Rohit Sharma: চুপ, মেয়ে ঘুমোচ্ছে… হঠাৎ কাকে ধমক দিলেন রোহিত?
MI, IPL 2024: ১৭তম আইপিএলে টানা ৩ ম্যাচ হেরে আপাতত পয়েন্ট টেবলের ১০ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের এই অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এ বারের আইপিএলে বেশ টলমল দেখাচ্ছে মুম্বইকে। কবে ফিরবে হার্দিকের দলের ভাগ্যের চাকা?
কলকাতা: বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া… এই কটা কথা উঠলেই অনেকেই মনে করতে পারেন ফাদার্স ডে নিয়ে আলোচনা চলছে। কিন্তু বাবাদের জন্য আলাদা কোনও বিশেষ দিনের প্রয়োজন হয় না। সন্তানের জন্য বাবা বরাবরই বটবৃক্ষ। মাঠ হোক বা মাঠের বাইরে হিটম্যান সব সময় সুপারহিট। তাঁর অনুরাগীরা এখন বলছেন, ‘একটাই তো হৃদয়, আর কত বার জিতবেন রোহিত শর্মা।’ কারণ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মেয়ে ঘুমোচ্ছে বলে তিনি সমর্থকদের কাছে বেশি আওয়াজ না করার অনুরোধ করেছেন। রবিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পরবর্তী ম্যাচ। তার আগে মুম্বইয়ের ক্রিকেটাররা ভ্যাকেশন মোডে রয়েছেন।
সোশ্যাল মিডিয়া সাইট X এ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মেয়ে সামাইরাকে কোলে নিয়ে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন রোহিত শর্মা। তাঁর পিছনেই ছিলেন স্ত্রী ঋতিকা সজদে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যেখানেই যান, তাঁদের ঘিরে স্লোগান দিতে থাকেন অনুরাগীরা। চলতি আইপিএলেও তেমনটাই দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রোহিতের কোলে ঘুমিয়ে পড়েছে তাঁর মেয়ে সামাইরা। যার ফলে তিনি সকল সমর্থকদের ঈশারা করে চুপ করতে বলেন। যাতে মেয়ের ঘুম না ভেঙে যায়। এরপর দেখা যায় মেয়েকে কোলে নিয়ে তিনি গাড়িতে ঢুকে পড়েন।
The way Rohit Sharma is calming everyone down when his daughter Samaira is sleeping.
– Cutest Video of the Day! ❤️ pic.twitter.com/G3qdAXPBUT
— CricketMAN2 (@ImTanujSingh) April 5, 2024
১৭তম আইপিএলে টানা ৩ ম্যাচ হেরে আপাতত পয়েন্ট টেবলের ১০ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের এই অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এ বারের আইপিএলে বেশ টলমল দেখাচ্ছে মুম্বইকে। কবে ফিরবে হার্দিকের দলের ভাগ্যের চাকা? আপাতত রবিবার বিকেলে ঘরের মাঠে মুম্বইয়ের ম্যাচ। তাতে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মরসুমের প্রথম ২ পয়েন্টই আপাতত ফোকাস রোহিত-হার্দিকদের।