ম করেছিলেন। জিম্বাবোয়ে সফরে তরুণ দল পাঠানো হয়েছিল। সেখানে বিশ্রাম দেওয়া হয়। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচে খেলানো হয়েছিল তাঁকে।

Rishabh Pant: ২০ মাস পর ওডিআই কামব্যাক স্বস্তির হল না ঋষভ পন্থের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 07, 2024 | 7:32 PM

মিডল অর্ডার ভাঙন রুখতে তৃতীয় ওয়ান ডে-র কম্বিনেশনে বড় বদল করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে অন্যতম, লোকেশ রাহুলের জায়গায় ঋষভ পন্থ। দীর্ঘ ২০ মাস পর ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তন হল ঋষভ পন্থের। ২০২২ সালে শেষ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। প্রত্যাবর্তন যদিও সুখকর হল না। অস্বস্তি তৈরি করল তাঁর আউটের ধরনও। দীর্ঘ দিন ক্রিকেটের মধ্যে নেই পন্থ। প্র্যাক্টিস আর ম্যাচ সিচুয়েশনের মধ্যে যে বিরাট ফারাক, সেটাও ধরা পড়ল। ২০ মাস পর ওয়ান ডে-তে ফিরে ৯ বলে ৬ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপে ওপেন করেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তিন নম্বরে খেলানো হয় ঋষভ পন্থকে। দুর্দান্ত পারফর্ম করেছিলেন। জিম্বাবোয়ে সফরে তরুণ দল পাঠানো হয়েছিল। সেখানে বিশ্রাম দেওয়া হয়। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচে খেলানো হয়েছিল তাঁকে। ওয়ান ডে সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়। ঋষভের অনুপস্থিতিতে ওয়ান ডে ফরম্যাটে কিপিং করছিলেন লোকেশ রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধেও প্রথম দুটি ওয়ান ডে-তে রাহুলকেই খেলানো হয়।

তৃতীয় ওয়ান ডে-তে ভারতের লক্ষ্য ২৪৯ রান। রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। শুভমন গিল বাকি দুই ওডিআইয়ের মতোই মন্থর স্টার্ট করেন। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ। দলীয় ৫৩ রানে ক্রিজে প্রবেশ ঋষভ পন্থের। ইনিংসের অষ্টম ওভার। ফলে তাঁর কাছে প্রচুর সুযোগ ছিল সময় নিয়ে ইনিংস গড়ার। ৫৩ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে ছিল ভারত। প্রয়োজন ছিল মজবুত জুটি গড়ার। যদিও মহেশ থিকসানার বোলিংয়ে অনেকটা এগিয়ে খেলতে যান ঋষভ। স্টাম্পিং মিস করেননি কিপার কুশল মেন্ডিস। ঋষভ যতটা এগিয়ে ছিলেন, তাতে স্টাম্পিংয়ের জায়গায় রান আউটও বলা যায়।