Vinod Kambli: সচিন তেন্ডুলকর পাশে দাঁড়াননি? ‘সচ’ সামনে আনলেন বিনোদ কাম্বলি
Vinod Kambli on Sachin Tendulkar: ছেলেবেলার বন্ধু, সতীর্থর জন্য কি কিছুই করতে পারতেন না? অবশেষে মুখ খুললেন বিনোদ কাম্বলি। সামনে আনলেন 'সচ'। আগের বলা কথাগুলো যে স্রেফ হতাশা থেকে বেরিয়েছিল, স্বীকার করে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তুলে ধরলেন সে সময়ের অনেক কথাই।
সচিন তেন্ডুলকর কি আদৌ পাশে দাঁড়াননি? বিনোদ কাম্বলির একটি মন্তব্য গত এক দশকের বেশি সময় ধরে ঝড় তুলেছিল। সচিনকে নিয়ে অনেকে হতাশাও প্রকাশ করেছেন। ছেলেবেলার বন্ধু, সতীর্থর জন্য কি কিছুই করতে পারতেন না? অবশেষে মুখ খুললেন বিনোদ কাম্বলি। সামনে আনলেন ‘সচ’। আগের বলা কথাগুলো যে স্রেফ হতাশা থেকে বেরিয়েছিল, স্বীকার করে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তুলে ধরলেন সে সময়ের অনেক কথাই।
ভারতীয় ক্রিকেটে একটা সময় ভবিষ্যৎ তারকা মনে করা হত বিনোদ কাম্বলিকে। সচিন তেন্ডুলকরের সঙ্গে স্কুল স্তরে রেকর্ড গড়েছেন। সচিনের এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক। মাত্র ৯ বছর স্থায়ী হয় তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। মাঠের বাইরের জীবনের প্রভাব পড়ে ক্রিকেটে। আন্তর্জাতিক মঞ্চ থেকে হারিয়ে যেতেই হতাশায় আরও ভেঙে পড়েন বিনোদ কাম্বলি।
২০০৯ সালে একটি টেলিভিশন রিয়ালিটি শো ‘সচ কা সামনা’-তে বিনোদ কাম্বলিকে জিজ্ঞেস করা হয়, ‘সচিন তেন্ডুলকর কি তাঁকে অবতরণ থেকে বাঁচাতে পারতেন?’ জবাবে ‘হ্যাঁ’ বলেছিলেন বিনোদ কাম্বলি। স্বাভাবিক ভাবেই জনমানসে একটি দৃষ্টিকোণ তৈরি হয়, সচিন তাঁর জন্য কিছুই করেননি। সম্প্রতি জানা গিয়েছিল, বোর্ডের পেনশনই আয়ের একমাত্র উৎস বিনোদ কাম্বলির। সেই টাকায় পেরে উঠছেন না, তাও তুলে ধরেছিলেন।
বিকি লালওয়ানির ইউটিউব শো-তে পুরনো কথা উঠে এল বিনোদ কাম্বলির মুখে। বলেন, ‘২০১৩ সালের ঘটনা। গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎই স্ট্রোক। আমার স্ত্রী দ্রুত হাসপাতালে ভর্তি করায়। আমি দু-বার হৃদরোগে আক্রান্ত হই। সচিনকে ছোট থেকে চিনি। সচিন আমার জন্য সবকিছু করেছে। দু-বার অস্ত্রোপচার করাতে হয়েছিল। পুরো টাকাই সচিন দিয়েছিল। আর্থিক দিক থেকে আরও নানা ভাবে সহযোগিতা করেছিল।’
সচিনের সম্পর্কে নেতিবাচক কথা বলার পর নিজেও হতাশায় ভুগেছেন, পরিষ্কার করেন বিনোদ কাম্বলি। বলেন, ‘ওর সম্পর্কে যা বলেছিলাম, সবই হতাশা থেকে। ওকে দ্রুতই ফোন করি, কথা বলি শুরু করি। ছেলেবেলার বন্ধুত্ব, সব অভিমানই মিটে গিয়েছিল দ্রুতই।’