AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: বিরাট কোহলির মতো করে দেখাবে…, তিনজনের ‘টিম’ বেছে দিলেন কিংবদন্তি

India Vs England 2nd Test: ব্যাট হাতে যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমকে অস্বস্তিতে রেখেছেন, তেমনই আগ্রাসী মানসিকতাতেও। বিরাট কোহলি এত বছর ধরে একা টেস্ট ক্রিকেটে যা করে দেখিয়েছেন, বর্তমান দলের তিনজন সেই কাজটাই করতে পারেন।

Indian Cricket: বিরাট কোহলির মতো করে দেখাবে..., তিনজনের 'টিম' বেছে দিলেন কিংবদন্তি
Image Credit source: Robert Cianflone/Getty Images
Follow Us:
| Updated on: Jul 04, 2025 | 5:10 PM

টেস্ট ক্রিকেট এবং বিরাট কোহলি। এই কম্বিনেশন ক্রিকেট বিশ্ব আজীবন মনে রাখবে। ঘুমপাড়ানি ফরম্যাটও যে সিনেমার মতো টানটান হয়ে উঠতে পারে, বিরাটের সময় সেটা দেখেছে বিশ্ব ক্রিকেট। দেশের মাটিতেই সিরিজ হোক বা বিদেশ। বিরাট কোহলি থাকা মানেই প্রতিপক্ষের উপর বাড়তি চাপ। ব্যাট হাতে যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমকে অস্বস্তিতে রেখেছেন, তেমনই আগ্রাসী মানসিকতাতেও। বিরাট কোহলি এত বছর ধরে একা টেস্ট ক্রিকেটে যা করে দেখিয়েছেন, বর্তমান দলের তিনজন সেই কাজটাই করতে পারেন। এমনই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

এজবাস্টনে চলছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ। টেস্ট থেকে বিরাট-রোহিতের অবসরের পর প্রথম বার। ফলে তরুণ টিমকে নিয়ে অস্বস্তি ছিলই। প্রথম টেস্ট হারলেও পাঁচটি সেঞ্চুরি করেছিল ভারত। দ্বিতীয় টেস্টে তুলনামূলক ভালো জায়গায় রয়েছে ভারতীয় দল। তরুণ ক্যাপ্টেন শুভমন গিল ২৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন মনে করেন, বিরাটের ভূমিকা পালন করতে পারেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ।

সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন, ‘বিরাট একার হাতে যেমন ভারতীয় টেস্ট টিমকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেই কাজটাই করে দেখাতে পারে ওরা। এই তিনজনের (গিল, জয়সওয়াল, পন্থ) গ্রুপকে নিয়ে আমি আশাবাদী। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত খেলছে ওরা।’ বিশ্ব ক্রিকেটে সব ফরম্যাটেই কিংবদন্তি হয়ে উঠেছেন বিরাট কোহলি। কয়েক বছর পর শুভমন, পন্থ, যশস্বীরাও একইরকম ছাপ ফেলে যাবেন, এমনই মনে করছেন মাইকেল ভন।