RR vs SRH, IPL 2021 Match 28 Results: বাটলারের দাপুটে ব্যাটিংয়ে ভর করে ম্যাচ জিতল রাজস্থান

| Updated on: May 02, 2021 | 7:26 PM

RR vs SRH Live Score: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

RR vs SRH, IPL 2021 Match 28 Results: বাটলারের দাপুটে ব্যাটিংয়ে ভর করে ম্যাচ জিতল রাজস্থান
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)

রবিবার আইপিএলের (IPL) মেগা ম্যাচে আজ মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। টসে জিতে কেন উইলিয়ামসন প্রথমে ব্যাট করতে পাঠান সঞ্জুদের। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ২২০ রান। ৬৪ বলে ১২৪ রানের দুরন্ত ইনিংস খেলেন জস বাটলার। ১১টি চার ও ৮টি ছয় দিয়ে বাটলার সাজিয়েছিলেন এই দুর্ধর্ষ ইনিংস। ক্যাপ্টেন সঞ্জু করেন ৪৮ রান। কেন উইলিয়ামসনদের টার্গেট ছিল ২২১। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে, সানরাইজার্স হায়দরাবাদ তোলে ১৬৫ রান। ৫৫ রানে ম্যাচ জিতল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। নেতা বদলের পরও অরেঞ্জ আর্মির ভাগ্য বদলালো না।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 May 2021 07:14 PM (IST)

    ৫৫ রানে জিতল রাজস্থান

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে, সানরাইজার্স হায়দরাবাদ তোলে ১৬৫ রান। ৫৫ রানে জিতল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস

  • 02 May 2021 07:06 PM (IST)

    রশিদ আউট

    কোনও রান না করেই আউট হলেন রশিদ খান

  • 02 May 2021 07:02 PM (IST)

    কেদার যাদব আউট

    আব্দুল সমাদের পর মরিসের শিকার কেদার যাদব। ১৯ রান করে মাঠ ছাড়লেন কেদার যাদব।

  • 02 May 2021 06:59 PM (IST)

    মরিস ফেরালেন সামাদকে

    ১০ রান করে আউট হলেন আব্দুল সামাদ।

  • 02 May 2021 06:48 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১২৯/৫

    চাপে হায়দরাবাদ।  ৫ ওভারের খেলা বাকি। জয়ের জন্য প্রয়োজন ৯২ রান।

  • 02 May 2021 06:46 PM (IST)

    মহম্মদ নবির উইকেট হারাল হায়দরাবাদ

    ১৭ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হলেন মহম্মদ নবি

  • 02 May 2021 06:39 PM (IST)

    ক্যাপ্টেনের উইকেট হারাল হায়দরাবাদ

    ২০ রান করে কার্তিক ত্যাগির বলে আউট হলেন কেন উইলিয়ামসন

  • 02 May 2021 06:33 PM (IST)

    হায়দরাবাদের শতরান

    ১২ ওভারে হায়দরাবাদ দলগত শতরান পূর্ণ করল

  • 02 May 2021 06:25 PM (IST)

    ফের উইকেট হারাল হায়দরাবাদ

    ৮ রান করে আউট হলেন বিজয় শংকর।

  • 02 May 2021 06:12 PM (IST)

    বেয়ারস্টোর উইকেট হারাল হায়দরাবাদ

    ৩০ রান করে সাজঘরে ফিরলেন জনি বেয়ারস্টো।

  • 02 May 2021 06:03 PM (IST)

    মনীশ আউট

    ৩১ রান করে মাঠ ছাড়লেন মনীশ পাণ্ডে

  • 02 May 2021 05:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে কেন উইলিয়ামসনরা তুলেছেন ৫৭ রান

  • 02 May 2021 05:57 PM (IST)

    হায়দরাবাদের ৫০ রান

    ৫.৪ ওভারে হায়দরাবাদ দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 02 May 2021 05:55 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৪৬/০

    ভালো শুরু সানরাইজার্স হায়দরাবাদের।

  • 02 May 2021 05:14 PM (IST)

    হায়দরাবাদের টার্গেট ২২১

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলেছে ২২০ রান। কেন উইলিয়ামসনদের টার্গেট ২২১

  • 02 May 2021 05:09 PM (IST)

    জস বাটলারকে থামালেন সন্দীপ শর্মা

    ১২৪ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন জস বাটলার।

  • 02 May 2021 04:58 PM (IST)

    বাটলারের সেঞ্চুরি

    রাজস্থানের ওপেনার জস বাটলার ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন। আইপিএল কেরিয়ারের প্রথম শতরান বাটলারের।

  • 02 May 2021 04:57 PM (IST)

    সঞ্জু আউট

    ৪৮ রান করে মাঠ ছাড়লেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 02 May 2021 04:48 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১৪৬/১

    খেলা বাকি ৫ ওভারের।

  • 02 May 2021 04:34 PM (IST)

    বাটলারের অর্ধশতরান

    জস বাটলারের আইপিএল কেরিয়ারের ১২তম অর্ধশতরান। ৩৯ বলে রাজস্থান রয়্যালসের ওপেনার বাটলার হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন

  • 02 May 2021 04:34 PM (IST)

    রাজস্থানের শতরান

    ১২.৩ ওভারে রাজস্থানের দলগত শতরান পূর্ণ হল

  • 02 May 2021 04:23 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৭৭/১

    প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে সঞ্জু স্যামসনরা তুলেছে ৭৭ রান।

  • 02 May 2021 04:12 PM (IST)

    বাটলার-স্যামসনের ৫০ রানের পার্টনারশিপ

    ৩১ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করল রাজস্থানের ওপেনার জস বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসন

  • 02 May 2021 04:02 PM (IST)

    রাজস্থানের ৫০ রান

    ৬.২ ওভারে রাজস্থান দলগত ৫০ রান পূর্ণ করল

  • 02 May 2021 04:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে রাজস্থান রয়্যালসের স্কোর এক উইকেটে ৪২

  • 02 May 2021 03:56 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৩৩/১

    প্রথম ৫ ওভারে যশস্বী জসওয়ালের উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৩৩ রান

  • 02 May 2021 03:33 PM (IST)

    সঞ্জুদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন যশস্বী জসওয়াল ও জস বাটলার।

  • 02 May 2021 03:18 PM (IST)

    রাজস্থানের জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (RR) জার্সিতে অভিষেক হল অনুজ রাওয়াতের

  • 02 May 2021 03:14 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন(অধিনায়ক), জনি বেয়ারস্টো, মনীশ পাণ্ডে, কেদার যাদব, আব্দুল সামাদ, বিজয় শংকর, সন্দীপ শর্মা, রশিদ খান, নবি, ভুবনেশ্বর কুমার খালিল আহমেদ।

  • 02 May 2021 03:13 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), অনুজ রাওয়ত, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, কার্তিক, রিয়ান পরাগ, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

  • 02 May 2021 03:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল হায়দরাবাদ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের

  • 02 May 2021 02:52 PM (IST)

    পাল্লা ভারি কোন দলের?

    আইপিএলে (IPL) এই নিয়ে ১৩ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে রাজস্থান জিতেছে ৬ বার। হায়দরাবাদ জিতেছে ৭ বার।

  • 02 May 2021 02:40 PM (IST)

    অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবারের প্রথম ম্যাচ

    রবিবার আইপিএলের (IPL) ডাবল ব্লাস্টার ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।

Published On - May 02,2021 7:26 PM

Follow Us: