RR vs CSK, Highlights, IPL 2025: লাস্ট ওভার থ্রিলার, ৬ রানে জয়ী চেন্নাই সুপার কিংস
Rajasthan Royals vs Chennai Super Kings, Live Score in Bengali: আইপিএলে জয় দিয়ে শুরু করেছিল সিএসকে। অন্যদিকে রাজস্থান এ মরসুমে এখনও জেতেনি। আজ দুই দলের নজর । দেখুন রাজস্থান বনাম চেন্নাই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

কলকাতা: রবি-রাতে আইপিএলে (IPL) রয়্যালস ও কিংসের লড়াই। দুটো টিমই এ মরসুমে ২টো করে ম্যাচ খেলেছে। এর মধ্যে পিঙ্ক আর্মির পয়েন্টের খাতা ফাঁকা ছিল। অবশেষে খাতা খুলল। বর্ষাপাড়া স্টেডিয়ামে নিজেদের শেষ হোম ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারাল তারা। টানা দু-ম্যাচে হার সিএসকের। শেষ দিকে রুদ্ধশ্বাস পরিস্থিতি ছিল। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২০ রান। ওভারের প্রথম ডেলিভারিতে ধোনি আউট হতেই চাপ বাড়ে চেন্নাইয়ের। জাডেজা, জেমি মরিয়া চেষ্টা করলেও লাভ হয়নি। ম্যাচের যাবতীয় আপডেট রইল TV9Bangla-র এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
RR vs CSK, IPL 2025: ম্যাচ রিপোর্ট
নীতীশ রানার অনবদ্য় ইনিংস, পাথিরানার দুর্দান্ত বোলিং। জয়ের দোরগোড়ায় ধোনির উইকেট। বিস্তারিত পড়ুন: সাত নম্বর জার্সির কিংবদন্তি সাতে নামলেন, ‘শেষ হোম ম্যাচে’ জয় রাজস্থানের
-
RR vs CSK, IPL 2025: শেষ ওভার ড্রামা
- শেষ ওভারে চেন্নাইয়ের চাই ২০ রান। প্রথম বলেই হেটমায়ারের দুর্দান্ত ক্যাচে আউট ধোনি।
- দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে জাডেজাকে স্ট্রাইক দিলেন ওভার্টন।
- তৃতীয় ডেলিভারিতে সিঙ্গল। ৩ বলে চাই ১৭।
- চতুর্থ ডেলিভারিতে ছয় জেমি ওভার্টনের।
- পঞ্চম ডেলিভারিতে ২ রান। নো বল না হলে জয় নিশ্চিত রাজস্থানের।
- শেষ বলে ২ রান। রাজস্থান রয়্যালস মরসুমের প্রথম জয় পেল। ৬ রানে জয় দিয়ে গুয়াহাটি পর্ব শেষ করল রাজস্থান।
-
-
RR vs CSK, IPL 2025: ক্যাপ্টেন্স ইনিংস
এখনও ২৫ বলে ৫৪ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। ঋতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে জয়ের স্বপ্ন রাজস্থানের। যদিও জাডেজার সঙ্গে যোগ দিলেন ধোনি। ফলে স্বস্তির জায়গা নেই। ঋতুরাজ ৪৪ বলে ৬৩ রানে ফিরলেন।
-
RR vs CSK, IPL 2025: অবিশ্বাস্য-বিতর্কিত!
অবিশ্বাস্য একটা ক্য়াচ। যদি স্লো-মোশনে বিতর্কিতও মনে হতে পারে। এমনই এক ক্যাচে চেন্নাই সুপার কিংসের ইমপ্যাক্ট প্লেয়ার শিবম দুবেকে ফেরালেন রিয়ান পরাগ। হাসারঙ্গার বোলিংয়ে ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচ রিয়ানের। যদিও ধোঁয়াশা রাখে, বল জমি ছুঁয়েছিল কি না। তৃতীয় আম্পায়ার দীর্ঘ সময় দেখেই আউটের সিদ্ধান্ত দেন।
-
RR vs CSK, IPL 2025: ধোনি-অশ্বিন!
সেই ধোনি-অশ্বিন জুটি। নীতীশ রানা ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। জাতীয় দলের হয়ে এমন বুদ্ধিতে বাজিমাত করেছিলেন ধোনি-অশ্বিন। উইকেট মিলছিল না। রান আপে থমকে অফস্টাম্পের বাইরে ডেলিভারি। নীতীশ রানা ক্রিজ ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছিলেন। ফেরার সুযোগ ছিল না আর। সহজ স্টাম্পিং ধোনির। অশ্বিন থমকে দাঁড়াতেই ধোঁকা খান রানা।
-
-
RR vs CSK, IPL 2025: নুর
অষ্টম ওভারে আক্রমণে নুর আহমেদ। আর এসেই জুটি ভাঙলেন। ফেরালেন সঞ্জু স্যামসনকে। এ মরসুমেই চেন্নাইতে যোগ দিয়েছেন। তৃতীয় ম্যাচ খেলছেন। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে ৮ উইকেট!
