কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) জন্য ভারতীয় টিম ঘোষণার আগে এক, দুই নয় প্রায় তিন ঘণ্টার ম্যারাথন মিটিং হয়েছে। সেখানে কী কথা হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)? তা জানতে উৎসুক ক্রিকেট প্রেমীরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের যে টিম ঘোষণা হয়েছে ভারতের, তাতে বিরাট চমক নেই বললেই চলে। চোট চিন্তা থাকার পরও জসপ্রীত বুমরাকে টিমে রাখা হয়েছে। ফিরেছেন মহম্মদ সামি। বাদ পড়েছেন মহম্মদ সিরাজ। এই কয়েকটি পরিবর্তন সকলের চোখে পড়ছে। এ বার উঠে এসেছে মিটিং এত দীর্ঘ হওয়ার আর এক গুরুতর কারণ। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের জন্য একই টিম ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। সেখানে হেড কোচ গৌতম গম্ভীর কিছু পরিবর্তন চেয়েছিলেন। হার্দিক পান্ডিয়াকে তিনি দিতে চেয়েছিলেন বড় দায়িত্ব। সেখান থেকেই আলোচনা চলতে থাকে দীর্ঘক্ষণ।
দৈনিক জাগরনের এক রিপোর্ট অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ঘোষণার আগে বোর্ডের যে বৈঠক হয়েছে, সেখানে গৌতম গম্ভীর চেয়েছিলেন, হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করা হোক। গম্ভীরের সঙ্গে রোহিত ও অজিতের মতের মিল হয়নি। ভারত অধিনায়ক ও নির্বাচক প্রধান সহ-অধিনায়কের দায়িত্ব শুভমন গিলের হাতেই দিতে চেয়েছিলেন। এবং সেই মতো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের জন্য ভারতের সহ-অধিনায়ক হয়েছেন শুভমন গিলই।
এখানেই শেষ নয়। গম্ভীর উইকেটকিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকে টিমে নিতে চেয়েছিলেন। সেখানেও রোহিত ও অজিত আস্থা রাখেন ঋষভ পন্থের উপর। রোহিত ও অজিতের প্রেস কনফারেন্স করার সময় ছিল দুপুর ১২.৩০। সেখানে প্রায় ৩ ঘণ্টা পর তাঁরা মিডিয়ার সামনে আসেন। সেই সময় জল্পনা চলছিল যে, নিশ্চিত ভাবে কোনও বিষয় নিয়ে বৈঠকে বাদানুবাদ হচ্ছে। আপাতত যা জানা যাচ্ছে, তাতে এটা পরিষ্কার হল যে, সত্যিই রোহিত, অজিত ও গৌতমের মধ্যে একাধিক বিষয়ে মতের অমিল হয়েছে। এবং শেষ মেশ একটা সিদ্ধান্তে তাঁরা উপনীত হয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড — রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব। (*ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ব্যাক আপ বোলার হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে।)