কলকাতা: বিশ্বজয়ীরা দেশে ফিরেছে। উৎসবে মেতেছে সারা দেশ। বিশেষ করে মুম্বইয়ের কথা বলতে হয়। কারণ বৃহস্পতিবার মুম্বই মেতেছিল টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের হিরোদের জন্য। মুম্বইতে চ্যাম্পিয়নদের জন্য যে বিশেষ প্যারেডের আয়োজন করা হয়েছিল, তার ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু ওই প্যারেড নিয়ে আলোচনা থামছে না। ২০০৭ সালের পর ২০২৪ সাল মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ ১৭টা বছর। ভারতের টি-২০ বিশ্বকাপ ট্রফির খরা অবশেষে কাটিয়েছেন বিরাট-রোহিতরা। এরপর তাঁরা ভারতে ফিরতেই হয়েছে গ্র্যান্ড সেলিব্রেশন। যা দেখে চুপ থাকতে পারেনি দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
ইন্সটাগ্রামে সৌরভ গঙ্গোপাধ্যায় ২টি ছবি শেয়ার করেছিলেন। প্রথমটিতে ছিল মুম্বইয়ের মেরিন ড্রাইভের জনজোয়ারের মাঝে হুডখোলা বাসের ছবি। আর দ্বিতীয়টি ছিল ভারতীয় টিমের হুডখোলা বাস থেকে সেলিব্রেশনের একটি কোলাজ। এই ২টি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপশনে লিখেছেন, ‘এই জন্যই ভারতীয় ক্রিকেট অন্যদের থেকে আলাদা। ক্রিকেটাররা যা অর্জন করেছে, তার জন্য ওরা ঠিক এমন সংবর্ধনা পাওয়ার যোগ্য। ওদের প্রত্যেকের জন্য ভীষণ গর্ববোধ হচ্ছে।’ মহারাজের ওই ইন্সটাগ্রাম পোস্টে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে।
২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল। সে বার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। ওই বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ এখনও রয়েছে মহারাজের। কিন্তু তা বলে তিনি বিরাটদের চ্যাম্পিয়ন হওয়ার ফলে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি। বরং প্রকাশ্যে জানিয়েছেন।