Sourav Ganguly: কাউকে দোষ দেওয়া যাবে না… ভারতের হারের কারণ খুঁজে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 06, 2025 | 1:03 PM

IND vs AUS: ক্রিকেট মহলের একাংশ এই সিরিজ হারার জন্য ভারতের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন। এরই মাঝে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় খুঁজে দিলেন ভারতের হারের কারণ।

Sourav Ganguly: কাউকে দোষ দেওয়া যাবে না... ভারতের হারের কারণ খুঁজে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: কাউকে দোষ দেওয়া যাবে না... ভারতের হারের কারণ খুঁজে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Follow Us

কলকাতা: বিদেশের মাটিতে গিয়ে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) জয়ের হ্যাটট্রিক হল না ভারতের। তৃতীয় দিন শেষ হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট ম্যাচ। এই সিরিজ ৩-১ জিতল অজিরা। তারপর থেকে ভারতীয় ক্রিকেট টিমের চরম সমালোচনা হচ্ছে। ক্রিকেট মহলের একাংশ এই সিরিজ হারার জন্য ভারতের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন। এরই মাঝে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় খুঁজে দিলেন ভারতের হারের কারণ।

সিএসজেসি মিডিয়া ফুটবলে এসে কিক অফ করে টুর্নামেন্টের সূচনা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রবিবার শীতের দুপুরে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ফুটবল টুর্নামেন্টে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফুটবল মাঠে এসে কিছুটা সময় কাটান তিনি। ফুটবলে শট নেন। গোলও করেন। এরপর তাঁকে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিকদের তিনি যা জানিয়েছেন নিম্নে বর্ননা করা হল।

বর্ডার গাভাসকর ট্রফিতে হার

এই খবরটিও পড়ুন

ভারতীয় টিমের ক্রিকেটাররা ভালো ব্যাটিং করেনি। ভালো ব্যাটিং করতে হবে। টেস্ট ক্রিকেটে সব সময় ভালো ব্যাট করতে হবে। ব্যাটিং ভালো না করলে টেস্ট ম্যাচ জিতবে না। ১৭০, ১৮০ করলে টেস্ট ম্যাচ জেতা যায়। ৩৫০-৪০০ রান করতে হবে।

মিডল অর্ডারের ব্যর্থতা

দলের সকলকে রান করতে হবে। কোন একজনের উপর দোষ দেওয়া যাবে না। প্রত্যেককে ব্যাটে রান করতে হবে।

বিরাটের অফ ফর্ম

বুঝতে পারি না। এত বড় প্লেয়ার তো। তবে আমি নিশ্চিত যে ও এই সমস্যা কাটিয়ে উঠবে।

সিডনি টেস্টে রোহিতের সরে দাঁড়ানো

এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। কী করবে সেটা ও জানে।

কোচ গম্ভীর কি ব্যর্থ?

পারফর্ম করতে হবে। আর কী বলব।

Next Article