IPL 2022: আইপিএলে প্রোটিয়া ক্রিকেটারদের নিয়ে সংশয় কাটল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 16, 2022 | 11:38 AM

দেশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা খেলবেন, নাকি আইপিএলের শুরু থেকেই সেখানে খেলবেন তাঁরা? এই প্রশ্নটাই জোরাল ছিল। সিএসএ এই সিদ্ধান্তটা প্লেয়ারদের উপরই ছেড়ে দেয়।

IPL 2022: আইপিএলে প্রোটিয়া ক্রিকেটারদের নিয়ে সংশয় কাটল
IPL 2022: আইপিএলে প্রোটিয়া ক্রিকেটারদের নিয়ে সংশয় কাটল

Follow Us

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকান (South Africa) ক্রিকেটারদের নিয়ে চিন্তার রেশ কাটল আইপিএলের (IPL) দলগুলোর। মেগা নিলামের পর থেকেই বলা হচ্ছিল প্রোটিয়া ক্রিকেটারদের আইপিএলে খেলা নিয়ে সংশয় নেই। তারই মাঝে শোনা গিয়েছিল, রাবাডা-নর্টজেরা দেশের হয়ে খেলার জন্য বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকে খেলতে পারবে না। আর তাতেই মাথায় হাত পড়েছিল ১০ ফ্র্যাঞ্চাইজির। প্রোটিয়া তারকা প্লেয়ারদের আইপিএলের শুরু থেকে না পেলে একাধিক ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়তে পারে। এই কথা মাথায় রেখে বিসিসিআই দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথের সঙ্গে আলোচনাও করেছিল। আর তাতেই মিলল সবুজ সংকেত।

আইপিএল নিয়ে বিসিসিআই ও সিএসএর চুক্তি

দেশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা খেলবেন, নাকি আইপিএলের শুরু থেকেই সেখানে খেলবেন তাঁরা? এই প্রশ্নটাই জোরাল ছিল। সিএসএ এই সিদ্ধান্তটা প্লেয়ারদের উপরই ছেড়ে দেয়। এবং চুক্তি অনুসারে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, দ্বিপাক্ষিক সিরিজ থাকলেও সিএসএ আইপিএলের জন্য প্লেয়ারদের ছেড়ে দেবে। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের এক সূত্র বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে আসল চুক্তিটি ছিল যেস আমরা আমাদের প্লেয়ারদের আইপিএলের জন্য ছেড়ে দেব। কিন্তু আইপিএলের উইন্ডোটা আরও বড় হয়েছে। কিন্তু আমাদের চুক্তিতে কোনও বদল হয়নি।”

এ বারের আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে মোট ১১ জন প্রোটিয়া ক্রিকেটারের খেলার কথা। তাঁরা হলেন — কাগিসো রাবাডা (পঞ্জাব কিংস), ফাফ ডু’প্লেসি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), লুনগি এনগিডি ও এনরিখ নর্টজে (দিল্লি ক্যাপিটালস), রাসি ভ্যান ডার ডুসেন (রাজস্থান রয়্যালস), ডেভিড মিলার (গুজরাত টাইটান্স), কুইন্টন ডি’কক (লখনউ সুপার জায়ান্টস), এইডেন মার্করাম (সানরাইজার্স হায়দরাবাদ), ডোয়েন প্রিটোরিয়াস ও মার্কো জ্যানসেন (সানরাইজার্স হায়দরাবাদ), ডিওয়াইল্ড ব্রেভিস (মুম্বই ইন্ডিয়ান্স)।

আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা কেন দ্বিধায় পড়েছেন?

  1. প্রোটিয়া টেস্ট অধিনায়ক ডিন এলগার প্লেয়ারদের দেশের প্রতি আনুগত্য প্রমাণ করতে বলেছেন।
  2. বাংলাদেশ সিরিজে খেলার সিদ্ধান্ত নিলে ১৬ এপ্রিল পর্যন্ত প্রোটিয়া প্লেয়াররা আইপিএলে অংশ নিতে পারবেন না।
  3. যদি রাবাডা-নর্টজেরা টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নেয়, তবে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় স্ট্রিং বোলিং দল মাঠে নামতে হবে। কারণ দলের সমস্ত ফাস্ট বোলার আইপিএলের অংশ।
  4. ভারতের বিরুদ্ধে জয় এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র করার পর, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের জয়ের ধারা বজায় রাখতে চায়। ফলে আসন্ন বাংলাদেশ সিরিজে এই প্লেয়াররা না থাকলে দক্ষিণ আফ্রিকার জন্য ক্ষতিকর হবে।

আরও পড়ুন: IPL 2022: জরিমানা থেকে নির্বাসন, করোনা ঠেকাতে আইপিএলে একঝাঁক কঠোর নিয়ম বোর্ডের

আরও পড়ুন: IPL 2022: কাকে নিয়ে এমন মজার কথা বললেন মাহেলা জয়বর্ধনে?

আরও পড়ুন: IPL 2022: নিজেকে কেন সিআর সেভেনের সঙ্গে তুলনা করলেন জোফ্রা আর্চার?

Next Article