IPL 2022: কাকে নিয়ে এমন মজার কথা বললেন মাহেলা জয়বর্ধনে?
রোহিতের সঙ্গে দেখা হওয়ার ভিডিও টুইটারে পোস্ট করে মাহেলা জয়বর্ধনে বলেছেন, 'ভারতের ক্যাপ্টেন হওয়ার পর পাকা চুলের পরিমাণ বেড়ে গিয়েছে ওর।' আর টুইটারে লিখেছেন, 'পরিবারের সদস্যদের সঙ্গে আবার দেখা হওয়ার মতো স্পেশাল আর কিছু হয় না।'
মুম্বই: গত এক মাসে ঘরের মাঠে তিন ফর্ম্যাটেই ভারতীয় টিমের ক্যাপ্টেন্সি সামলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর নেতৃত্ব দেওয়ার স্টাইল নিয়ে বিশেষজ্ঞরাও প্রশংসাসূচক মন্তব্য করেছেন। পরিণত বোধ যে তাঁর ছিল, আইপিএলে (IPL) আগেই দেখিয়েছেন। রোহিতের ক্যাপ্টেন্সিতে পাঁচবার খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই রোহিত এ বার যোগ দিলেন আইপিএল টিমে। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। তার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে মুম্বই। মঙ্গলবার টিমের প্লেয়ার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন রোহিত। কোচ মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) সঙ্গেও আলাদা করে আলোচনা করেছেন। মাহেলা-রোহিত জুটিই গত কয়েক বছর ধরে সাফল্য দিচ্ছে টিমকে। কুড়ি-বিশের ফর্ম্যাটে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারকে কোচ হিসেবে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আর তাই শ্রীলঙ্কা টিমও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাঁকে মেন্টর হিসেবে রেখেছিল। আইপিএল ১৫-তে মুম্বইকে আরও একবার সাফল্য দেওয়াই লক্ষ্য মাহেলা-রোহিতের।
রোহিতের সঙ্গে দেখা হওয়ার ভিডিও টুইটারে পোস্ট করে মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘ভারতের ক্যাপ্টেন হওয়ার পর পাকা চুলের পরিমাণ বেড়ে গিয়েছে ওর।’ আর টুইটারে লিখেছেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে আবার দেখা হওয়ার মতো স্পেশাল আর কিছু হয় না।’
মঙ্গলবার সপরিবারে বান্দ্রা কুর্লার টিম হোটেলে যোগ দেওয়ার সময় রোহিতের ক্যাপ্টেন্সিতে জেতা পাঁচটা ট্রফিই সাজিয়ে রাখা হয়েছিল। ২০১৩ সালে প্রথম বার আইপিএল জিতেছিল মুম্বই। তার পর আরও চারবার। ওই পাঁচটা ট্রফি দেখে রোহিতের ছোট্ট মেয়ে সামাইরা বলেছে, ‘এই ট্রফিগুলো বাবা জিতেছে।’
Always something special about catching up with faMIliar faces! ??#OneFamily #MumbaiIndians @ImRo45 @MahelaJay @ShaneBond27 MI TV pic.twitter.com/Zi1KME46e7
— Mumbai Indians (@mipaltan) March 15, 2022
এ বারের আইপিএলেও মুম্বই অন্যতম ফেভারিট টিম। টিমে গভীরতা যেমন আছে, তেমনই রয়েছে অভিজ্ঞতা। তবে জোফ্রা আর্চারের মতো পেসারকে না পাওয়ায় কিছুটা চাপ থাকবে টিমের। যেমন চাপে থাকছে মুম্বই, প্রথম ম্যাচে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব। মুম্বইয়ের সাফল্যে তাঁরও কম অবদান নেই। তবে রোহিত চাইছেন, এখান থেকেই টিমকে দ্রুত গুছিয়ে নিতে। যাতে আইপিএলের শুরু থেকে টিমকে জয়ের মধ্যে রাখতে পারেন। গত আইপিএলে সে ভাবে খেলতে পারেনি টিম। সেই আক্ষেপ এ বার মিটিয়ে নিতে চাইছেন রোহিত।
আরও পড়ুন: IPL 2022: নিজেকে কেন সিআর সেভেনের সঙ্গে তুলনা করলেন জোফ্রা আর্চার?