IPL 2022: কেন শ্রেয়সে মুগ্ধ, রাহানেতে আস্থা হাসির?
শ্রেয়সই এ বার আইপিএল ১৫-তে নেতৃত্ব দেবেন কেকেআরের। এই নতুন নেতাতে মুগ্ধ বেগুনি জার্সির মেন্টর ডেভিড হাসি। শ্রেয়সকে ঘিরেই নতুন করে সাফল্যের স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, তিনি দুরন্ত ফর্মেও আছেন।
মুম্বই: ক্রিকেট বুদ্ধি, স্কিল এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা— তিনটেই যে তাঁর রয়েছে, প্রমাণ করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে কম বয়সে নেতা হয়েছিলেন তিনি। ২০২০ সালে টিমকে ফাইনালেও তুলেছিলেন। সেই তাঁকেই এ বার নিলামে বড় অঙ্কে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়সই এ বার আইপিএল ১৫-তে নেতৃত্ব দেবেন কেকেআরের। এই নতুন নেতাতে মুগ্ধ বেগুনি জার্সির মেন্টর ডেভিড হাসি। শ্রেয়সকে ঘিরেই নতুন করে সাফল্যের স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, তিনি দুরন্ত ফর্মেও আছেন। দেশের হয়ে ঘরের মাঠে সাদা বলের সিরিজে প্রচুর রানও করেছেন। ব্যাট হাতেও যে টিমকে ভরসা দেবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শ্রেয়সের ডেপুটি হিসেবে প্যাট কামিন্স কার্যকর ভূমিকা নিতে পারবেন।
হাসি বলছেন, ‘কেউ কেউ থাকে, যারা জন্মগত ভাবে নেতা হয়। শ্রেয়স তেমন। যে ভাবে ও মাঠে হাঁটে, যে ভাবে টিমমেটদের সম্মান করে, তাতে তাই মনে হয়। শ্রেয়সকে দিল্লির ক্যাপ্টেন হিসেবে চিনি। ওর ক্রিকেট বুদ্ধিটা দারুণ। কী ভাবে খেলা উচিত, সেটা সম্পর্কে স্বচ্ছ্ব ধারণা আছে। ও কী চাইছে, সেটা স্পষ্ট করে দিতে পারে। আমার তো মনে হয়, ওকে নেতা করার সিদ্ধান্তটা নিয়ে খুব ভালো করেছে ব্র্যান্ডন ম্যাকালাম এবং টিম ম্যানেজমেন্ট। আর প্যাট কামিন্সকে আমি অনেক দিন ধরে চিনি। শ্রেয়সের ডেপুটি হিসেবে ও কার্যকর ভূমিকা নিতে পারবে। শুধু তাই নয়, সামনে থেকে নেতৃত্বও দিতে পারবে।’
২৭ বছরের শ্রেয়সকে কী ভাবে কোচিং করাবেন হাসি? ভার্চুয়াল প্রেস মিটে তিনি বলেছেন, ‘ভালো প্লেয়ারদের একা ছেড়ে দেওয়াটা কিন্তু কোচিংয়ের একটা সেরা পদ্ধতি। ওরা যে ভাবে চায়, সে ভাবেই কাজ করতে দেওয়া উচিত। এই মুহূর্তে কিন্তু দুরন্ত ফর্মে আছে শ্রেয়স। তবে ওকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না। ওকে চিনতে চাই। তবে ও ভালো ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি ভালো মানুষও, যে ক্রিকেটটা বোঝে।’
শ্রেয়সের পাশাপাশি অজিঙ্ক রাহানেতেও আস্থা রাখছেন হাসি। যতই সাম্প্রতিক ফর্মের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ুন, তখন রাহানে যে ছন্দে ফিরবেন, বিশ্বাস রাখছেন তিনি। হাসির কথায়, ‘গত এক দশক ধরে রাহানে প্রমাণ করেছে যে, ও ক্লাস প্লেয়ার। রাজস্থানে খেলার সময় ও দুরন্ত পারফর্ম করেছে। আমার বিশ্বাস, ওর মধ্যে আরও ৫-১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো রদস বেঁচে আছে। হয়তো সম্প্রতি যতটা ও চেয়েছে, ততটা সাফল্য পায়নি। কিন্তু ও যে ভাবে ট্রেনিং করছে, এই আইপিএলে আরও একবার নিজের জাত চেনাবে। সেই সঙ্গে টিমের মধ্যে ও কিন্তু নেতাও।’
কেকেআরের বোলিংয়ে এ বার যথেষ্ট ভারসাম্য খুঁজে পাচ্ছেন হাসি। ‘উমেশ যাদব আবার ফিট হয়ে টিমে ফিরেছে। নেটে দারুণ বোলিং করছে। টিমের বোলিংয়ে ও একটা বদল আনতে পারবে। ওর সঙ্গে টিম সাউদি রয়েছে। শিবম মাভিকে পাচ্ছি। আর রয়েছে কামিন্স। স্পিনে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন।’