কলকাতা: বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে শুক্রবার বসেছিল বোর্ডের বৈঠক। সেখানে হাজির ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং নির্বাচক প্রধান প্রেস কনফারেন্স করার আগে এক ম্যারাথন বৈঠক হয়। সেখানে দল বাছাই নিয়ে গম্ভীর, রোহিত ও অজিতের মতবিরোধও হয়। শেষ অবধি রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা হয়েছে। যে প্রেস কনফারেন্সে এই টিম ঘোষণা করেন নির্বাচক প্রধান, সেখান থেকে রোহিতের তাঁকে বলা কিছু ‘গোপন কথা’ ধরে ফেলে মাইক্রোফোন। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
গত কয়েকদিন ধরে ক্রিকেট মহলে বিসিসিআইয়ের ১০ নয়া নিয়ম নিয়ে আলোচনা হচ্ছে। রোহিত, অজিতের প্রেস কনফারেন্সে সেই প্রসঙ্গ ওঠে। ভারত অধিনায়ক এই নির্দেশিকা নিয়ে খানিকটা অসন্তোষ প্রকাশও করেন। সেই প্রসঙ্গেই হয়তো কথা বলছিলেন তিনি নির্বাচক প্রধানের সঙ্গে। ভাইরাল ভিডিয়োতে শোনা যায় নির্বাচক প্রধানকে রোহিত বলছেন, ‘এর পর আমাকে এক, দেড় ঘণ্টা বসতে হবে। বিসিসিআই সেক্রেটারির সঙ্গে আলোচনা করার জন্য বসব। এ সব পরিবারের ব্যাপার। সকলে আমাকে বলছে।’ ২০ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপ শোরগোল ফেলেছে।
বোর্ডের যে ১০ নয়া নিয়ম নিয়ে ঘুরে ফিরে আলোচনা হচ্ছে, তাতে বলা হয়েছে এ বার থেকে পুরো সফরে ভারতীয় টিমের ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীরা থাকতে পারবেন না। সেই প্রসঙ্গেই হয়তো রোহিত ধারনা পরিষ্কার করতে চাইছেন। যে কারণে বোর্ডের নয়া সচিব দেবজিৎ সইকিয়ার সঙ্গে তাঁর আলোচনা প্রয়োজন, এমনটাই তিনি বলছিলেন অজিত আগরকরকে।
Rohit Sharma to Agarkar “Ab mere ko baithna padega secretary ke saath family ka discuss karne ke liye, sab mere ko bol rahe hai”.
— Cricketopia (@CricketopiaCom) January 18, 2025
সাংবাদিক সম্মেলনে রোহিতকে বোর্ডের ১০ নতুন নিয়ম নিয়ে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারান। ওই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপনাকে এই নিয়ম নিয়ে কে বলেছে? এর জন্য বোর্ড কি কোনও অফিসিয়াল বিবৃতি দিয়েছে? আগে সেটা আসুক। তারপর না হয় সেটা নিয়ে কথা বলব।’