Rohit vs Hardik: ক্যাপ্টেন এবং ক্রিকেটার হার্দিকের ভরাডুবির পিছনে কে? রোহিতকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন!

এ বারের আইপিএলের (IPL) পয়েন্ট টেবলে তলানিতে রয়েছে এমআই। নেতা হিসেবে টিমকে মোটিভেট করতে পারেননি হার্দিক। প্লেয়ার মধ্যে থেকে বের করে আনতে পারেননি সেরাটা। শুধু তাই নয়, ক্যাপ্টেন অনেক সময় নিজের পারফরম্যান্স দিয়ে তাতান টিমকে। তাও হয়নি হার্দিকের (Hardik Pandya) তরফে।

Rohit vs Hardik: ক্যাপ্টেন এবং ক্রিকেটার হার্দিকের ভরাডুবির পিছনে কে? রোহিতকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন!
Rohit vs Hardik: ক্যাপ্টেন এবং ক্রিকেটার হার্দিকের ভরাডুবির পিছনে কে? রোহিতকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন!Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2024 | 2:33 PM

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়ার ব্যর্থতার কারণ কী? এ বারের আইপিএলের (IPL) পয়েন্ট টেবলে তলানিতে রয়েছে এমআই। নেতা হিসেবে টিমকে মোটিভেট করতে পারেননি হার্দিক। প্লেয়ার মধ্যে থেকে বের করে আনতে পারেননি সেরাটা। শুধু তাই নয়, ক্যাপ্টেন অনেক সময় নিজের পারফরম্যান্স দিয়ে তাতান টিমকে। তাও হয়নি হার্দিকের (Hardik Pandya) তরফে। ব্যাট হাতে একটা ম্য়াচ ছাড়া তেমন পারফরম্যান্সই নেই। বল হাতেও টানতে পারেননি। হার্দিক কেন পারেননি টিমকে সাফল্য দিতে? হার্দিকের ব্যর্থতার জন্য এক প্রাক্তন ক্রিকেটার সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন রোহিত শর্মাকে (Rohit Sharma)। কেন?

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি একেবারে গভীরে ঢুকে পড়েছেন। তাঁর কথা শুনলে মনে হবে, রোহিত আসলে বদলা নিয়েছেন! রোহিতকে নেতৃত্ব থেকে ছাঁটাই করে মুম্বইয়ের ক্যাপ্টেন করা হয়েছে হার্দিককে। টিম ম্যানেজমেন্টের তরফে এই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা প্রমাণ হয়ে গিয়েছে। নেতৃত্ব যাওয়ার পর রোহিতের ভক্তকুল প্রবল ভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন। রোহিতের ঘনিষ্ঠমহলও এ নিয়ে মুখ খুলেছিল নানা সময়। সেই কারণেই কি রোহিত পাশে দাঁড়াননি হার্দিকের?

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত কিন্তু বলে দিয়েছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স আরও একটা ম্যাচ হারল। আমার তো মনে হয়, মানসিকতার জন্য এই হাল টিমটার। যে ভাবে হার্দিককে ঠিক মরসুম শুরুর আগে ক্যাপ্টেন করা হয়েছে, সেই সঙ্গে হার্দিকের পারফরম্যান্স— সব মিলিয়ে মুম্বই আর সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না। এই কারণগুলোর কারণেই মুম্বইয়ের পতন।’

শুধু টিম নয়, ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যর্থতার কারণ তুলে ধরেছেন বাসিত আলি। তাঁর কথায়, ‘৫০ ওভার বিশ্বকাপ শেষ হওয়ার পর হার্দিক ভেবেছিল ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন হবে। সেই কারণেই ও কিন্তু মুম্বইয়ে ফিরে যায়। কিন্তু বিসিসিআই ঘোষণা করে যে, রোহিতই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবে, হার্দিক তখন বিভ্রান্ত হয়ে পড়ে। আমার তো মনে হয়, এরই প্রভাব হার্দিকের পারফরম্যান্সে পড়েছে। ক্যাপ্টেন হিসেবে খুব খারাপ ফল করেছে। এ ক্ষেত্রে কিন্তু রোহিত ওকে সাহায্য করতে পারত।’