ICC Women’s World Cup 2022: খাকার কাছে হার টাইগ্রেসদের, ন্যাটের লড়াই ফিকে হল রাচেলের দাপটে

একদিকে ওয়ান ডে বিশ্বকাপের অভিষেক ম্যাচটা রাঙিয়ে মাঠ ছাড়তে পারলেন না টাইগ্রেসরা। অন্যদিকে ন্যাট সাইভারের লড়াই ফিকে হয়ে সেরার পুরষ্কার অর্জন করে মাঠ ছাড়লেন রাচেল হেইন্স।

ICC Women's World Cup 2022: খাকার কাছে হার টাইগ্রেসদের, ন্যাটের লড়াই ফিকে হল রাচেলের দাপটে
ICC Women's World Cup 2022: খাকার কাছে হার টাইগ্রেসদের, ন্যাটের লড়াই ফিকে হল রাচেলের দাপটে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 10:09 PM

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হয়ে গিয়েছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ (ICC Women World Cup 2022)। ক্যারিবিয়ান মহিলা ক্রিকেট দল কিউয়িদের উদ্বোধনী ম্যাচে হারিয়ে সফর শুরু করেছে। আগামীকাল মাঠে নামবে মিতালি রাজের ভারত। আজ, শনিবার মেয়েদের বিশ্বকাপে ডাবল হেডার ছিল। আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা (South Africa) ও বাংলাদেশ (Bangladesh)। এবং দ্বিতীয় ম্যাচ ছিল অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ডের (England) মধ্যে। একদিকে ওয়ান ডে বিশ্বকাপের অভিষেক ম্যাচটা রাঙিয়ে মাঠ ছাড়তে পারলেন না টাইগ্রেসরা। অন্যদিকে ন্যাট সাইভারের লড়াই ফিকে হয়ে সেরার পুরষ্কার অর্জন করে মাঠ ছাড়লেন রাচেল হেইন্স।

প্রোটিয়াদের দাপুটে বোলিং বাংলাদেশকে ওয়ান ডে বিশ্বকাপের অভিষেক ম্যাচটা জিততে দিল না। আয়বঙ্গা খাকার আগুনে বোলিংয়ের সামনে হার মানতে হল নিগার সুলতানার দলকে। টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ। প্রোটিয়াদের বাংলাদেশের পেসাররা ২০৭ রানে বেঁধে দেন। বাংলাদেশের হয়ে ৩৫ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ফারিহা। ২৮ রান খরচ করে দুটি উইকেট নিয়েছেন জাহানারা আলম। রিতু মনি পেয়েছেন দুটি উইকেট। এবং একটি করে উইকেট পেয়েছেন সালমা ও রুমানা।

প্রোটিয়াদের ২০৮ রানের টার্গেট তাড়া করে নেমে শুরুটা ভালোই করেছিলেন টাইগ্রেসরা। কিন্তু আয়বঙ্গা খাকা তছনছ করে দিল বাংলাদেশকে। ১৭৫ রানে থেমে যান শারমিনরা। ৩২ রানে ওয়ান ডে বিশ্বকাপের অভিষেক ম্যাচটা হারতে হল বাংলাদেশকে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শারমিন সুলতানা (৩৪)। ২৯ রান এসেছে অধিনায়ক নিগারের ব্যাট থেকে। ২৭ রান করেন রিতু মনি। একটা সময় অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা তিন মেডেনসহ ৩২ রান দিয়ে চারটি উইকেট নেন। এবং আজ বাংলাদেশের বিরুদ্ধে খাকা পঞ্চম প্রোটিয়া মহিলা বোলার হিসেবে ১০০ টি একদিনের উইকেট নিলেন।

ওয়ান ডে বিশ্বকাপের তৃতীয় ও আজকের দ্বিতীয় ম্যাচে অজিরা ১২ রানে হারাল ইংল্যান্ডকে। মেগ ল্যানিং ও রাচেল হেইন্সের দুরন্ত পার্টনারশিপ ফিকে করে দিল ন্যাট সাইভারের সেঞ্চুরিটাকে। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে ৩৫ রান তোলেন। অ্যালিসা হিলি (২৮) মাঠ ছাড়ার পর মাঠে আসেন মেগ ল্যানিং। হেইনস-ল্যানিং জুটিতে ১৯৬ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন। ৮৬ রানের মাথায় আউট হন ল্যানিং। কিন্তু ক্রিজে জমে গিয়েছিলেন হেইন্স। ল্যানিংয়ের পর বেথ মুনির সঙ্গে জুটি বাঁধেন হেইন্স। এবং শতরান পূর্ণ করার পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হেইন্স। ১৩১ বলে ১৩০ রান করে সাজঘরে ফেরেন অজি ওপেনার ব্যাটার। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৩ উইকেটের বিনিময়ে ৩১০ রানে থামে অজিরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার লরেন উইনফিল্ড হিলকে ফেরান মেগান। স্কোরবোর্ডে ০-১ থাকাকালীন তিন নম্বরে মাঠে নামেন ইংল্যান্ডের ক্যাপ্টেন নাইট। অধিনায়কের সঙ্গে ট্যামি বিউমন্ট দুরন্ত ছন্দে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। নাইট-বিউমন্ট জুটিতে ৯২ রান তোলে। এই জুটিকে আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে আটকান তাহিলা ম্যাকগ্রা। ৪০ রান করে আউট হন নাইট। এর পর ক্রিজে আসেন ন্যাট সাইভার। বিউমন্টের সঙ্গে ৫৭ রান তোলেন সাইভার। ৭৪ রান করে আলানা কিংয়ের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেলেন বিউমন্ট। দলকে জেতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সাইভার। কিন্তু শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানে আটকে যায় নাইটের দল। ১০৯ রানে অপরাজিত থাকেন সাইভার। এবং ১২ রানে ম্যাচ জিতে নেয় অজিরা।