Rohit Sharma: প্লেয়ার-ক্যাপ্টেন, আইসিসি টুর্নামেন্টে রোহিতের প্রাপ্তি ও আক্ষেপ
ICC MEN’S T20 WC 2024: এরপর ২০১৭ সালেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও ফাইনালে পাকিস্তানের কাছে হার। সেমিফাইনালের হিসেব ধরলে আক্ষেপটাও বাড়বে। সেই হিসেবটা না হয় বাদই থাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গে ফেরা যাক। ২০০৭ সালের পর ২০১৪ সালে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত।
রোহিত শর্মার ক্যাবিনেটে কত গুলি আইসিসি মেডেল থাকতে পারত? ক্যাপ্টেন এবং প্লেয়ার। দুই ভূমিকা মিলিয়ে অনেকে। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই চ্যাম্পিয়ন টিমে ছিলেন রোহিত শর্মাও। সে সময় দলের একজন তরুণ সদস্য মাত্র। সেটাই তাঁর বিশ্বকাপে একমাত্র ট্রফি। ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত। যদিও স্কোয়াডে জায়গা হয়নি রোহিতের। চূড়ান্ত হতাশায় ভুগলেও সেখান থেকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। এরপরও ট্রফির সুযোগ এসেছে। ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। সেই টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোহিত। সেখান থেকেই নিয়মিত ভাবে সাদা বলে ওপেনিংয়ের সুযোগ, যা রোহিতের কেরিয়ারে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এরপর থেকে শুধুই আক্ষেপ। প্লেয়ার এবং ক্যাপ্টেন হিসেবে ট্রফির খুব কাছ থেকে ফিরতে হয়েছে।
এরপর ২০১৭ সালেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও ফাইনালে পাকিস্তানের কাছে হার। সেমিফাইনালের হিসেব ধরলে আক্ষেপটা আরও বাড়বে। সেই হিসেবটা না হয় বাদই থাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গে ফেরা যাক। ২০০৭ সালের পর ২০১৪ সালে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে বড় রান না পেলেও টুর্নামেন্টে দুটি হাফসেঞ্চুরি সহ ২০০ রান করেছিলেন রোহিত।
আসা যাক ওয়ান ডে বিশ্বকাপ। ২০১১ সালে সুযোগ না পাওয়া রোহিত শর্মার নেতৃত্বেই গত ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ওডিআই বিশ্বকাপ ট্রফির স্বাদ পাননি রোহিত শর্মা। প্লেয়ার হিসেবে যে আক্ষেপ ছিল, ক্যাপ্টেন হিসেবেও। ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপেও দু-বার ফাইনাল খেলেছেন। উদ্বোধনী সংস্করণে শুধু প্লেয়ার হিসেবে। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের নেতৃত্বেই ফাইনাল খেলে ভারত। প্রথম বার নিউজিল্যান্ড, গত বার অস্ট্রেলিয়া। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্লেয়ার রোহিত শর্মার কেরিয়ারে দুটি আইসিসি ট্রফি থাকলেও ক্যাপ্টেন রোহিতের সেই আক্ষেপ এখনও পূরণ হয়নি। সাত মাসের ব্যবধানে তাঁর সামনে আবারও সেই সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এ বারও ফাইনাল খেলছেন রোহিত শর্মা। এ বার ক্যাপ্টেন হিসেবে। আর ২০১৪ সালের স্কোয়াড ধরলে ফাইনালে রয়েছেন রোহিত, বিরাট, জাডেজা। ক্যাপ্টেন হিসেবে রোহিতের কাছে সাদা বলের ফরম্যাটে এটাই যেন শেষ সুযোগ ট্রফি জেতার। সেই আক্ষেপ মেটানো থেকে এক ধাপ দূরে রোহিত শর্মা।