Longest Sixes: আন্তর্জাতিক ক্রিকেটে সাত দৈত্যাকার সিক্স, রয়েছেন ভারতের ব্যাটারও…

International Cricket Unique Stat: টি-টোয়েন্টির জমানাতে পাওয়ার হিটিং বেড়েছে এ বিষয়ে সন্দেহ নেই। তবে বড় শট খেলা নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বড় ছয় অনেক হয়েছে। সাতটি দীর্ঘ ছয় নিয়েই আলোচনা। এর মধ্যে কয়েকটা বিশ্বাস নাও হতে পারে! আসলে তথ্যটাই এমন।

Longest Sixes: আন্তর্জাতিক ক্রিকেটে সাত দৈত্যাকার সিক্স, রয়েছেন ভারতের ব্যাটারও...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 28, 2024 | 8:49 PM

ক্রিকেট ক্রমশ পাওয়ার হিটারদের হয়ে যাচ্ছে! একেবারেই না। আগেও এমনটা ছিল। বোলাররা যেমন দাপট দেখিয়েছেন, তেমনই বোলাররাও। ব্যাটে-বলে আসল লড়াই তো সেখানেই। বোলাররা যেমন আউট করার চেষ্টা করবেন, তেমনই ব্যাটাররা চেষ্টা করবেন বড় শট খেলার। কখনও ব্যাটে বলে ঠিকঠাক হবে, কখনও হবে না। টি-টোয়েন্টির জমানাতে পাওয়ার হিটিং বেড়েছে এ বিষয়ে সন্দেহ নেই। তবে বড় শট খেলা নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বড় ছয় অনেক হয়েছে। সাতটি দীর্ঘ ছয় নিয়েই আলোচনা। এর মধ্যে কয়েকটা বিশ্বাস নাও হতে পারে! আসলে তথ্যটাই এমন।

একনজরে দেখে নেওয়া যাক কারা সেই ছয় মেরেছেন…

  1. ক্রিকেটের ইতিহাসে অন্যতম দৈত্যাকার ছয় মেরেছিলেন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ২০১৩ সালে জোহানেসবার্গে রায়ান ম্যাকলারেনের বোলিংয়ে ১৫৩ মিটার ছয় মেরেছিলেন।
  2. এরপরই রয়েছেন ব্রেট লি! না ছয়টি তিনি খাননি, বরং মেরেছিলেন। তাও আবার ১৪৩ মিটারের! ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার পেসার রোভম্যান পাওয়েলের বিরুদ্ধে ১৪৩ মিটারের বিশাল ছয় মারেন ব্রেট লি।
  3. এই খবরটিও পড়ুন

  4. তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেকব ওরাম। প্রাক্তন এই কিউয়ি ব্যাটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩০ মিটারের ছয় মেরেছিলেন।
  5. আর এক কিউয়ি ক্রিকেটার মার্টিন গাপ্টিলও রয়েছেন এই তালিকায়। লনওয়াবো সোৎসোবোর বোলিংয়ে ১২৭ মিটারের বিশাল ছয় মারেন মার্টিন গাপ্টিল।
  6. তালিকায় রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার লিয়াম লিভিংস্টোনও। পাকিস্তানের পেসার হ্যারিস রউফের বোলিংয়ে টি-টোয়েন্টিতে ১২২ মিটারের বিশাল ছয় মেরেছিলেন লিভিংস্টোন।
  7. একই দূরত্বের ছয় মেরেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তথা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা কোরি অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে ম্যাচে মহম্মদ সামির বোলিংয়ে ১২২ মিটারের বিশাল ছয় মারেন কোরি অ্যান্ডারসন।
  8. এরপরই রয়েছেন সিক্সার কিং যুবরাজ সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওভারে প্রথম ছয় ছক্কার রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্রেট লির বোলিংয়ে ১১৯ মিটারে দৈত্যাকার ছয় মেরেছিলেন যুবরাজ সিং। তাও আবার বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে।