Rohit Sharma: নীল জার্সিতে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, দোলাচলের মাঝেও দাপট রোহিতের
ICC ODI Ranking: ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই দুই সিনিয়র। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি লন্ডনে, রোহিত মুম্বইতে অনুশীলনও শুরু করে দিয়েছেন।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান ডে ফরম্যাটে রয়েছেন রোহিত শর্মা। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে জোর আলোচনা। আদৌ তাঁরা ওয়ান ডে টিমে জায়গা ধরে রাখতে পারবেন তো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার দেশের জার্সিতে খেলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই দুই সিনিয়র। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি লন্ডনে, রোহিত মুম্বইতে অনুশীলনও শুরু করে দিয়েছেন। এর মাঝেই আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় লাফ রোহিত শর্মার।
আইসিসি পুরুষদের ওয়ান ডে ব্যাটিং তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের ব্যাটার বাবর আজম তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে একের পর এক খারাপ পারফরম্যান্সে অবনতি হয়েছে বাবরের। ওয়ান ডে ক্রিকেটে শীর্ষস্থানে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল। শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা ২৮ রেটিং পয়েন্টে পিছিয়ে শুভমনের থেকে। অস্ট্রেলিয়া সফরে এই ব্যবধান কিছুটা কমতেও পারে।
ভারতীয় ক্রিকেটের আর এক কিংবদন্তি বিরাট কোহলি আইসিসি ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। রোহিত-বিরাটের নজরে আপাতত অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার আগে শুধু প্রস্তুতিই নয়, ভারত এ দলের হয়েও খেলতে দেখা যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ব্যাটারই দাপট দেখিয়েছিলেন। তবে আইপিএলের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে তারা। স্বাভাবিক ভাবেই প্রস্তুতির খামতি মেটানো প্রাথমিক লক্ষ্য।
