Babar Azam: পাঁচ বোলার, যাঁরা WTC-তে বাবর আজমের চেয়ে বেশি রান করেছেন!

World Test Championship: বাংলাদেশের কাছে প্রথম বার টেস্ট হারে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে বাবর আজমের ব্যর্থতাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে (২০২৩-২৫) বাবর আজমের চেয়ে বেশি রান করেছেন পাঁচ বোলার!

Babar Azam: পাঁচ বোলার, যাঁরা WTC-তে বাবর আজমের চেয়ে বেশি রান করেছেন!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 28, 2024 | 5:50 PM

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। বর্তমান প্রজন্মের ফ্যাব ফোর অর্থাৎ বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনের পাশে রাখা হয় বাবর আজমকেও। যদিও নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ঘরে বাঘ, বিদেশে বেড়ালও বলা যায় না। সদ্য ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানেই ফেরেন। দ্বিতীয় ইনিংসেও শূন্য রানেই ফেরার পরিস্থিতি তৈরি হয়েছিল। ক্যাচ ফসকানোয় জীবন পান। ২২ রান করেন সেই ইনিংসে। বাংলাদেশের কাছে প্রথম বার টেস্ট হারে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে বাবর আজমের ব্যর্থতাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে (২০২৩-২৫) বাবর আজমের চেয়ে বেশি রান করেছেন পাঁচ বোলার!

দেখে নেওয়া যাক সেই তালিকা…

  1. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একেবারেই ফর্মে নেই বাবর আজম। এখনও অবধি ১১ ইনিংসে মাত্র ২২৪ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ২০.৩৬।
  2. ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস ১১ ইনিংসে করেছেন ২৪৬ রান। স্পেশালিস্ট ব্যাটার বাবর আজমের চেয়েও বেশি।
  3. এই খবরটিও পড়ুন

  4. এরপরই রয়েছেন বাংলাদেশের অফস্পিনার মেহদি হাসান মিরাজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে মাত্র ৯ ইনিংসে ৩০২ রান করেছেন মিরাজ।
  5. ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার ১৩ ইনিংসে করেছেন ৩২৯ রান।
  6. ভারতের বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও রয়েছেন এই তালিকায়। মাত্র ৯ ইনিংসে ৩৩০ রান করেছেন জাডেজা।
  7. এরপরই রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। এই অজি পেসার ২০ ইনিংসে করেছেন ৩৫৭ রান।