RCB vs GG Highlights, WPL 2023: সোফির অতিমানবীয় ৯৯ রান, দ্বিতীয় জয় আরসিবির

| Edited By: | Updated on: Mar 18, 2023 | 11:58 PM

Royal Challengers Bangalore vs Gujrat Giants Live score: উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন এই পেজে।

RCB vs GG Highlights, WPL 2023: সোফির অতিমানবীয় ৯৯ রান, দ্বিতীয় জয় আরসিবির
Image Credit source: Twitter

মুম্বই: ডব্লিউপিএলে টানা দ্বিতীয় জয় রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে মেয়েদের প্রিমিয়র লিগে প্রথম জয় পেয়েছিলেন স্মৃতি মান্ধানারা। দ্বিতীয় জয় এল গুজরাট জায়ান্টসকে হারিয়ে। শনিবার ৮ উইকেটে গুজরাটকে হারিয়ে দরকারি ২ নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন স্মৃতিরা। আরসিবির জয়ে অনবদ্য ভূমিকা সোফি ডিভাইনের। শতরানের দোরগোড়া থেকে ফিরলেও ৩৬ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে একাই গুজরাটের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যমাত্রা টপকাতে সাহায্য করলেন। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবলের চতুর্থ স্থানে উঠে এল আরসিবি। একই পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে পাঁচ নম্বরে গুজরাট জায়ান্টস।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 18 Mar 2023 10:34 PM (IST)

    আরসিবির জয়

    ৮ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৫.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সৌজন্যে সোফি ডিভাইনের ৯৯ রানের অনবদ্য ইনিংস।

  • 18 Mar 2023 10:21 PM (IST)

    ৯৯ রানে আউট সোফি!

    ৯৯ রানে আউট হলেন সোফি ডিভাইন। মাত্র ১ রানের জন্য পেলেন না সেঞ্চুরি। অল্পের জন্য হল না ডব্লিউপিএলের সেঞ্চুরি।

  • 18 Mar 2023 10:13 PM (IST)

    দুর্দান্ত সোফি

    ৩০ বলে ৯০ রান সোফি ডিভাইনের। শতরানের জন্য আর মাত্র ১০০ রান প্রয়োজন তাঁর।

  • 18 Mar 2023 10:09 PM (IST)

    ১০ ওভারে ১৩১ রান

    ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩১ রান আরসিবির। ৭৯ রানে ব্যাট করছেন সোফি ডিভাইন। এলিস পেরি ৫ রানে ব্যাট করছেন।

  • 18 Mar 2023 10:06 PM (IST)

    ফিরলেন স্মৃতি

    প্রথম উইকেট হারাল আরসিবি। ৩১ বলে ৩৭ রানে আউট স্মৃতি। ৯.২ ওভারে আরসিবির স্কোর ১২৫।

  • 18 Mar 2023 10:00 PM (IST)

    সোফি ডিভাইনের অর্ধশতরান

    ২২ বলে হাফ সেঞ্চুরি সোফি ডিভাইনের। একশো রানের গণ্ডি পার করে ফেলেছে আরসিবি।

  • 18 Mar 2023 09:53 PM (IST)

    লক্ষ্যে এগোচ্ছেন স্মৃতিরা

    পাওয়ার প্লে ওভারে বিনা উইকেট খুইয়ে ৭৭ রান আরসিবির। দুরন্ত গতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছেন স্মৃতিরা।

  • 18 Mar 2023 09:39 PM (IST)

    ওপেনিং জুটিতে ৫০ রান পার

    স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইনের জুটিতে মাত্র ২২ বলে ৫০ রান ছুঁল আরসিবি। মান্ধানা ১৭, ডিভাইন ২৬ রানে ব্যাট করছেন।

  • 18 Mar 2023 09:23 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    রান তাড়া করতে নামলেন সোফি ডিভাইন ও স্মৃতি মান্ধানা। স্মৃতির ব্যাটে অধিনায়কোচিত ইনিংস দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

  • 18 Mar 2023 09:08 PM (IST)

    গুজরাটের ইনিংস শেষ

    ছোট ছোট পার্টনারশিপে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৮৮ রানে শেষ করল গুজরাট জায়ান্টস। আরসিবির জয়ের জন্য ১৮৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।

  • 18 Mar 2023 08:58 PM (IST)

    ফিরলেন গার্ডনার

    অ্যাশলে গার্ডনারের উইকেট হারাল গুজরাট। ২৬ বলে ৪১ রান। রিভিউ নিয়েছিলেন তবে রক্ষা পাননি। গুজরাটের স্কোর ১৬২/৪।

  • 18 Mar 2023 08:48 PM (IST)

    তৃতীয় উইকেট হারাল গুজরাট

    ৬৮ রান করে প্রীতির বলে আউট লরা উলফার্ট। ১৭ ওভারে ১৪২ রান গুজরাটের।

  • 18 Mar 2023 08:39 PM (IST)

    ১৫ ওভারে ১২১ রান

    ১৫ ওভার শেষ গুজরাটের স্কোর ১২১/২।

  • 18 Mar 2023 08:38 PM (IST)

    অর্ধশতরান লরার

    অনবদ্য অর্ধশতরান লরা উলফার্টের। ৩৫ বলে ৫০ রান করলেন তিনি।

  • 18 Mar 2023 08:32 PM (IST)

    ১০০ রান পার গুজরাটের

    দলীয় ১০০ রান পার গুজরাট জায়ান্টসের। অর্ধশতরানের দোরগোড়ায় লরা উলফার্ট। ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান।

  • 18 Mar 2023 08:23 PM (IST)

    জুটি ভাঙলেন প্রীতি

    লরা-মেঘনার জুটি ভাঙলেন প্রীতি বোস। প্যাভিলিয়নে মেঘনা (৩১ বলে ৩২ রান)। গুজরাট জায়ান্টস ১১.৫ ওভারে ৯০/২। জুটিতে এল ৫০ রান।

  • 18 Mar 2023 08:18 PM (IST)

    ১০ ওভারে ৭৮ রান

    ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৮ রান গুজরাটের। সেট হয়ে গিয়েছেন দুই ব্যাটার লরা ও উলফার্ট।

  • 18 Mar 2023 08:00 PM (IST)

    গুজরাটের অর্ধশতরান

    প্রাথমিক ধাক্কা সামলে গুজরাটের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছেন লরা উলফার্ট এবং সাব্বিনেনি মেঘনা। দলীয় ৫০ রান পার করল গুজরাট জায়ান্টস।

  • 18 Mar 2023 07:55 PM (IST)

    ৬ ওভারে ৪৫ রান

    ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান গুজরাটের ঝুলিতে। ক্রিজে লরা উলফার্ট ও সাব্বিনেনি মেঘনা।

  • 18 Mar 2023 07:42 PM (IST)

    প্রথম উইকেট পতন

    প্রথম উইকেট হারাল গুজরাট। সোফিয়া ডাঙ্কলিকে ফেরালেন সোফি ডিভাইন। গুজরাটের স্কোর ২.৫ ওভারে ২৭/১।

  • 18 Mar 2023 07:33 PM (IST)

    শুরু ম্যাচ

    জায়ান্টসের হয়ে ওপেনিংয়ে সোফি ডাঙ্কলি ও লরা উলফার্ট।

  • 18 Mar 2023 07:15 PM (IST)

    আরসিবি একাদশ

    আরসিবির একাদশ: স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, কণিকা আহুজা, মেগান স্কট, আশা শোভনা, প্রীতি বোস, দিশা কাসাত

  • 18 Mar 2023 07:15 PM (IST)

    গুজরাট জায়ান্টস একাদশ

    গুজরাট জায়ান্টস একাদশ: স্নেহ রানা (অধিনায়ক), সুষমা ভার্মা (উইকেটকিপার), হারলিন দেওল, তনুজা কানওয়ার, অশ্বিনী কুমারী, অ্যাশলে গার্ডনার, লরা উলফার্ট, কিম্বারলে গার্থ, সোফি ডাঙ্কলি, দয়ালেন হেমলতা, মেঘনা সাব্বিনেনি।

  • 18 Mar 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতল গুজরাট জায়ান্টস। প্রথমে ব্যাটিং করবে স্নেহ রানার টিম। অর্থাৎ আরসিবির মেয়েদের রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ।

  • 18 Mar 2023 06:52 PM (IST)

    মুম্বইয়ের প্রথম হার

    ডব্লিউপিএলে প্রথম হারের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে হার শীর্ষস্থানে থাকা হরমনপ্রীত কৌরদের।

    পড়ুন বিস্তারিত: মরসুমের প্রথম হার, মুম্বইয়ের অশ্বমেধের ঘোড়া থামাল ইউপি

  • 18 Mar 2023 06:35 PM (IST)

    দ্বিতীয় জয়ের খোঁজে

    ডব্লিউপিএলের দ্বিতীয় জয়ের খোঁজে টিম আরসিবি

  • 18 Mar 2023 06:33 PM (IST)

    তৃতীয় জয়ের খোঁজে

    ব্র্যাবোর্ন স্টেডিয়ামের উদ্দেশে জায়ান্টস শিবির

Published On - Mar 18,2023 6:30 PM

Follow Us: