Rohit Sharma: চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ‘বয়স্ক’ রোহিত শর্মার মুকুটে নতুন পালক

Sep 21, 2024 | 5:43 PM

India vs Bangladesh: চলতি বছরে টেস্ট ক্রিকেটে রোহিত ১৩টি ইনিংসে ৪৬৬ রান করেছেন। ৩৮.৮৩ গড়ে তিনি ২টি শতরান ও ১টি অর্ধশতরান করেছেন টেস্টে। বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন রোহিত।

Rohit Sharma: চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বয়স্ক রোহিত শর্মার মুকুটে নতুন পালক
Rohit Sharma: চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও 'বয়স্ক' রোহিত শর্মার মুকুটে নতুন পালক
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্টে ধামাকা দেখাবেন। এমনটাই মনে করছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু তা আর হল কই! চিপক টেস্টে এক ইনিংসেও দুই অঙ্কের রান করতে পারেননি রোহিত। প্রথম ইনিংসে ৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটিংয়ে তিনি যে চরম ব্যর্থ, তা কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে না। স্কোরই বলে দিচ্ছে সবটা। অবশ্য ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ‘বয়স্ক’ রোহিতের মুকুটে জুড়েছে এক নয়া পালক। তা কী?

আসলে ভারতের সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১ হাজার রানের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সী রোহিত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৪ এর টি-২০ বিশ্বকাপে প্রচুর রান করেছেন। এ বছর রোহিত ২৭টি ইনিংসে এখনও অবধি ১০০১ রান করেছেন। ৪১.৭০ গড়ে এ বছর হিটম্যান করেছেন ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি।

এই খবরটিও পড়ুন

চলতি বছরে টেস্ট ক্রিকেটে রোহিত ১৩টি ইনিংসে ৪৬৬ রান করেছেন। ৩৮.৮৩ গড়ে তিনি ২টি শতরান ও ১টি অর্ধশতরান করেছেন টেস্টে। বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন রোহিত। ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ পাননি। শুভমন গিল, ঋষভ পন্থ, লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা বাংলাদেশ টেস্টে সিরিজের আগে দলীপ ট্রফিতে খেলে টেস্টের আগে একটা অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিরাট, রোহিতের মতো সিনিয়র কিছু ক্রিকেটার সেই সময় বিশ্রামে ছিলেন। রোহিত কেরিয়ারের ৬০তম টেস্ট ম্যাচ খেলছেন চিপকে। এই ম্যাচে ব্যাট হাতে তিনি ব্যর্থ হয়েছেন ঠিকই। একইসঙ্গে পরের টেস্টে তিনি দুরন্ত কামব্যাকের অপেক্ষাও করছেন।

Next Article