Virat Kohli: বিরাটের দুরন্ত শটে টাল সামলাতে না পেরে যা হল ক্রুণালের…

Mar 26, 2025 | 7:14 PM

RCB, IPL 2025: আইপিএলের এই মরসুমটা জয় দিয়ে শুরু করেছে আরসিবি। নিজেদের প্রথম ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন বিরাট কোহলি। অনুশীলনে কোনও খামতি রাখছেন না ভিকে।

Virat Kohli: বিরাটের দুরন্ত শটে টাল সামলাতে না পেরে যা হল ক্রুণালের...
Virat Kohli: বিরাটের দুরন্ত শটে টাল সামলাতে না পেরে যা হল ক্রুণালের...
Image Credit source: RCB X

Follow Us

কলকাতা: ৩৬ এর বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলেই প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দেন। ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর ব্যাট নিরাশ করেনি। ২৮ মার্চ আরসিবির (RCB) পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তার আগে ফের কড়া অনুশীলনে মগ্ন কিং কোহলি। নেটে তাই কোনও কসুর রাখছেন না। আরসিবির ইন্সটাগ্রামে কোহলির নেটে প্র্যাক্টিসের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একমনে নেটে অনুশীলন করছেন বিরাট। ক্রুণাল পান্ডিয়ার ডেলিভারিতে এক অন্যরকম শট মারেন বিরাট। যা ক্রুণালের (Krunal Pandya) পায়ের দিকে সজোরে এগিয়ে যায়। তাতে টাল সামলাতে পারেননি। বেসামাল হয়ে পড়েন ক্রুণাল। তারপর কী হল? সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরসিবির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাট এমন এক শট মারেন, যা ক্রুণালের পায়ের কাছে পৌঁছে যায়। ততক্ষণাৎ ক্রুণাল পা সরিয়ে নেওয়ার ফলে কোনও অঘটন ঘটেনি। আরসিবির ওই পোস্টে বিরাটের শটের প্রশংসা করার পাশাপাশি নেটিজ়েনরা ক্রুণালের রিফ্লেক্সের জন্য বাহবা জানিয়েছেন। যেহেতু কোনও চোট লাগেনি ক্রুণালের, তাই আরসিবি শিবিরে চিন্তার কিছু নেই।

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, কেকেআরের বিরুদ্ধে ক্রুণাল পান্ডিয়া ভালো বোলিং করেছিলেন। ৪ ওভারে তিনি ২৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন। এ বার দেখার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরসিবির পরবর্তী ম্যাচে ক্রুণাল ছাপ ফেলতে পারেন কিনা।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

Next Article