-
RR vs CSK, IPL 2025: দুর্দান্ত পাওয়ার প্লে
রাজস্থান রয়্যালসের জন্য দারুণ পাওয়ার প্লে। শুরুতে যশস্বী জয়সওয়ালের উইকেট পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় নীতীশ রানাকে। তিনে নেমেই সুপার হিট। ২১ বলে হাফসেঞ্চুরি পার।
-
RR vs CSK, IPL 2025: প্রোমোশন
গত দু-ম্যাচে চারে নামানো হচ্ছিল নীতীশ রানাকে। কিন্তু ছন্দ পাচ্ছিলেন না। চেন্নাইয়ের বিরুদ্ধে তিনে নামানো হল নীতীশ রানাকে। ইনিংস গড়ার সময় রয়েছে অনেকটা।
-
RR vs CSK, IPL 2025: টিম কম্বিনেশন
পিচ দেখে খুশি চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন। টিমে জোড়া বদলও করেছেন। দেখে নেওয়া যাক দু-দলের কম্বিনেশন:
চেন্নাই সুপার কিংসের একাদশ: রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, ঋতুরাজ গায়কোয়াড়, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাতিসা পাথিরানা।
ইমপ্যাক্ট অপশন- শিবম দুবে, মুকেশ চৌধুরী, ডেভন কনওয়ে, শেখ রশিদ, স্যাম কারান
রাজস্থান রয়্যালসের একাদশ-সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা।
ইমপ্যাক্ট অপশন- কুনাল সিং রাঠোর, শুভম দুবে, ফজলহক ফারুকি, কুমার কার্তিকেয়, যুধবীর সিং
-
RR vs CSK, IPL 2025: লাস্ট হোম গেম!
এ মরসুমে গুয়াহাটিতে শেষ হোম ম্যাচ রাজস্থান রয়্যালসের। টস জিতলেন ঋতুরাজ গায়কোয়াড়। রান তাড়ার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংস ক্য়াপ্টেন। জেমি ওভার্টন, বিজয় শঙ্কর টিমে এলেন। বসতে হচ্ছে স্যাম কারান ও দীপক হুডাকে। চেন্নাই জোড়া বদল করলেও রাজস্থান সেম টিম খেলানোর সিদ্ধান্ত নিয়েছে, জানিয়ে দিলেন ক্যাপ্টেন রিয়ান পরাগ।
-
RR vs CSK, IPL 2025: এক নজর বুলিয়ে নিন প্রিভিউতে
চেন্নাই সুপার কিংস সহজে কম্বিনেশনে তড়িঘড়ি বদল করে না। এই ম্যাচেও সেই সম্ভাবনা ক্ষীণ। তবে স্যাম কারানের গত দু-ম্যাচে যা পারফরম্যান্স তাতে পরিবর্তে ডেভন কনওয়েকে দেখা যেতেও পারে। সেক্ষেত্রে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে অংশুল কম্বোজকে খেলানো যেতে পারে। কিংবা বিজয় শঙ্করকে।
পড়ুন বিস্তারিত – RR vs CSK Playing XI IPL 2025: ‘হোমে’ লাস্ট ম্যাচ, CSK-র বিরুদ্ধে চমক দেবে রাজস্থান! কী হতে পারে একাদশ?
-
RR vs CSK, IPL 2025: ধোনির দলকে হারানোর জন্য রাজস্থানের অস্ত্র তৈরি?
রাজস্থান এ মরসুমে প্রথম ম্যাচে খেলেছিল হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার এই তিন তারকার ব্যাটে দুই অঙ্কের রান দেখা গিয়েছিল। এ বার সিএসকে ম্যাচের আগে রাজস্থানের নেট কাঁপাচ্ছেন এক বিদেশি। যিনি চোখ ধাঁধিয়ে দিয়েছেন সঞ্জু স্যামসনের।
পড়ুন বিস্তারিত – RR, IPL 2025: CSK ম্যাচের জন্য পিঙ্ক আর্মির অস্ত্র তৈরি? সঞ্জুর চোখ ধাঁধিয়ে দিলেন এই তারকা
-
RR vs CSK, IPL 2025: রবিবারের দ্বিতীয় ম্যাচ
আজ, রবিবার আইপিএলের ডাবল হেডার। একদিকে চলছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। আর সন্ধে ৭.৩০ মিনিটে শুরু হবে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ।
Published On - Mar 30,2025 5:30 PM





