Royal Challengers Bangalore IPL 2022 Auction: বিরাটের বিকল্প ক্যাপ্টেন খোঁজাই আরসিবির লক্ষ্য নিলামে
Royal Challengers Bangalore IPL 2022 Auction in Bengali: আরসিবিতেই গত কয়েক মরসুম খেলা দুই ক্রিকেটারকে হাতছাড়া করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। প্রথম জন যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় জন হর্ষল প্যাটেল। চাহালের উত্থান ব্যাঙ্গালোর থেকেই। তাঁর লেগস্পিনে টিমের ম্যাচ জেতার ক্ষেত্রে অন্যতম অস্ত্র। হর্ষলও বিরাটের টিমেই নিজের সাফল্য খুঁজে পেয়েছেন।
কলকাতা: আইপিএলের (IPL) ইতিহাসে বিনোদন কোন টিম সবচেয়ে বেশি দেয়? যে কোনও আইপিএল ভক্তকে প্রশ্ন করলে উত্তর মিলবে— রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। চার-ছয়ের বন্যায় রীতিমতো ভাসিয়ে দেয় গ্যালারি। তবে, একটাই আক্ষেপ থেকে যাবে, বিরাট কোহলির আরসিবি কখনও আইপিএল জিততে পারেনি। প্লে-অফে ওঠা, কখনও ফাইনালেও, কিন্তু ট্রফি অধরাই থেকে গিয়েছে বিরাট অ্যান্ড কোংয়ের। আইপিএল ১৫-তে সেই ছবিটাই পাল্টে দিতে চাইছে আরসিবির টিম ম্যানেজমেন্ট। শনি-রবিবারের নিলামে এমন টিম বানাতে চাইছে, যার গভীরতা থাকবে। কঠিন সময়ে পারফর্ম করবে। ট্রফি জেতা-না জেতার সূক্ষ্ম ফারাকটা মিটিয়ে দেবে। আর তাই পাঁচ ক্রিকেটারকে টার্গেট করতে চাইছে আরসিবি।
গত আইপিএলের পরই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন বিরাট। তাঁর বদলে ক্যাপ্টেন হিসেবে শ্রেয়স আইয়ারকে চাইছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থকে ক্যাপ্টেন করার পর থেকেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁর সম্পর্কের ভিত নড়ে যায়। তাই শ্রেয়সও চাইছেন আইপিএলের কোনও একটা টিমের ক্যাপ্টেন হতে। যেখানে তিনি টিমকে সাফল্য দিতে পারবেন। আইপিএল চ্যাম্পিয়ন করতে পারবেন। এমনিতে কুড়ি-বিশের দুনিয়ায় শ্রেয়স অত্যন্ত সফল ব্যাটার। আরসিবি যদি তাঁকে নিলামে কেনে, তা হলে বিরাট আর তিনি মিলে হয়তো সাফল্য দিতে পারবেন টিমকে।
আরসিবিতেই গত কয়েক মরসুম খেলা দুই ক্রিকেটারকে হাতছাড়া করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। প্রথম জন যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় জন হর্ষল প্যাটেল। চাহালের উত্থান ব্যাঙ্গালোর থেকেই। তাঁর লেগস্পিনে টিমের ম্যাচ জেতার ক্ষেত্রে অন্যতম অস্ত্র। হর্ষলও বিরাটের টিমেই নিজের সাফল্য খুঁজে পেয়েছেন। গত আইপিএল ছিল তাঁর কাছে স্বপ্নের টুর্নামেন্ট। সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ওই দুরন্ত পারফরম্যান্সই ভারতীয় টিমেও জায়গা করে দিয়েছে হর্ষলের। আরসিবি বহু ম্যাচ জেতানো এই দুই বোলারকে কোনও ভাবেই হাতছাড়া করতে চায় না।
গত কয়েক মরসুম ধরে আরসিবিতে ভালো মানের অলরাউন্ডার নেই। যিনি ব্যাট ও বল হাতে টিমকে ভরসা দেবেন। সেই কারণেই এ বার জেসন হোল্ডারকে পেতে চাইছেন বিরাটরা। হোল্ডার যে কোনও ফর্ম্যাটে অত্যন্ত কার্যকর ক্রিকেটার। সবচেয়ে বড় কথা হল, ভারতের উইকেটের চরিত্র বোঝার পাশাপাশি ম্যাচের গতিও পাল্টে দিতে পারেন। যে কারণে ক্যারিবিয়ান ক্রিকেটারকে পাওয়ার জন্য ঝাঁপাবে তারা।
সেই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টার্গেট হতে পারেন দক্ষিণ আফ্রিকার এক তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যিনি সেরা ব্যাটার হয়েছিলেন। তার থেকে বড় কথা হল, তাঁর ব্যাটিং স্কিল মনে পড়িয়ে দিচ্ছে এবি ডে ভিলিয়ার্সকে। যে কারণে তাঁকে ডাকা হচ্ছে ‘বেবি এবি’ বলে। ব্রেভিস নিজেও চান এবির মতোই আরসিবির হয়ে খেলতে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা