IND VS AUS: সাবধান, ভারত কিন্তু জেগে উঠেছে, হালকা নিও না; টেস্ট চ্যাম্পিয়ন টিমকেই সতর্কবার্তা!
Border-Gavaskar Trophy: বোঝাই যাচ্ছে, সফরের শুরুর আগে বরাবরের মতো মাইন্ড গেম শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেশে আগের দুটো সিরিজে জিতেছে ভারতীয় টিম। এ বার জিতলে হ্যাটট্রিক হবে। তাই আগে থেকেই ভারতকে চাপে রাখার কাজটা শুরু করে দিয়েছেন অজিরা।
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার সিরিজ হার নিয়ে চর্চার অন্ত নেই। সমালোচনার কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে সাম্প্রতিক অতীতের যাবতীয় সাফল্য। এতটাই বিতর্ক চলছে যে, বিরাট কোহলি-রোহিত শর্মার মতো দুই সিনিয়রকে অবিলম্বে টেস্ট টিম থেকে সরানোর দাবি তুলে দিয়েছেন ভক্তরা। ভারতীয় ক্রিকেট যখন এমন বিপর্যয়ের মুখে, তখন কিন্তু অনেকেই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ১৯৯০ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত। মনোবল তলানিতে চলে যাওয়া রোহিতের টিম কি ঘুরে দাঁড়াবে? জশ হ্যাজলউডের মতো সিনিয়র পেসার কিন্তু সতর্ক করছেন টিমকে।
অজি পেসার ভারতীয় টিমকে খুব কাছ থেকে দেখছেন দীর্ঘদিন। ভারতের মাটিতে নিয়মিত খেলার পাশাপাশি আইপিএলও খেলেন। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের ভালো মতোই চেনেন। হ্যাজলউড কিন্তু ভারতকে ‘ঘুমন্ত দৈত্য’ বলে দিয়েছেন ভারতকে। নিউজিল্যান্ডের কাছে হার বেশ চাপে ফেলে দিয়েছে ভারতকে। একই সঙ্গে এখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে মাঠে নামবেন বিরাট-পন্থরা। এই ভারত যে ভয়ঙ্কর হতে পারে, বুঝতে পারছেন হ্যাজলউড। ‘ভারত কিন্তু ঘুম ভাঙা দৈত্য হয়ে উঠতে পারে।’
অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে নিউজিল্যান্ডের কাছে ভারতের ০-৩ হার নিশ্চিত ভাবেই প্যাট কামিন্সদের মনোবল বাড়াচ্ছে। হ্যাজলউড কিন্তু বলছেন, ‘৩-০ জেতার বদলে ০-৩ হার নিশ্চিত ভাবেই আমাদের কাছে ভালো। তাতে ওদের আত্মবিশ্বাস একটু হলেও ধাক্কা খেয়েছে। প্রায় প্রথম সারির টিমই খেলেছে। কেউ কেউ ছিল না। আর সেই কারণেই ওদের সম্পর্কে কোনও ধারনা করে নেওয়াটা ঠিক হবে না। তবে নিউজিল্যান্ডের সাফল্য আমাদের পক্ষে ভালো। কৃতিত্ব দিতে হবে কিউয়িদের। ওরা সত্যিই চমৎকার খেলেছে। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ৩-০ জেতা অবিশ্বাস্য ঘটনা।’
এই খবরটিও পড়ুন
বোঝাই যাচ্ছে, সফরের শুরুর আগে বরাবরের মতো মাইন্ড গেম শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেশে আগের দুটো সিরিজে জিতেছে ভারতীয় টিম। এ বার জিতলে হ্যাটট্রিক হবে। তাই আগে থেকেই ভারতকে চাপে রাখার কাজটা শুরু করে দিয়েছেন অজিরা। টেস্ট বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু তারাই।