Shardul Thakur: ৫ ম্যাচে ৩ T20I সেঞ্চুরি করা তারকাকে ফিরিয়েও লজ্জার নজির আইপিএলে ‘ব্রাত্য’ শার্দূল ঠাকুরের
Syed Mushtaq Ali Trophy: চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল কেরল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্রের কাছে হারে সঞ্জুর টিম। পরের ম্যাচে আবার নাগাল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় কেরল। মুম্বই ম্যাচ কি জিততে পারবেন সঞ্জুরা?
কলকাতা: জেড্ডায় হওয়া আইপিএলের (IPL) মেগা নিলামে টিম পাননি শার্দূল ঠাকুর (Shardul Thakur)। তাঁর নামের পাশে অবিক্রিত ট্যাগ দেখে ক্রিকেট প্রেমীরা হতবাক হয়েছেন। ভারতের এই তারকা অলরাউন্ডার দেশের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন। দেশের জার্সিতে বেশ কয়েকটি টেস্ট ম্যাচ জয়ের কারিগরও তিনি। ক্রাইসিস সময়ে ম্যাচ বের করার ক্ষমতা রয়েছে তাঁর। তাঁকে যে কারণে অনেকে লর্ড শার্দূল বলেও ডাকেন। সেই তিনি এ বারের আইপিএলে দল পাননি। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। সেখানে কেরলের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচে শার্দূল নিয়েছেন একটি উইকেট। কেরল অধিনায়ক সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ফেরালেও এক লজ্জার নজির গড়েছেন।
একে আইপিএলে ব্রাত্য, তার উপর সৈয়দ মুস্তাক আলিতে লজ্জার নজির গড়লেন শার্দূল ঠাকুর। কেরলের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ৬৯ রান খরচ করেছেন। ঝুলিতে মাত্র ১ উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেল এটাই। এই তালিকায় শীর্ষে ছিলেন রমেশ রাহুল। তিনিও এক ম্যাচে ৬৯ রান খরচ করেছিলেন। এ বার মুস্তাক আলিতে সবচেয়ে বেশি রান খরচ করার তালিকায় রাহুলের সঙ্গে যুগ্মভাবে জায়গা করে নিলেন শার্দূল।
সঞ্জু স্যামসন দেশের জার্সিতে গত কয়েকটি ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন। শেষ ৫টি টি-২০ ম্যাচে তিনি তিনটি সেঞ্চুরি করেছেন। কেরলের জার্সিতে চলতি মুস্তাক আলিতে তিনি সার্ভিসেসের বিরুদ্ধে ৭৫ রান করেছিলেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৯ করেন। আর মুম্বইয়ের বিরুদ্ধে করেছেন ৪ বলে ৪ রান। সঞ্জুর ব্যাট না চললেও মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২৩৪ রান তোলে কেরল। এ বার দেখার ম্যাচ জিততে পারে কিনা সঞ্জুর দল।