কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টেন্সি স্টাইলে মুগ্ধ দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার। তাঁর ক্যাপ্টেন্সির ধরণ থেকে শুরু করে চোখ জুড়ানো ব্যাটিং — এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) সবই দেখা গিয়েছে। ২০১৩ সালে শেষ বার ভারত আইসিসি ট্রফি জিতেছিল। তারপর কেটে গিয়েছে ১১ বছর। অনেক বার একাধিক আইসিসি ইভেন্টে ট্রফির খুব কাছে গিয়েও দূরত্ব মেটাতে পারেনি টিম ইন্ডিয়া। এ বার বার্বাডোজে প্রোটিয়াদের হারাতে পারলেই বিশ্বকাপ ভারতের। টুর্নামেন্টের ফাইনালের আগে সংবাদসংস্থা পিটিআইকে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রোহিত শর্মার জন্য তিনি ভীষণ খুশি।
মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের আগে রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন করেছিল হার্দিক পান্ডিয়াকে। ১৭তম আইপিএলে মুম্বইয়ের ভরাডুবি ক্রিকেট প্রেমীদের অজানা নয়। মাস ছয়েক আগে মুম্বই কেড়েছিল রোহিতের থেকে ক্যাপ্টেন্সি। সেই রোহিতই এ বার ভারতকে টি-২০ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘রোহিত শর্মার জন্য আমি খুব খুশি। জীবনের চাকা ঘুরতে কিন্তু বেশি সময় লাগে না। এই তো ৬ মাস আগে মুম্বই ইন্ডিয়ান্স ওকে ক্যাপ্টেন করেনি। আর এখন ও ভারতকে অপরাজিত অবস্থায় টি-২০ বিশ্বকাপ ফাইনালে তুলেছে।’
রোহিতে মুগ্ধ হয়ে মহারাজ আরও বলেন, ‘ওর নেতৃত্বে ভারত পরপর দুটো বিশ্বকাপ ফাইনাল খেলছে। ওডিআই বিশ্বকাপের পর টি-২০ বিশ্বকাপেও ভারত অপরাজিত থেকে ফাইনালে প্রবেশ করেছে। এটাই প্রমাণ করে রোহিতের নেতৃত্বের ক্ষমতা কতটা। আমি অবশ্য ওর এই পারফরম্যান্স দেখে অবাক নই। কারণ, বিরাট যখন আর ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করতে চায়নি ওই সময় আমি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম। আর রোহিত তখন ভারতের নেতা হয়েছিল।’ ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালের আগে মহারাজ জানান, বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর রোহিত তা নিজের কাঁধে তোলার জন্য তৈরি ছিলেন না। তাঁকে এই দায়িত্ব নিতে রাজি করানোর জন্য বেশ সময় লেগেছিল। অবশেষে সকলে বোঝানোর পর তিনি রাজি হন। তাঁর অধীনে ভারতীয় টিমের এই উন্নতি দেখে বিরাট খুশি সৌরভ।