Axar Patel: অক্ষরের ঘূর্ণি সামলাতে পারবে প্রোটিয়ারা? বাপু বলছেন, ‘বার্বাডোজ নিয়ে ভাবছিই না’
T20 World Cup 2024: চলতি টি-২০ বিশ্বকাপে এখনও অবধি মোট ৮টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। যার মধ্যে সেমিফাইনালেই তিনি নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট। ফাইনালের জন্য সেরা পারফরম্যান্স কি লুকিয়ে রেখেছেন অক্ষর? উত্তর মিলবে ভারতীয় সময় অনুসারে শনিবার রাতে ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচে।
কলকাতা: বাপু সেহত কে লিয়ে তু তো হানিকারক হ্যায়… আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমার এই গানই কি এখন গাওয়া হচ্ছে ইংল্যান্ড শিবিরে? হতেই পারে। ভারতীয় ক্রিকেটে ‘বাপু’ বলা হয় অক্ষর প্যাটেলকে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে এমন পারফরম্যান্স দেখিয়েছেন, যাতে চূর্ণ হয়েছে ইংল্যান্ড। জস বাটলারের টিমের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তাঁর তিন শিকার জস বাটলার, জনি বেয়ারস্টো ও মইন আলি। ম্যাচের সেরার পুরস্কারও ঝুলিতে ভরেন অক্ষর প্যাটেল। তাঁর মাথায় কি সেমিফাইনালের শেষেই ঢুকে পড়েছে বার্বাডোজের কথা? তাঁর ঘূর্ণি সামলাতে বেসামাল হয়েছে ইংল্যান্ড। প্রোটিয়ারা কি তা সামলাতে পারবে? ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে কী বললেন অক্ষর প্যাটেল?
বিশ্বকাপ সেমিফাইনালের শেষে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে অক্ষর প্যাটেল বলেন, ‘আমি এর আগে বহু বার পাওয়ার প্লে-তে বল করেছি। এই উইকেট যে বোলারদের পক্ষে ছিল, সেটা বুঝতে পারছিলাম। তাই বেশি কিছু করার চেষ্টা করিমি। উইকেট স্লো ছিল। আমি স্লোয়ার বল দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেটাই কাজে লেগেছিল। আমাদের ব্যাটারা বলেছিল, এই উইকেটে বড় শট মারা সহজ নয়। ফলে ১৫০-১৬০ মোট রান ভালোই টার্গেট ছিল।’
তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। দ্রুত বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট হারানোর পর রোহিত-স্কাই ভারতকে এগিয়ে নিয়ে যান। ম্যাচের শেষে অক্ষরকে তাঁদের পার্টনারশিপ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের পার্টনারশিপটা অসাধারণ। ওরা যে ভাবে খেলেছিল সেটাই আমাদের প্রয়োজন ছিল। সুযোগ পেলেই যে ভাবে স্ট্রাইক রোটেট করছিল, বাউন্ডারি মারছিল ওই পরিস্থিতিতে ওটাই দরকার ছিল।’
চলতি টি-২০ বিশ্বকাপে এখনও অবধি মোট ৮টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। যার মধ্যে সেমিফাইনালেই তিনি নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট। ফাইনালের জন্য সেরা পারফরম্যান্স কি লুকিয়ে রেখেছেন অক্ষর? উত্তর মিলবে ভারতীয় সময় অনুসারে শনিবার রাতে ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচে।