AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti Mandhana and Palash Muchhal: স্মৃতির বাবার হঠাৎ হার্ট অ্যাটাক, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল স্মৃতি-পলাশের বিয়ে

স্মৃতি ও পলাশ মুচ্ছলের হলদি, সংগীতের ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। সকলের অপেক্ষা ছিল স্মৃতি-পলাশের বিয়ের ছবির প্রথম ঝলক দেখার। আপাতত সেটা হচ্ছে না। কারণ স্মৃতির বাবার হার্ট অ্যাটাক হয়েছে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে পলাশ ও স্মৃতির বিয়ে।

Smriti Mandhana and Palash Muchhal: স্মৃতির বাবার হঠাৎ হার্ট অ্যাটাক, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল স্মৃতি-পলাশের বিয়ে
স্মৃতির বাবার হঠাৎ হার্ট অ্যাটাক, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল বিয়েImage Credit: X
| Updated on: Nov 23, 2025 | 5:39 PM
Share

কলকাতা: আর মাত্র কয়েকঘণ্টা পর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)। তার জায়গায় দৌড়তে হল হাসপাতালে। মান্ধানা পরিবারে খুশির হাওয়া বইছিল। স্মৃতি ও পলাশ মুচ্ছলের (Palash Muchhal) হলদি, সংগীতের ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। সকলের অপেক্ষা ছিল স্মৃতি-পলাশের বিয়ের ছবির প্রথম ঝলক দেখার। আপাতত সেটা হচ্ছে না। কারণ স্মৃতির বাবার হার্ট অ্যাটাক হয়েছে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে পলাশ ও স্মৃতির বিয়ে।

ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানার বিয়েকে ঘিরে চারিদিকে আনন্দের আবহ, হইহুল্লোড়, নাচ-গান, জমিয়ে খাওয়া-দাওয়া চলছিল, তারই মাঝে আচমকা বিপত্তি। হার্ট অ্যাটাক হওয়ার পর স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানাকে সানগিলের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্মৃতির বিজনেস ম্যানেজার তুহিন মিশ্র এক পুরো বিষয়টা পরিষ্কার করেছেন সকলের সামনে।

স্মৃতির ম্যানেজার বলেন, ‘আজ সকালে ব্রেকফাস্ট করার সময় স্মৃতির বাবা শ্রী শ্রীনিবাস মান্ধানা অসুস্থ বোধ করছিলেন। সেই সময় আমরা ভেবেছিলাম, এটা হয়তো সাধারণ কিছু। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই আমরা ঠিক করি কোনওরকম ঝুঁকি নেওয়া চলবে না। এরপরই অ্যাম্বুলেন্স ডেকে এনে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

কেমন আছেন এখন স্মৃতির বাবা? এই প্রশ্নের উত্তরে স্মৃতির ম্যানেজার বলেন, ‘বর্তমানে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করছেন। এবং তাঁরা জানিয়েছেন স্মৃতির বাবাকে এখন হাসপাতালে থাকতে হবে। আর আপনারা সকলেই জানেন, স্মৃতি ওর বাবার কতটা কাছের। তাই ও ঠিক করেছে ওর বাবা যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে, বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। আজ ওর বিয়ের কথা ছিল। আমরা সবাই চিন্তিত। প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর আপনাদের বলব, দয়া করে গোপনীয়তা বজায় রাখুন।’